Government Job – পশ্চিমবঙ্গে সরকারি চাকরির খবর 2024. কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?
এখনকার দিনে চাকরি পাওয়া হাতে চাঁদ পাওয়ার মত! আর যদি কেউ Government Job বা সরকারি চাকরি চান তাহলে তো তার পায়ের চটি খসে যাওয়ার মত অবস্থা হয়। আর বিগত কিছু বছর ধরে আমাদের রাজ্যে অনেক ধরণের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ধরা পরছে এবং এর ফলে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। কিন্তু এবারে এই সকল বাঁধা কাটিয়ে রাজ্যে সরকারি চাকরিতে কর্মী নিয়োগ করা হচ্ছে।
Government Job 2024 News in West Bengal.
শিক্ষিত হয়েও যারা বেকার হয়ে পরেছিলেন, চাকরি পাচ্ছিলেন না এবার তাদের জন্যে দারুন সুযোগ। রাজ্যে নিয়োগ হবে প্রচুর। আপনিও যদি এমন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন। পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে বড় খবর! নতুন করে নিয়োগ হবে 552 টি শূন্যপদে (Government Job). বুধবার মন্ত্রীসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন রাজ্য মন্ত্রী সভার বৈঠকে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ফলে আশাবাদী চাকরিপ্রার্থীরা।
পশ্চিমবঙ্গে সরকারি চাকরির খবর
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়ই বলেছিলেন তার প্রথম দায়িত্ব হবে কর্মসংস্থানে (Government Job Employment) জোর দেওয়া। যাতে বেকার ছেলে মেয়েরা কাজ পায়। আর লক্ষ্য পূরণ করতেই বুধবার মন্ত্রী সভার বৈঠকে একগুচ্ছ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal).
কত গুলো পদে নিয়োগ করা হবে?
সূত্র থেকে জানা গিয়েছে, 552 টি শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে নিয়োগ করা হবে। যেমন – স্বরাষ্ট্র দফতরে 105 টি নতুন চাকরি, প্রাণী সম্পদ বিকাশ দফতরে 270 টি নতুন চাকরি এবং শিক্ষা দফতরের তরফে বিদ্যালয়ে 35 জন শিক্ষক নিয়োগ (West Bengal Teacher Recruitment) করা হবে। এই সিদ্ধান্ত বুধবার মন্ত্রী সভার বৈঠকে নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষক নিয়োগ
রাজ্যে এমনিতেই শিক্ষক নিয়োগ (Government Job Teacher Recruitment) নিয়ে আন্দোলন বিক্ষোভ চলছে। তার মধ্যে এই 35 জন শিক্ষক নিয়োগের খবরে আশার আলো দেখছে চাকরি প্রার্থীরা। তবে এই শিক্ষক নিয়োগ করা হবে সাঁওতলি ভাষার। আর এই সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হবে পার্মানেন্ট শিক্ষক হিসেবে নয়, পার্শ্ব শিক্ষক হিসেবে। আপাতত রাজ্য সরকার পুর্ণ সময়ের শিক্ষকের বদলে পার্শ্ব শিক্ষক নিয়োগের (West Bengal Para Teacher Recruitment) পথে হাটল।
পশ্চিমবঙ্গে কোথায় চাকরিতে নিয়োগ করা হবে?
রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্তে বলা হয়েচে, উত্তর দিনাজপুরে 35 জন, পশ্চিম মেদিনীপুর জেলায় 43 জন এবং ঝাড়গ্রাম জেলায় 14 জন সাঁওতালি শিক্ষক নিয়োগ করা হবে। তাও আবার ভলেন্টিয়ার টিচার হিসেবে। এই পদ গুলোতে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া (Government Job) শুরু করা হবে। তাহলে সরাসরি না হলেও অবশেষে শিক্ষক নিয়োগ করা হচ্ছে রাজ্যে এমনটাই মনে করছেন অনেকে।
DA বৃদ্ধির পর ফের সুখবর! সরকারি কর্মীদের ভাতা নিয়ে অর্থ দফতরের গুরুত্বপূর্ণ খবর
তবে ওই দিন মন্ত্রী সভার বৈঠকে শুধু যে নিয়োগ নিয়ে কথা বলা হয়েছে তা নয়। এই দিন মুখ্যমন্ত্রী সব মন্ত্রীকে নিজের এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্যে সক্রিয় থাকতে বলেছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে যাতে কোনও ভাবে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, তাও নজর রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর এই সকল Government Job বা সরকারি চাকরি সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.