প্রকল্প

PM Vishwakarma Yojana – পিএম বিশ্বকর্মা যোজনায় 15000 টাকা দিচ্ছে। পশ্চিমবঙ্গে কিভাবে আবেদন করবেন?

দেশবাসীর আরও সুবিধা হতে চলেছে। কেন্দ্র সরকারের তরফে PM Vishwakarma Yojana বা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের (प्रधानमंत्री विश्वकर्मा योजना) মাধ্যমে ১৫০০০ টাকা পাওয়া যাবে। সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য সরকারের তরফে অনেক ধরণের প্রকল্প নিয়ে আসা হয়েছে। আর আজকের আলোচ্য প্রকল্পটি হল দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য।

PM Vishwakarma Yojana 2024 Online Apply.

এই প্রকল্পের মাধ্যমে মূলত সকল কারিগরদের বিভিন্ন রকমের আর্থিক সাহায্য করা হয়। এই PM Vishwakarma Yojana মাধ্যমে বিভিন্ন কারিগরি শিক্ষার জন্যে প্রশিক্ষণ ও দেওয়া হয়। এছাড়াও এবার এই দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় টুলকিট কেনার জন্যে PM Vishwakarma Toolkit E Voucher দেওয়া হয় যার দাম 15000 টাকা।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ই সেপ্টেম্বর ২০২৩ সালে এই PM Vishwakarma Yojana সূচনা করেন এবং এর ঘোষণা ১৫ই আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লা থেকে এই নিয়ে তিনি ঘোষণা করেছিলেন। দেশের সকল কর্মী বর্গ অর্থাৎ নাপিত, সবজিআলা, ফল আলা, মিস্ত্রি ইত্যাদি সকল কর্মীদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। তাহলে এই বিশ্বকর্মা যোজনা সম্পর্কে আরও সকল তথ্য সম্পর্কে জেনে নিন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার ই ভাউচার কি?

১) এই PM Vishwakarma Yojana অধীনে প্রত্যেক কারিগরদের প্রধানমন্ত্রী টুলকিট ই ভাউচার দেওয়া হয়।
২) এই টুলকিট ই ভাউচার এর মাধ্যমে 15 হাজার টাকার টুল কিট বিনামূল্যে কিনতে পারবেন।
৩) এই প্রকল্পের অধিনে 18 টি ব্যবসার সাথে যুক্ত কারিগরদের বিনামূল্যে টুলকিট (PM Vishwakarma Toolkit) দেওয়া হয় যাতে তারা হস্তশিল্পের মান আরো উন্নত করতে পারে।

৪) এই প্রকল্পের মাধ্যমে ভারতের শিল্প ও কারু শিল্পের কাজ বিদেশেও ছড়িয়ে পরছে।
৫) এই টুলকিট স্কীমের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও নিদর্শন গুলো ন্যায্য মূল্য পাচ্ছে।
৬) ছুতোর, ভাস্কর, কামার, কুমোর, নাইলন জাল প্রস্তুতকারক, কাপড় সেলাই করেন যাঁরা, তাঁদের প্রত্যেককেই PM Vishwakarma Yojana আওতায় অন্তর্ভুক্ত করে, টুলকিট দেওয়া হচ্ছে।

৭) এই প্রকল্পের মাধ্যমে শিল্প ও কারু শিল্প ব্যবসার সাথে মহিলাদের যুক্ত করে তাদের শিল্পের উন্নতিতে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে।
৮) যদি কোনো শ্রমিক বা কারিগর টুলকিট না নেয় তাহলে তাদের মাসে 1500 টাকা করে দেবে সরকার। PM Vishwakarma Yojana প্রকল্পের মাধ্যমে সকলে খুবই সুবিধা পেয়েছে।

বিশ্বকর্মা যোজনার জন্য কি কি নথি প্রয়োজন?

  • ভাউচার ক্রেতার শংসা পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ছবি, প্যান কার্ড ইত্যাদি।
  • ভাউচারের মূল্য যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইত্যাদি যা আপনি অর্থপ্রদান করতে ব্যবহার করেছেন তা পরিশোধ করতে ব্যবহৃত অর্থ প্রদানের প্রমাণ থাকাও গুরুত্বপূর্ণ।
  • ক্রেতার যোগাযোগের তথ্য যেমন ইমেল আইডি, ফোন নম্বর, ঠিকানা এই সব তথ্য লাগবে।
Loan EMI (ঋণ ইএমআই)

PM বিশ্বকর্মা যোজনা 2024 অনলাইনে আবেদন করুন

1) প্রথমে বিশ্বকর্মা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) বিশ্বকর্মা যোজনার পোর্টালে গিয়ে নিজের আইডি দিয়ে নিবন্ধন করে লগইন করতে হবে।
3) এরপরে PM Vishwakarma Yojana E Toolkit এর ভাউচার এর আবেদন পত্র পূরণ করতে হবে।
4) আবেদন পত্র পূরণ করার পর সব নথি ঠিক মত স্ক্যান করে আপলোড করে দিতে হবে। সাবমিটে ক্লিক করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

পোস্ট অফিসে ডবল রিটার্ন! KVP Scheme এর সুদ শুনে চমকে উঠবেন

15 হাজার টাকার পিএম বিশ্বকর্মা টুলকিট ভাউচার কখন পাবেন?

PM Vishwakarma Yojana আবেদন করার কাজ শেষ হওয়ার পর আবেদনকারীকে দক্ষতা প্রশিক্ষণ ক্লাসে ডাকা হবে এবং দক্ষতা প্রশিক্ষণ ক্লাস শেষ হওয়ার পরে তাকে একটি টুল কিট ভাউচার দেওয়া হবে। আর ওপরে উল্লেখিত সকল তথ্য নেওয়ার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *