গ্রাহকদের জন্য সুখবর! SBI FD সুদের হার বৃদ্ধির ঘোষণা করা হল
স্টেট ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিমে (SBI FD Scheme) সুদের হার বৃদ্ধির ঘোষণা করা হল। দেশের সব থেকে বড় ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India). এই ব্যাংকে কোটি কোটি মানুষের একাউন্ট আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্যে নিয়ে এসেছে দারুন সুখবর। সম্প্রতি স্টেট ব্যাংকের তরফে Fixed Deposit এর সুদের হার বৃদ্ধি করেছে। 180 দিন থেকে 210 দিন বা 211 দিনের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি (FD Interest Rate Hike) করা হয়েছে।
SBI FD Interest Rates 2024.
SBI এর তরফ থেকে জানানো হয়েছে এই অবধিতে 0.25% সুদ বাড়ানো হয়েছে। RBI এর নিয়ম অনুযায়ী এবার 2 কোটি টাকার সীমার থেকে বেরিয়ে 3 কোটি টাকা করা হয়েছে। 3 কোটি টাকা মূল্যের SBI FD এর সীমা 15 ই জুন 2024 থেকে কার্যকর করা হয়েছে। আর এই স্কিমের মাধ্যমে কোটি কোটি মানুষরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন।
SBI FD স্কিম 2024
আমাদের দেশের সকল মানুষদের বিনিয়োগের প্রথম পছন্দ হল ফিক্সড ডিপোজিট স্কিম (SBI FD Scheme). আর এই স্কিমটি ব্যাংক ও পোস্ট অফিসে অনেকেই বিনিয়োগ করে থাকেন। কিন্তু যেখানে সুদ বেশি সেখানেই সকলে টাকা রাখতে চাইবে তাই না? তাই আজকে আমরা SBI FD Interest বা স্টেট ব্যাংক ফিক্সড ডিপোজিটে সুদের হার সম্পর্কে সকল তথ্য জেনে নিতে চলেছি।
SBI FD Interest Rate
1) 7 দিন থেকে 45 দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সাধারন সুদের হার 3.5 % আর প্রবীন নাগরিকদের 4% করা হয়েছে (SBI Fixed Deposit Interest Rate for Senior Citizens).
2) 46 দিন থেকে 179 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারন সুদের হার 5.20% আর প্রবীন নাগরিকদের জন্যে সুদের হার 6%.
3) 180 দিন থেকে 210 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারন সুদের হার 6.25% আর প্রবীন নাগরিকদের জন্যে সুদের হার 6.75%.
এসবিআই ফিক্সড ডিপোজিট ২০২৪
4) 211 দিন থেকে 1 বছরের মেয়াদের Fixed Deposit এ সাধারন সুদের হার 6.05% আর প্রবীন নাগরিকদের জন্যে সুদের হার 7%.
5) 1 বছর থেকে 2 বছরের মেয়াদের SBI FD এ সাধারন সুদের হার 6.08% আর প্রবীন নাগরিকদের জন্যে সুদের হার 7.30%.
6) 2 বছর থেকে 3 বছরের মেয়াদের Fixed Deposit এ সাধারন সুদের হার 7% আর প্রবীন নাগরিকদের জন্যে সুদের হার 7.05%.
SBI ফিক্সড ডিপোজিট ডাবল স্কিম
7) 3 বছর থেকে 5 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারন সুদের হার 6.75% আর প্রবীন নাগরিকদের জন্যে সুদের হার 7.25%.
8) 5 বছর থেকে 10 বছরের মেয়াদের Fixed Deposit এ সাধারন সুদের হার 6.05% আর প্রবীন নাগরিকদের জন্যে সুদের হার 7.50%.
পোস্ট অফিস সেভিংস স্কিমে সুদ বাড়তে চলেছে! PPF, FD, RD, SSY সব কিছুতেই
SBI FD ক্যালকুলেটর 2024
আর আপনারা স্টেট ব্যাংকের এফডি বা যে কোন ব্যাংকে বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ (Fixed Deposit Investment) করতে চাইলে আপনারা আগের থেকে সকল তথ্য ভালো করে জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। আর এই সুদ বৃদ্ধি নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.