PM Atta Chakki Yojana – ফ্রিতে আটা চাক্কি দিচ্ছে মোদী সরকার! পশ্চিমবঙ্গ থেকে কিভাবে আবেদন করবেন?
দেশবাসীর জন্য সুখবর! PM Atta Chakki Yojana বা প্রধানমন্ত্রী ফ্রি আটা চাক্কি যোজনা প্রকল্পের মাধ্যমে সোলার আটা চাক্কি (Solar Atta Chakki) দেওয়া হবে। কেন্দ্র সরকার দেশের নাগরিকদের স্বার্থে নিত্য নতুন নানা ধরনের প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্প গুলোর মধ্যে একটি নতুন ও দারুন প্রকল্প হল সোলার আটা চাক্কি যোজনা। এই আটা চাক্কি বিনামূল্যে দেবে কেন্দ্র সরকার। কারা কারা পাবেন এই সুবিধা? কিভাবে আবেদন করবেন? এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
PM Atta Chakki Yojana 2024.
আর এই PM Atta Chakki Yojana বা প্রধানমন্ত্রী আটা চাক্কি যোজনার মাধ্যমে সকলকে স্বাবলম্বী করে তোলার জন্য আটা চাক্কি দেওয়া হবে। দেশের সকল মানুষদের জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই এক দারুণ সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে স্বাবলম্বী হতে চাইলে আপনারা সকলে এই প্রকল্পের মাধ্যমে কিভাবে সুবিধা পাবেনব সেই সম্পর্কে জেনে নিন।
সোলার আটা চাক্কি যোজনা ২০২৪
গ্রামের মহিলাদের জীবনকে আরো সহজ করার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মূল লক্ষ্য হল আটা চাক্কি নামে একটি সোলার আটার কল দিয়ে মহিলাদের সাহায্য করা। এই PM Atta Chakki Yojana মহিলাদের জন্যে খুব উপকারী। কারণ অনেক গ্রামের মহিলাদের তাদের গম ভাঙানোর জন্যে অনেকটা দুরে যেতে হয় যারা জন্যে অনেকটা সময়ও লাগে আর পরিশ্রমও হয়।
পিএম আটা চাক্কি যোজনা ২০২৪
এই সোলার চাক্কি যদি বাড়িতে থাকে তাহলে তাদের আর গম পেশাই করার জন্যে দূরে যেতে হবে না এবং পরিশ্রমটাও কম হবে। এই Solar Atta Chakki Yojana শুধু মহিলাদের সুবিধা করবে এমনটা নয়। এটি গ্রামের কৃষকদের জন্য ও খুব উপকারী। PM Atta Chakki Yojana সাহায্যে, নিজেরাই ক্ষেতে আটাকে পিষে নিতে পারবেন, আপনার কাজকে নিরাপদ এবং আরও বেশি ফলদায়ক করে তোলে।
সৌর আটা চাক্কি যোজনা ২০২৪
একবার ইনস্টল করা হলে, দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন। এছাড়াও এই প্রকল্পের ফলে সৌর বিদ্যুৎ এর ব্যবহার করার জন্যে মানুষদের উৎসাহিত করা যাবে। এই সৌর বিদ্যুৎ আমাদের পরিবেশের জন্যও যেমন ভালো ও পরিষ্কার। তেমন গ্রামের মহিলাদের স্বাধীন হতে ও তাদের সময় বাঁচতে সাহায্য করে। আপনিও যদি এই প্রকল্পের (PM Atta Chakki Yojana) সুবিধা নিতে চান তাহলে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
সোলার আটা চাক্কি কিভাবে কাজ করবে?
এই আটা চাকি বিদ্যুৎ ছাড়াই সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌর শক্তি উৎপাদন করে তার মাধ্যমেই গম পিষে দেয়। এই আটা চাক্কিতে রয়েছে সৌর প্যানেল যা সূর্যের আলোকে শক্তিতে রূপান্তরিত করে। এর ভেতরে ব্যাটারি থাকে যা এই সৌর শক্তি সঞ্চয় করে। যাতে সূর্যের আলো না থাকলেও কাজ করা যাবে। আর এবারে দেখার PM Atta Chakki Yojana সম্পর্কে আরও তথ্য জেনে নিন।
গ্রামের যে সব জায়গায় বিদ্যুৎ এর ঘাটতি আছে সেই সব জায়গায় সোলার প্যানেলের (Solar Panel) মাধ্যমে তারা গম পেষাই করতে পারবে সহজেই। সোলার আটা চাক্কি (Solar Atta Chakki) বসানো সহজ এটি যে কোনো জায়গায় ইন্সটল করা যায়। আর এটি চালানোর জন্য কোনো রকমের প্রশিক্ষণ এর প্রয়োজন নেই। তাহলে এই সম্পর্কে আরও তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
PM Atta Chakki Yojana Benefits
1) এটি সৌরজগৎ থেকে পাওয়া পরিস্কার ও বিশুদ্ধ শক্তি। এতে পরিবেশের, মানুষের কোনো ক্ষতি হয় না।
2) মহিলাদের ক্ষমতায়নের সাহায্য করে এই প্রকল্প। PM Atta Chakki Yojana ফলে মহিলারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে।
3) জ্বালানি সাশ্রয় করে এই সৌরশক্তি। এই সৌর শক্তি ব্যবহারের ফলে জ্বালানিরও সাশ্রয় হয় অনেকটা।
4) আর এই প্রকল্পে আবেদন করার জন্যে কোনো ফী দিতে হবে না। বিনামূল্যেই পেয়ে যাবেন সোলার আটা চাক্কি।
PM Atta Chakki Yojana Apply Criteria & Documents
- আবেদনকারীকে ভারতে গ্রামীন এলাকায় বসবাসকারি মহিলা নাগরিক হতে হবে।
- অর্থনৈতিক ও সামাজিকভাবে বঞ্চিত গোষ্ঠীর হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় 80 হাজার টাকার কম হতে হবে।
- বয়স 69 বছরের মধ্যে হতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, শ্রম কার্ড, মোবাইল নম্বর।
PM Atta Chakki Yojana Online Apply
1) সরকারের খাদ্য সরবরাহ দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) হোমপেজে পৌছলে নিজের রাজ্যের পোর্টাল নির্বাচন করুন।
3) আপনার রাজ্যের পোর্টাল থেকে PM Atta Chakki Yojana আবেদনপত্র ডাউনলোড করুন।
4) আবেদনপত্রটি ঠিক মত পূরণ করুন। যেসব নথি চাইছে তা যুক্ত করুন।
5) আপনার কাছের খাদ্য নিরপত্তা দফতরের অফিসে গিয়ে এই আবেদনপত্রটি জমা করুন।
Written by Ananya Chakraborty.