চাকরি

Govt Employees – অবশেষে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় ঘোষণা! দীর্ঘ অপেক্ষার অবসান হল

রাজ্য সরকারি কর্মীদের (Govt Employees) জন্যে দারুন ঘোষনা হাইকোর্টের (High Court) বহু বছরের অপেক্ষার অবসান হল। এপ্রিল মাস থেকে কম বেশি অনেক সরকারি কর্মচারীরা খুব চাপে ছিলেন। কারন তখন ভোটের ডিউটি ছিল। বিগত দের মাস ধরে ভোটের কাজ করে চলেছেন তারা। গত পরশু 4 ঠা জুন মঙ্গলবার এই নির্বাচনের ফল ঘোষনা হয়ে গিয়েছে।

High Court Judgement is Favorable for State Govt Employees.

আর এই ফল ঘোষনার পরই সরকারি কর্মীদের (State Govt Employees) জন্যে বিরাট সুখবর হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্টের এই রায়ের ফলে খুশি হয়েছেন সরকারি কর্মীরা। এই সুখবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের (Govt Employees) জন্যে নয় এই রায় দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court). কিছু দিন আগেই পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্টের তরফ থেকে সরকারি কর্মীদের জন্যে বড় ঘোষনা করা হয়েছে।

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর

এই রায়ে বলা হয়েছে, চণ্ডীগড় প্রশাসনের (Chandigarh Administration) যে সব কর্মীরা 2008 সালের স্ব-অর্থায়ন কর্মচারী আবাসন প্রকল্পের জন্যে আবেদন করেছিলেন তারা সেই বছরের ব্রোশিওরে যে হার ছিল ওই হারেই ফ্ল্যাট (Flat) পাবেন। এই প্রসঙ্গের সিনিয়র আইনজীবি ও এই মামলার অন্যতম কুশলী বলেন, বিচারপতি ললিত বাত্রা এবং বিচারপতি সুরেশ ঠাকুরের বেঞ্চ সরকারি কর্মীদের (Govt Employees Benefits) আর্জি মেনে নিয়েছেন।

সরকারি কর্মীদের জন্য হাইকোর্টের রায়

আদালত জানিয়েছেন, চণ্ডীগড় প্রশাসনের কর্মী যারা 2008 সালে স্ব-অর্থায়ণ কর্মিচারি আবাসন প্রকল্পের জন্যে আবেদন করেছিল তারা 2008 সালের দরেই ফ্ল্যাট কিনতে পারবেন। আর এই মামলা দীর্ঘ ১১ বছর ধরে চলছে আর অবশেষে হাইকোর্টের রায় নিজেদের পক্ষে এসেছে শুনে খুবই খুশি হয়েছেন চণ্ডীগড়ের সরকারি কর্মীরা (Govt Employees).

সরকারি কর্মচারীদের জন্য বাম্পার খবর!

উক্ত প্রকল্পে আবাসন নেওয়ার জন্যে 2010 সালে একটি লটারি ড্রয়ের আয়োজন করা হয়। সেই খানে 8000 কর্মী অংশ নেয়। তার মধ্যে 3930 জন ফ্ল্যাট নেওয়ার জন্যে নির্বাচিত হয়। এই প্রকল্পের অধিনে তারা CHB তে প্রায় 57 কোটি টাকা জমা করে। প্রশাসন অবশ্য এই উদ্দেশ্যে জমি সরবরাহ করতে ব্যর্থ হয়। সেই কয়েক বছর এই প্রকল্প আটকে ছিল। এরপরই 2013 সালে কর্মীরা হাইকোর্টের দ্বারস্থ হয়। তাদের দাবি ছিল 2008 সালে যে দামে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল তাদের তাদের যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সেই হারেই ফ্ল্যাট দেওয়া হয়।

Yogyashree Scheme (পশ্চিমবঙ্গে যোগ্যশ্রী প্রকল্প)

সরকারি কর্মীরা ফ্ল্যাট পাবে

2008 সালে যখন প্রকল্প চালু হয় তখন ফ্ল্যাট গুলোর দাম ছিল 3 BHK ফ্ল্যাট এর দাম ছিল 34.70 লক্ষ টাকা 2 BHK ও 1 BHK এর দাম ছিল 24.30 এবং 13.53 লক্ষ টাকা। তবে বর্তমানে 3 BHK ও 2 BHK এই ফ্ল্যাট গুলোর দাম কোটি টাকার গন্ডি ছাড়িয়েছে। আর তাই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ের ফলে স্বস্তি পেয়েছেন সেই সকল সরকারি কর্মীরা (Chandigarh Govt Employees).

ব্যাংকের আর্থিক পরিষেবা আরও সহজ। জনগণের স্বার্থে RBI এর সিদ্ধান্ত

এই নিয়ে সরকারি কর্মীদের কি বক্তব্য?

পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের (Punjab & Haryana High Court) এই নির্দেশের ফলে হাজার হাজার সরকারি কর্মীরা (Govt Employees) বললেন অবশেষে আমাদের জয় নিশ্চিত হল। দীর্ঘ ১১ বছর পর এই নিয়ে হাইকোর্টের রায়ের ফলে সকলেই খুশি হয়েছেন এবং নিজেদের মাথায় পাকা ছাদ পাওয়ার জন্য কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *