Krishak Bandhu – ১.৫০ কোটি কৃষক বন্ধুদের ১০ হাজার টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে এই টাকা পাবেন?
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের (Krishak Bandhu) জন্যে খুশির খবর দিলেন। আমরা সকলেই জানি যে কৃষকদের (Farmers) আমাদের সকলের অন্নদাতা বলা হয়ে থাকে। আর এখনো পর্যন্ত ভারতকে (India) কৃষি প্রধান দেশ নামেই ডাকা হয়ে থাকে। আর এই কারণের জন্যই কেন্দ্র থেকে রাজ্য সরকার সকলেই কৃষকদের জন্য নানা ধরণের প্রকল্প নিয়ে আসেন (Government of West Bengal).
Krishak Bandhu Status Check Voter ID.
কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্প খুবই জনপ্রিয়। আর এবারে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee). কৃষকদের চাষের সুবিধা করার জন্যে এবং তাদের জীবনধারার মান উন্নত করার জন্যে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন।
পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প ২০২৪
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের মুখ্যমন্ত্রী 4000 থেকে 10,000 টাকা করে দিয়ে থাকে। প্রতি বছর রবি ও খারিফ মরশুমে এই টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। সামনেই বর্ষায় খারিফ শস্য চাষ হতে চলেছে আর সেই জন্যে কৃষক বন্ধুর (Krishak Bondhu) নিয়ম অনুযায়ী টাকা পেতে চলেছে কৃষকরা। এই বছর রাজ্যের 1.5 কোটি কৃষকদের জন্য 2900 কোটি টাকার ফান্ড বরাদ্দ করেছে রাজ্য সরকার।
কৃষকবন্ধু টাকা কবে ঢুকবে 2024?
ইতিমধ্যেই অনেকের একাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে। আরো অনেকের একাউন্ট টাকা ঢুকবে। আপনি যদি না পেয়ে থাকেন তাহলে কবে আপনার টাকা ঢুকবে সে বিষয়ে জেনে নিন। আর আপনারা এই কাজটি খুবই সহজে কোন ধরণের সমস্যা ছাড়াই নিজেদের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আপনাদের কাছাকাছি কোন CSC সেন্টারে গিয়ে এই সম্পর্কে জেনে নিতে পারবেন।
কৃষকবন্ধু নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা
কৃষকবন্ধু নিয়ে মুখ্যমন্ত্রী এক্স (X) হ্যান্ডেলে টুইট করে কৃষকবন্ধুদের খারিফ মরশুমের টাকা দেওয়ার কথা বলেছেন, সেই সাথে তিনি আরো বলেছেন, “2019 সালের পর থেকে আজ পর্যন্ত কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের মোট 18 হাজার 234 কোটি টাকা দিয়েছি। 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা বাবদ 2019 সাল থেকে মোট 1 লক্ষ 12 হাজার কৃষক পরিবারকে মোট 2 হাজার 240 কোটি টাকা ক্ষতিপুরণ দেওয়া হয়েছে।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
গত 12 ই জুন মুখ্যমন্ত্রী টুইট করে বলেছেন, 12 ই জুন থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন। তবে আপনি যদি এখন এই টাকা না পেয়ে গিয়ে থাকেন তাহলে অপেক্ষা করুন ধীরে ধীরে একাউন্টে টাকা ঢুকে যাবে। এর জন্য হয়তো এক মাস থেকে দেড় মাস পর্যন্ত সময় লাগতে পারে। আর এবারে টাকা ঢুকেছে কিনা সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা চেক কিভাবে করবেন?
1) প্রথমে কৃষকবন্ধু প্রকল্পের জন্যে রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) হোম পেজে Beneficiary Status এ ক্লিক করতে হবে।
3) এরপরে যে নতুন পেজ খুলবে সেখানে আধার নম্বর, মোবাইল নম্বর, ভোটার কার্ড নম্বর, ব্যাংকের তথ্য এই সব দিতে হবে।
4) এরপরে সার্চ অপশনে ক্লিক করলেই আপনার অনলাইন স্ট্যাটাস দেখিয়ে দেবে। যদি টাকা ঢুকে থাকে তাহলে Payment Successful দেখাবে।
রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে? অনলাইন পদ্ধতি জেনে নিন
কৃষক বন্ধু লিস্ট ২০২৪
আর আপনারা এই একই অনলাইন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই Krishak Bandhu প্রকল্পের লিস্ট চেক করে নিতে পারবেন। যারা আগেই আবেদন করেছেন তারা এই টাকা পেয়ে যাবেন। আর যারা প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চাইছেন তারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করলেই টাকা পেতে শুরু করবেন।
Written by Ananya Chakraborty.