ছুটি

Holiday: পশ্চিমবঙ্গে আজ ছুটি ঘোষণা হয়েছে! কাজে গেলে কতক্ষণ থাকতে হবে?

সমগ্র পশ্চিমবঙ্গে আজ ১ লা জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ছুটি (Holiday) ঘোষণা করেছে সরকার। বিগত কিছু দিন আগেই এই মর্মে আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই বিশেষ দিন উপলক্ষে সরকারি অফিস গুলোতে অর্ধ দিবস ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার (Government of West Bengal) তবে দুটি দফতর বাদ দিয়ে বাকি সব দফতরেই অর্ধ দিবস ছুটি থাকবে বলে জানান হয়েছে বিজ্ঞপ্তিতে (Doctor’s Day).

Half Day Holiday Announce in 1st July 2024.

চিকিৎসক দিবস পালন করা হয় ১ লা জুলাই। প্রতি বছরই ১ লা জুলাইের দিন শিক্ষক দিবস পালন করা হয়। এই বছরও তার অন্যথা হবে না। ডাক্তার ও তাদের পেশাকে সম্মান জানানোর দিন এইটি (Holiday List 2024). এই দিন মানুষ চিকিৎসকদের সম্মান ও কাজের শুভেচ্ছা জানায় এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালন করা হয় বিশেষ দিন।

পশ্চিমবঙ্গে নতুন ছুটি ঘোষণা!

তাই রাজ্য সরকারের অধীনে যে সব দফতর থাকবে সব দফতরেই ছুটি ঘোষনা করা হয়েছে। আজ ১ লা জুলাই সব সরকারি দফতরে অর্ধ দিবস ছুটি (Holiday) থাকবে অর্থাৎ সকাল থেকে দুপুর ২ টো পর্যন্ত কাজ চলবে আর দুপুর ২ টোর পর থেকে ছুটি হয়ে যাবে। গত বছরও তেমনই হয়েছিল, এই ভাবেই চিকিৎসক দিবস পালিত হয়েছিল। তাই আজ যেই সকল সরকারি কর্মীরা কাজে যাবেন তারা ২ টোর পর ছুটি পেয়ে যাবেন।

চিকিৎসক দিবস উপলক্ষে ছুটি ঘোষণা

তবে সব সরকারি দফতর ছুটি থাকলেও শুধু দুটি দফতর খোলা থাকবে। এমনই বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়েছে, কলকাতার রেজিস্টার অফ অ্যাসিওরেন্সেসের দফতর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউর দফতর এই দুটি খোলা থাকবে। এই দুটি ছাড়া সব দফতর বন্ধ থাকবে 2 টোর পর। আর শুধু সরকারি কর্মীরাই নন, এরই সঙ্গে পড়ুয়ারাও এই Half Day Holiday পাবেন।

আজকে পশ্চিমবঙ্গে ছুটি থাকবে

ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস সরকারি ছুটি ছাড়াও বিভিন্ন ভাবে পালন করা হয় (Holiday 2024). বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতা শিবির এই সব নানা কর্মসূচির মাধ্যমে বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করা হয়। ১৮৮২ সালে ১ লা জুলাই পাটনায় জন্ম গ্রহণ করেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন।

Bajaj Finance FD (বাজাজ ফাইনান্স ফিক্সড ডিপোজিট)

তাকে আধুনিক বাংলার শ্রষ্ঠা বলা হয়। তার জন্মদিনকে স্মরণ করেই এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তার আমলে চিত্তরঞ্জন রেলওয়ে ইঞ্জিন কারখানা, দুর্গাপুর, বিধাননগর এবং কল্যাণী শহর গুলোতে গড়ে উঠেছিল (Holiday). কলকাতা মেডিক্যাল কলেজ থেকে LMS এবং MD ডিগ্রি লাভের পর উচ্চ শিক্ষার জন্য বিলেতে পাড়ি দিয়েছিলেন তিনি।

হকারদের জন্য নতুন স্কিম আনল পশ্চিমবঙ্গ সরকার, ৮০ হাজার পেতে কিভাবে আবেদন করবেন?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কতদিন ছুটি পাবে?

সরকারের তরফ থেকে প্রকাশিত ক্যালেন্ডার (West Bengal Holiday List) বলছে, 2024 সালে মত 45 দিন পুর্ণ দিবস ছুটি পাবে সরকারি কর্মীরা ও স্কুল কলেজের পড়ুয়ারা। চলতি বছর পুজোর ছুটি শুরু হবে চতুর্থী থেকে আর পুনরায় কাজ শুরু হবে ১৯ শে অক্টোবর থেকে। তাহলে আজকে যারা কাজে গেছেন তারা আজ তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরে আসতে চলেছেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *