অর্থনীতি

Loan Repayment : ঋণ নিয়ে ঋণগ্রহীতা মারা গেলে কে EMI চোকাবে? RBI এর নিয়ম জেনে নিন

দেশের সকল ঋণ গ্রাহকদের জন্য বড় খবর। Loan Repayment বা ঋণ ফেরত দেওয়া নিয়ে একটা জরুরি খবর জানানো হল। লোন (Instant Loan) এখন অনেকেই নিয়ে থাকেন। জিনিস পত্র কিনতে বা অসুস্থতার কারণে হঠাৎ এক সাথে অনেক টাকার প্রযোজন পড়লে মানুষ লোন নিয়ে থাকে ব্যাংক বা কোনো আর্থিক সংস্থার থেকে। আর এই লোন প্রতি মাসে EMI (Equated Monthly Installment) এর মাধ্যমে পরিশোধ করতে হয় সাধারন মানুষদের।

Loan Repayment Rules in India.

তবে ব্যাংকের ঋণ যে শুধু বড় অঙ্কের টাকার ক্ষেত্রেই নেওয়া হয় তা নয়। অল্প টাকার জিনিস যেমন মোবাইল ফোন, ফ্রিজ, এমন আরো নানা রকমের জিনিস কিনতে EMI এর মাধ্যমে জিনিস কিনে থাকে মানুষ। আর এই পদ্ধতি অবলম্বন করে এখন তরুন প্রজন্মের ছেলে মেয়েরা বেশি জিনিস কিনে থাকে। এই EMI পদ্ধতিতে অল্প কিছু ডাউন পেমেন্ট করে আর প্রতিমাসে টাকা ফেরত (Loan Repayment) দিয়ে জিনিস কেনা যায়। তবে এই লোন পরিশোধ করার বেশ কিছু নিয়ম আছে সে গুলো মেনে চলতে হয়।

ঋণগ্রহীতা মারা গেলে ব্যাক্তিগত ঋণের কি হবে?

লোন নেওয়া যতটা সহজ তার থেকে সব থেকে বেশি কঠিন ও চাপের কাজ তা পরিশোধ করা। লোন পরিশোধ বা Loan Repayment করার জন্য প্রতিটি সংস্থা বা ব্যাংক এর আলাদা আলাদা নিয়ম রয়েছে। সেই গুলো মেনেই পরিশোধ করতে হয় লোন। সাধারণত Home Loan, Personal Loan, Car Loan এই সবের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি লোন নেওয়া হয়ে থাকে। তাই এই সব লোন নেওয়ার আগে সব নথি যাচাই করে তারপরে লোন নিতে হয়।

দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ

দীর্ঘমেয়াদি লোনের ক্ষেত্রে প্রায়ই 1 টি সমস্যা দেখা দেয়, লোন নেওয়ার পর তা পরিশোধ করার আগেই ঋণ গ্রহীতার মৃত্যু যদি হয় তাহলে Loan Repayment দ্বায়িত্ব কার ঘাড়ে পরে? লোন নেওয়ার প্রবণতা বেশি দেখা যায় মধ্যবিত্ত পরিবার গুলোতে। বেশি দামি জিনিস কেনার ইচ্ছে থাকে কিন্তু সামর্থ্য না থাকার কারনে তাদের লোন নিতে হয়। প্রায় সব মধ্যবিত্ত পরিবারে এক জন গৃহ কর্তা থাকে। তার উপরই সংসারের যাবতীয় দ্বায়িত্ব থাকে।

মৃত্যুর পর ঋণ পরিশোধ কে করবে?

আর তাই লোন নেওয়ার প্রয়োজন হলে তাকেই লোন নেওয়ার দ্বায়িত্ব নিতে হয়। এবার ধরুন যদি কোনো গৃহ কর্তা দীর্ঘমেয়াদি লোন নেবার পরে লোন পুরোপুরি পরিশোধ করার আগেই মৃত্যু হয়ে যায় তাহলে স্বাভাবিক ভাবেই লোন পরিশোধ করার দ্বায়িত্ব এসে পরে পরিবারের উপরে। আর্থিক অসহায়তা এই সব পরিস্থিতিতে বড় সমস্যার কারণ সৃষ্টি করতে পারে। তবে প্রতিটা Loan Repayment Rules কিন্তু এক নয়। বিভিন্ন লোনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম প্রচলিত। চলুন জেনে নিন এইসব লোন পরিশোধ করার নিয়মগুলো কি কি?

গৃহ ঋণ (Home Loan)

মূল্যবৃদ্ধির বাজারে সব জিনিসের যেমন দাম বাড়ছে তেমন বাড়ি তৈরির ইট, সিমেন্ট, রড, বালু সব জিনিসেরই দাম বেড়েছে। যার ফলে নিজেদের সঞ্চিত অর্থ থেকে বাড়ি তৈরি করা মুশকিল। তাই বাড়ি তৈরির ক্ষেত্রে হোম লোন নেওয়া খুব স্বাভাবিক বিষয়। নিয়ম অনুযায়ি, হোম লোন বা গৃহ ঋণ নেওয়ার ক্ষেত্রে বন্ধক রাখতে হয় বাড়ি। বাড়ির যাবতীয় নথি ব্যাংক এর কাছে বন্ধক দিয়ে তারপরেই লোন (Loan Repayment) নেওয়া যায়।

আর এই পরিস্থিতিতে যদি Loan Repayment করার আগেই যদি সেই ব্যাক্তি মারা যান তাহলে লোন পরিশোধের পুরো দ্বায়িত্ব এসে পরে পরিবারের উপরে। লোন পরিশোধ করার মত পরিবারে যদি তেমন কেউ না থাকে তাহলে বাড়িটিকে বিক্রি করে লোন পরিশোধ করতে হয়। আর যদি পরিবার তা না করে তাহলে ব্যাংক বাড়িটিকে নিলামে তুলে দেয় এবং লোন পরিশোধ করে।

এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে ব্যাংক। বর্তমানে হোম লোনের উপরে বীমা অফার করা হয়। ঋণ গ্রহীতার মৃত্যুর পর এই বীমার মাধ্যমেই Loan Repayment করা যায়। এর ফলে পরিবরের সদস্যদের উপরে চাপ বৃদ্ধি পায় না।

Bajaj Finance FD (বাজাজ ফাইনান্স ফিক্সড ডিপোজিট)

গাড়ি ঋণ ও ব্যাক্তিগত ঋণ (Car Loan & Personal Loan)

গাড়ির লোন পরিশোধের নিয়ম হোম লোন পরিশোধের মতই। গাড়ির লোন শোধ না করতে পারলে ঋণ গ্রহীতার বাড়ির লোকের উপরে চাপ পরে Loan Repayment করার। যদি পরিবারের তেমন কেউ লোন পরিশোধ করতে না পারে তাহলে ব্যাংক গাড়ি বাজেয়াপ্ত করতে পারে। আর একবার বাজেয়াপ্ত হলে সেই গাড়ি আবার ফেরত পেতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়।

আয়কর রিটার্ন দাখিল করলেই এই ৫ সুবিধা পাবেন! না জানলে লস আপনারই

তবে ব্যাক্তিগত ঋণের ক্ষেত্রে এতো নিয়ম নয়। পার্সোনাল ও ক্রেডিট লোনের ক্ষেত্রে ঋণ গ্রহীতার মৃত্যু হলে লোনের বিষয়টি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে পরিবারের সদস্যদের কোনো ভুমিকা থাকে না। ব্যাংক কারো কাছে লোন Loan Repayment করার আর্জি জানাতে পারে না। এই ক্ষেত্রে RBI এর নিয়ম সম্পর্কে জানুন। আর এই সকল নিয়ম সম্পর্কে গ্রাহকদের আগের থেকে জেনে নেওয়া উচিত যার ফলে তাদের অনেক সুবিধা হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *