Fixed Deposit : ফিক্সড ডিপোজিটে 7.75% সুদ পাবে গ্রাহকরা! নতুন FD সুদের হার শুনে খুশি সবাই
ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হল ভারতের সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ স্কিম (Investment Scheme). ব্যাঙ্ক (Bank) ও পোস্ট অফিস (Post Office FD) উভয়ই তাদের সকল গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের স্কিম নিয়ে এসেছে। কিন্তু এখন কেউ আর কারোর কথা শুনে বিনিয়োগ করে না। প্রত্যেকেই যেখানে বেশি সুদ (FD Interest Rate) পাবে সেখানেই বিনিয়োগ করবেন। তাহলে আজকে কোথায় টাকা রাখলে বেশি রিটার্ন সেই সম্পর্কে জেনে নিতে চলেছি।
ICICI Bank Fixed Deposit Interest Rate 2024.
মানুষ তাদের কষ্ট করে উপার্জন করা অর্থ বিনিয়োগ করার জন্য এমন এক মাধ্যম খোঁজে যেখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন আসে। এই Fixed Deposit Scheme এ টাকা বিনিয়োগ করলে নির্দিষ্ট মেয়াদের জন্যে টাকা লক ইন পিরিয়ডে (Lock In Period) থাকে। আর সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকার মধ্যে যুক্ত হয় সুদের হার। ফলে মেয়াদ শেষে FD Scheme থেকে গ্রাহক সুদ সহ অনেক বেশি টাকা ফেরত পান।
ফিক্সড ডিপোজিটে সুদের হার
এই FD এর সুবিধা সরকারি, বেসরকারি বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আছে। তবে এই FD স্কিমে সুদের হার সংস্থা ভেদে আলাদা হয়। কোথাও সুদের হার বেশি ও কোথাও কম। তাই গ্রাহক এমন ফিক্সড ডিপোজিট স্কীম বেছে নেন যেখানে বেশি সুদ পাওয়া যায়। আজ আপনাদের সাথে ICICI Bank এর এফডির কথা বলবো সেখানে বেশি সুদ দেওয়া হচ্ছে।
আইসিআইসিআই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট
ICICI Bank এর কথা সবাই জানে। সম্প্রতি এই বেসরকারি ব্যাংক তাদের FD এর সুদের হার বৃদ্ধি করেছে। গত 23শে জুন শুক্রবার থেকে এই বেসরকারি ব্যাংক তাদের সুদের হার গুলো কার্যকর করেছে। এই ব্যাংক তাদের সাধারন গ্রাহকদের সর্বোচ্চ 7.2% সুদের হার অফার করছে এবং প্রবীন নাগরিকরা সর্বোচ্চ 7.75% সুদের হার (FD Interest Rate for Senior Citizen) লাভ করছে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মোটা টাকা বিনিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রিজার্ভ ব্যাংকের এই নিয়মের জেরেই ICICI Bank সুদের হার বৃদ্ধি করেছে। RBI নতুন নিয়মে খুচরা বিনিয়োগকারিদের অবস্থাও অনেকটা পরিবর্তিত হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে 2 কোটি টাকার বদলে 3 কোটি টাকার নিচে আর্থিক লগ্নিকারীদের বর্তমানে রিটেল ডিপোজিট হিসেবে চিহ্নিত করা হবে। চলুন দেখে নিন ICICI Bank তাদের কোন মেয়াদে ঠিক কত সুদ দিচ্ছে।
ICICI Bank Fixed Deposit Interest Rate
বর্তমানে 7 থেকে 29 দিন মেয়াদের 3 কোটি টাকার নিচের ফিক্সড ডিপোজিটের জন্যে ICICI Bank সাধারন গ্রাহকদের জন্যে সুদ দিচ্ছে 3%. এই একই মেয়াদের প্রবীন নাগরিকরা ফিক্সড ডিপোজিট করলে তারা সুদ পাবে 3.5%. 3 কোটির নিচে ফিক্সড ডিপোজিটে 30 থেকে 45 দিন মেয়াদে টাকা রাখলে সাধারন গ্রাহকরা পাবেন 3.5% সুদ। আর প্রবীন নাগরিকরা পাবেন 4% সুদ।
ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের সুদের হার
15 থেকে 18 মাসের Fixed Deposit এ সাধারন গ্রাহকরা সুদের হার পাবে 7.2%. এক্ষেত্রে প্রবীন নাগরিকদের কিছু অতিরিক্ত সুবিধা থাকছে। কারন এই মেয়াদে প্রবীন নাগরীকদের দেওয়া হবে 7.75% সুদ। ICICI Bank সর্বোচ্চ মেয়াদের ফিক্সড ডিপোজিট রয়েছে ৭ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত। এই সীমার মধ্যে Fixed Deposit করলে সাধারন গ্রাহকরা পাবেন বছরে 6.9% সুদ আর প্রবীন নাগরিকরা পাবেন 7.4% সুদ।
ICICI Fixed Deposit Scheme 2024
শুধু যে সর্বোচ্চ মেয়াদে বিনিয়োগ করলেই যে বেশি পরিমান টাকা পাবেন এমন নয় সর্বনিম্ন বিনিয়োগের ক্ষেত্রেও বেশি পরিমাণ টাকা পাবেন প্রবীন নাগরিকরা। 1 বছর থেকে 15 মাসের কম মেয়াদে Fixed Deposit এর জন্যে প্রবীন নাগরিকদের দেওয়া হয় 7.2% সুদ। আবার 18 মাস থেকে 2 বছর মেয়াদে Fixed Deposit এর জন্যে প্রবীন নাগরিকদের দেওয়া হয় 7.7% সুদ (FD Scheme 2024).
ICICI Bank কতৃপক্ষ জানিয়েছে এই নতুন সুদের হার কার্যকর করা হবে নতুন ও রিনিউ করা Fixed Deposit গুলোর উপরে। এছাড়াও ব্যাংক আরো স্পষ্ট করে জানিয়েছে কোনো গ্রাহক Fixed Deposit করার 7 দিনের মধ্যে যদি টাকা তুলে নেয় তাহলে টেক কোনো সুদ দেওয়া হবে না। আবার একটি নির্দিষ্ট মেয়াদের এফডি 1 বছরের (1 Year FD Interest Rate) মধ্যে ভেঙে টাকা তুলে নিলে ব্যাংক কর্তৃপক্ষ 0.5% টাকা কেটে বাকিটা গ্রাহককে ফেরত দেবে।
Written by Ananya Chakraborty.