প্রকল্প

PM Kisan – জুন মাসের শুরুতেই একাউন্টে ঢুকবে 2000 টাকা। কারা পাবেন জেনে নিন

সরকারের এই প্রকল্পের (PM Kisan) মাধ্যমে আবার সাধারন মানুষদের একাউন্টে ঢুকবে 2000 টাকা। আগামী মাসের শুরুতেই ঢুকতে চলেছে এই টাকা। যারা এই প্রকল্পে (New Govt Scheme) আগেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং 2 হাজার টাকা করে পাচ্ছেন তারা আবার চলতি মাসে 2000 টাকা পাবেন (Farmers). আর যারা এখনো আবেদন করেননি আবেদন করবেন তারাও তাদের নাম নথিভুক্ত করলেই টাকা পেয়ে যাবেন (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana).

PM Kisan Yojana 17Th Installment Money Credit Status.

এই PM Kisan প্রকল্পের ফলে লাভবান হচ্ছেন অনেক মানুষ। কি এই প্রকল্প? কারা এই প্রকল্পের মাধ্যমে 2000 টাকা পাবে এই নিয়ে বিস্তারিত জেনে নিন। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ও দেশ কৃষি নির্ভর। এই জন্যে কৃষকবন্ধুদের (Krishak Bandhu) ভালো রাখার জন্যে প্রতিনিয়ত চেষ্টা চলিয়ে যাচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার। আমাদের দেশের গ্রামাঞ্চলের মানুষরা বেশিরভাগই কৃষিকাজ করে থাকে।

পিএম কিষান যোজনা ২০২৪

কেন্দ্র সরকার এই দরিদ্র মধ্যবিত্ত কৃষকদের কথা ভেবে তাদের কৃষিকাজে সাহায্য করার জন্য PM Kisan Yojana নিয়ে এসেছে। দিন দিন সব জিনিসের ই দাম বাড়ছে তেমনই কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্র, সার, কীটনাশক, যন্ত্রপাতি সব কিছুরই দাম বেড়েছে। এর ফলে দরিদ্র কৃষকদের পক্ষে এই সব জিনিস কেনা মুশকিল হয়ে যায়। তাই এই সব কৃষকদের সাহায্য করার জন্য এই প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার যার মাধ্যমে 2000 টাকা করে দেওয়া হয়।

পিএম কিষান যোজনার সুবিধা

এই PM Kisan প্রকল্প 2018 সালে চালু করা হয়। এই প্রকল্পের জন্যে আবেদন জানাতে পারবেন শুধু কৃষকরা। যে সব কৃষকদের নিজের জমির কাগজ আছে বা অন্যর জমিতে কাজ করেন তারা সবাই আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর 6 হাজার থেকে 12 হাজার টাকা পর্যন্ত টাকা দেওয়া হয়। যার জমির পরিমান যত বেশি সে তত বেশি পরিমানে টাকা পান।

কিভাবে পিএম কিষানের টাকা পাবেন?

এই টাকা 2000 করে কিস্তির (PM Kisan Installment) মাধ্যমে কৃষকদের একাউন্ট ঢুকে যায়। এই প্রকল্পের ফলে দেশের প্রচুর কৃষক (Indian Farmers) উপকৃত হচ্ছেন। এই প্রকল্পে আবেদন করতে পারবে 18 বছরের পর থেকে যে কোনো বয়সী কৃষকরা। এই প্রকল্পের মাধ্যমে 6 হাজার টাকা করে দেওয়া হচ্ছে তবে শোনা যাচ্ছে এই 6000 টাকার পরিমান বাড়িয়ে এখন 8000 টাকা করা হতে পারে।

OBC Certificate (ওবিসি সার্টিফিকেট)

How to Get PM Kisan Money?

এখন পর্যন্ত দেশের 12 কোটি কৃষক এই টাকা পেয়ে গিয়েছে। আরো যারা নতুন আবেদন করবেন তারাও পাবেন এই টাকা। তাই যারা আবেদন করেননি তারা ঝটপট আবেদন করে ফেলুন। তবে একটি কথা আপনাদের জানিয়ে রাখি। যারা এখন পর্যন্ত e-kyc করাননি তারা অতি শীঘ্র করে ফেলুন। আপনার নিজেদের মোবাইল নম্বর দিয়ে কাছের যে কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে PM Kisan e-kyc করিয়ে নিতে পারবেন। এটি না করলে পরে টাকা ঢুকতে সমস্যা দেখা দেবে।

বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার ঘোষণা! PM Wani প্রকল্পে কিভাবে Free Wi-Fi পাবেন?

পিএম কিষান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর

আর এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan) মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকরা ইতিমধ্যেই এই সুবিধা পেয়েছেন এবং আরও অনেকেই এই সুবিধা আগামীদিনে পেয়ে চলেছেন বলে মনে করা হচ্ছে। আর এখনো পর্যন্ত পিএম কিষানের টাকা ঠিক কবে ঢুকবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু আগামীমাসে এই টাকা ঢুকে যেতে চলেছে বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *