অর্থনীতি

Banking Services – ব্যাংকের আর্থিক পরিষেবা আরও সহজ। জনগণের স্বার্থে RBI এর সিদ্ধান্ত

দেশের অসংখ্য গ্রাহকদের জন্য Banking Services বা ব্যাংকিং পরিষেবা নিয়ে বড়ো সুখবর নিয়ে এলো রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI). জানা গিয়েছে, ব্যাংকিং প্রক্রিয়া উন্নত করতে, খুচরো বিনিয়োগ সহজ করতে এবং ফিনটেক সেক্টরে (Fintech Sector). বৃহৎ পরিসরে ডেটা সরবরাহ করতে তিনটি নতুন সুবিধা চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) এর মধ্যে রয়েছে প্রবাহ পোর্টাল, রিটেইল ডাইরেক্ট মোবাইল অ্যাপ এবং ফিনটেক রিপোজিটরি।

PRAVAH Portal Retail Direct & Fintech Banking Services by RBI.

বর্তমানে দেশের প্রায় প্রতিটি নাগরিকেরই ব্যাংকের একাউন্ট (Bank Account) থাকে। অনেকে আছেন ব্যাংকে প্রচুর টাকা সঞ্চয় করে রাখেন। মূলত ব্যাংকে টাকা সঞ্চয় করা অনেকটাই সুরক্ষিত হওয়ায় তারা এটি করে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যাংকের থেকে টাকা তুলতে গেলে গ্রাহকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিংবা যারা বিনিয়োগ করছেন সে সব বিনিয়োগকারীদেরও বিনিয়োগ (Banking Services) করার জন্য বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকটা সময় লেগে যায়।

ব্যাংকিং পরিষেবার সুযোগ গ্রহণ খুবই সহজ

এমতাবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের পরিষেবার বিষয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানাচ্ছিলেন। এবার সেই ব্যাংকিং পরিষেবাকে উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন সুবিধা চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর মধ্যে রয়েছে প্রবাহ পোর্টাল (Pravah Portal), রিটেইল ডাইরেক্ট মোবাইল অ্যাপ (Retail Banking Mobile App) এবং ফিনটেক রিপোজিটরি (FinTech repository Banking Services). গ্রাহকদের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে গৃহীত তিনটি বিশেষ সুবিধার বিষয়ে বিস্তারিত নিম্নরূপ।

RBI প্রবাহ পোর্টাল

১) এই পোর্টালটি (PRAVAH Portal) একটি সুরক্ষিত ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম, যা গ্রাহককে এবং প্রতিষ্ঠান গুলোকে আরবিআই এর সঙ্গে নিবন্ধন করতে দেয় (Banking Services).
২) কোনো অনুমোদন, কোনো লাইসেন্সের অনলাইনে আবেদন করতে পারা যাবে এই পোর্টালের মাধ্যমে।
৩) ব্যবহারকারীরা সরাসরি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
৪) আবেদনের পরে, আবেদনকারীরা তাদের আবেদনের স্থিতি ট্র্যাক করতে পারবেন।
৫) এই প্রবাহ পোর্টালের মাধ্যমে মোট ৬০টি আবেদন ফর্ম অনলাইনে জমা দেওয়া যেতে পারে।

RBI রিটেইল ডাইরেক্ট মোবাইল অ্যাপ

রিটেইল ডাইরেক্ট মোবাইল অ্যাপ (Retail Direct Mobile App) হল একটি খুচরো বিনিয়োগ অ্যাপ যা বিনিয়োগকারীদের তাঁদের স্মার্টফোনে গভর্নমেন্ট সিকিউরিটিজ (Government Securities) লেনদেনের একটি নিরবিচ্ছিন্ন এবং সুবিধাজনক উপায় দেয়। আর গ্রাহকরা খুবই সহজে এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজেদের কাজ সম্পন্ন করে নিতে পারবেন।

How to Use RBI Mobile Retail APP for Banking Services

১) প্রথমে Google Play Store এর মাধ্যমে আরবিআই রিটেইল ডাইরেক্ট মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে।
২) এর পরে, আরবিআই এর সঙ্গে একটি রিটেইল ডাইরেক্ট গিল্ট বা আরডিজি একাউন্ট খুলে, সেখানে আবেদনকারীকে তার পুরো নাম, প্যান, মোবাইল নম্বর, ইমেল ঠিকানা এবং আবাসিক ঠিকানার মতো তথ্য পূরণ করতে হবে।

৩) অ্যাপে লগ ইন করে সরকারি সিকিউরিটিজে লেনদেন শুরু করতে ড্যাশবোর্ডের পাশে ‘Primary Market’ বিকল্পটি নির্বাচন করতে হবে।
৪) এর পরে, অকশন ওয়াচ থেকে বিড করার জন্য যে কোনও নিরাপত্তা নির্বাচন (Banking Services Rules) করতে হবে এবং ‘অকশন 4’ উইন্ডোতে পরিমাণ লিখতে হবে।

৫) বিডিংয়ের সময় বা বিড উইন্ডো বন্ধ হওয়ার আগে ইউপিআই (UPI) এবং নেট ব্যাংকিং (Net Banking) এর মতো পরিষেবা গুলো ব্যবহার করে গ্রাহকের (Banking Services) বিড গুলোকে তহবিল করতে হবে।
৬) এর পরে নিলাম শুরু করতে হবে।

PMJJBY (প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা)

RBI FinTech Repository

ফিনটেক রিপোজিটরির লক্ষ্য হল ভারতীয় ফিনটেক সেক্টর সম্পর্কে আরবিআই এর বোঝাপড়াকে উন্নত করতে সাহায্য করার জন্য নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত ফিনটেক সংস্থা গুলোর উপর ব্যাপক তথ্য সরবরাহ করা। এক্ষেত্রে উল্লেখ্য, বাজারে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকি সাপেক্ষ (Banking Services). তাই কোথাও অর্থ বিনিয়োগ (Financial Investment) করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করা উচিত।

জুন মাসের মধ্যে 4 টি জিনিসে Aadhaar Link না করলে, এই পরিষেবা গুলো বন্ধ হবে

রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তে খুশি গ্রাহকরা

সব মিলিয়ে রিজার্ভ ব্যাংকের (RBI) এই তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে গ্রাহকেরা অনেক বেশি উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। আর দেশের ব্যাংকিং পরিষেবা বা Banking Services প্রতিদিন অন্তর উন্নত হচ্ছে এবং হবে এমনটাই মনে করছেন অনেকে। এই সকল পরিষেবা সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *