Gold Price – সপ্তাহের শুরুতেই সোনার দামে স্বস্তি! আজ কিনলে কত কমে পাবেন?
গত কয়েক দিন ধরে সোনার দাম (Gold Price) অনেকটাই ওঠাপরা করেছে। আজ কম তো কাল বেশি হয়ে যায়। তবে এর আগে 9ই জুন সোনার দাম 1400 টাকা কমেছিল। তারপরে আর তেমন ভাবে কমেনি সোনা রুপোর দাম (Gold Silver Price). 200, 300 টাকা করে বেড়েছিল সোনার দাম। গতকালও সোনার দাম বেড়েছিল। বর্তমানে সোনার দাম 70 হাজার এর উপরে চলছে। আজ কেমন আছে সোনার দাম (Gold as an Investment) চলুন দেখে নিন।
22 Karat 24 Karat Hallmark Gold Price Today.
সোনা এবং রুপো এখনকার দিনে সকল মানুষের সবচেয়ে প্রিয় ধাতুর মধ্যে অন্যতম (Gold Price). বর্তমানে সোনার গয়নার (Gold Ornaments) দাম বৃদ্ধি পাওয়ার জন্য অনেকেই রুপোর গয়না (Silver Ornaments) ব্যবহার করছেন। কিন্তু এই কারণের জন্য এবারে এই রুপোর দামও আকাশ ছোঁয়া হয়ে গেছে। তাই আজকে সপ্তাহের শুরুতেই এই দামে কি পরিবর্তন হল সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গে সোনার দাম কত?
সোনার দাম বিভিন্ন জিনিসের উপরে নির্ভর করে ওঠা নামা করে। অর্থনৈতিক ঘটনাপ্রবাহ এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই সোনার দাম (Gold Price) বাড়লে মাথায় হাত পরে মানুষদের। আর এখন যেহেতু চলছে বিয়ের মরশুম তাই সাধারন মানুষ এই সময় সোনার দাম কমার আশা করেন তারা।
আজকের সোনার দাম
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 66250 টাকা। আজ হলমার্ক সোনার দাম (Gold Price) অপরিবর্তিত আছে। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 72230 টাকা। আজ খুচরা সোনার দাম অপরিবর্তিত আছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 72350 টাকা। আজ সোনার বাটের দাম অপরিবর্তিত আছে। আর এই কারণের জন্য সোনা কেনার আগে এই দাম সম্পর্কে আপনারা জেনে নেবেন।
গতকাল সোনার দাম
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 69050 টাকা। গতকাল 950 টাকা দাম বেড়েছিল হলমার্ক সোনার। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 72600 টাকা। গতকাল খুচরা সোনার দাম (Hallmark Gold Price) 1000 টাকা বেড়েছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 72250 টাকা। গতকাল সোনার বাটের দাম 1000 টাকা বেড়েছিল।
আজ রুপোর দাম
সোনার মতো রূপোর গহনা ও এখন অনেক মানুষ পরে। সঞ্চয় হোক আর গহনা রূপো বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ। রুপোর দাম জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। রুপোর দাম ও সোনার দামের (Gold Silver Price) সাথে পাল্লা দিয়ে বেড়েই চলছে। কিন্তু গতকাল রুপোর দাম বেড়েছিল অনেকটাই। আজ কেমন আছে রুপোর দাম দেখে নিন।
একাউন্ট বন্ধ হয়ে যাবে! PNB গ্রাহকদের ৩০শে জুনের আগে এই কাজ করার নির্দেশ
গতকাল ও আজ রুপোর দাম
1 কেজি রুপোর বাটের দাম 89200 টাকা। আজ রুপোর দাম অপরিবর্তত আছে। 1 কেজি খুচরা রূপার দাম 89300 টাকা। আজ রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। 1 কেজি রুপোর বাটের দাম 89200 টাকা। গতকাল 1450 টাকা দাম
বেড়েছিল রুপোর বাটের (Silver & Gold Price). 1 কেজি খুচরা রূপার দাম 89300 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 1450 টাকা বেড়েছিল।
Written by Ananya Chakraborty.