অর্থনীতি

SBI FD vs PNB FD : 1 লাখ টাকা FD-তে বিনিয়োগ করলে, স্টেট ব্যাঙ্ক না পিএনবি কারা বেশি সুদ দিচ্ছে

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে (SBI FD vs PNB FD) অনেক মানুষই নিজেদের টাকা বিনিয়োগ করে থাকেন।কারন অনেকেই মনে করে যে এই Fixed Deposit Scheme সব থেকে নিরাপদ। এতে আপনি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে একটি নির্দিষ্ট পরিমান সুদ পাবেন। আজ আপনাদের সাথে দেশের দুই বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) 1 লক্ষ টাকার FD-র ব্যাপারে বলব। এই দুটির মধ্যে কোন ব্যাঙ্কে 1 লক্ষ টাকার FD-তে বিনিয়োগ করলে বেশি সুদ পাবেন এবং কোন ব্যাঙ্কে বেশি সুদ দেবে এই নিয়েই বলব।

SBI FD vs PNB FD Interest Rate Comparison.

SBI FD স্কিম 2024

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI FD vs PNB FD) সর্বনিম্ন 7 দিন থেকে সবচেয়ে বেশি 10 বছরের জন্য Fixed Deposit করতে পারবেন। এক্ষেত্রে আপনি সর্বনিম্ন 3.50% থেকে সর্বোচ্চ 6.50% পর্যন্ত সুদ পেয়ে যাবেন। স্টেট ব্যাঙ্কের কত সময়ের ফিক্সড ডিপোজিট মেয়াদের জন্য কত সুদ পাবেন তা জেনে নিন। 2 কোটি টাকার কম আমানতের 76 দিন থেকে 179 দিন মেয়াদের উপরে এফডিতে (SBI FD Interest Rate) 75 বেসিক পয়েন্ট সুদের হার বাড়িয়েছে।

SBI FD সুদের হার 2024

এই মেয়াদের FD তে সাধারন গ্রাহকরা সুদ পাচ্ছে 4.75% এর জায়গায় 5.50%. প্রবীণ নাগরিকরা সুদ পাচ্ছে 5.25% এর জায়গায় 6%. আবার 180 থেকে 210 দিনের মেয়াদের FD-তে 25 বেসিক পয়েন্ট সুদ বাড়িয়েছে SBI. এতে 5.75 এর জায়গায় 6% সুদ দেওয়া হয় (Senior Citizen FD). এছাড়া 211 থেকে 1 বছরের FD এর উপরে 25 বেসিক পয়েন্ট সুদ বাড়িয়েছে SBI. এতে সাধারন গ্রাহকরা 6% এর জায়গায় 6.5% সুদ পাবেন আর প্রবীণরা 6.75 % সুদ পাবেন (SBI FD vs PNB FD).

SBI FD Interest Rate 2024

SBI শুধু খুচরো আমানতের উপরে সুদ বাড়িয়েছে তা নয় 2 কোটি টাকার বেশি আমানতের বাল্ক FD তেও সুদ বাড়ানো হয়েছে। 7 থেকে 45 দিনের FD-তে 25 বেসিক পয়েন্ট সুদ বাড়িয়েছে SBI. এতে সাধারন গ্রাহকদের সুদের হার 5% থেকে বেড়ে 5.25% করা হয়েছে আর প্রবীণ নাগরিকদের সুদের হার 5.50% থেকে বাড়িয়ে 5.75% করা হয়েছে। আবার 46 থেকে 179 দিনের FD-র 50 বেসিক পয়েন্ট সুদ বাড়িয়েছে SBI. এতে সাধারন গ্রাহকদের সুদের হার 5.75% থেকে বেড়ে 6.25% করা হয়েছে আর প্রবীণ নাগরিকদের সুদের হার 6.25% থেকে বাড়িয়ে 6.75% করা হয়েছে (SBI FD vs PNB FD).

SBI FD Interest in 2024

৭ দিন থেকে ৪৫ দিন – সাধারন নাগরিকদের ৩.৫০% ও প্রবীণ নাগরিকদের 4%.
৪৬ দিন থেকে ১৭৯ দিন – সাধারন নাগরিকদের ৫.৫০% ও প্রবীণ নাগরিকদের 6.00%.
১৮০ দিন থেকে ২১০ দিন – সাধারন নাগরিকদের ৬.০০% ও প্রবীণ নাগরিকদের 6.50%.
২১১ দিন থেকে ১ বছরের কম – সাধারন নাগরিকদের ৬.২৫% ও প্রবীণ নাগরিকদের 6.75%.

১ বছর থেকে ২ বছরের কম – সাধারন নাগরিকদের ৬.৮০% ও প্রবীণ নাগরিকদের 7.30%.
২ বছর থেকে ৩ বছরের কম – সাধারন নাগরিক দের ৭.০০% ও প্রবীণ নাগরিকদের 7.50%.
৩ বছর থেকে ৫ বছরের কম – সাধারন নাগরিকদের 6.75% ও প্রবীণ নাগরিকদের 7.25%
৫ বছর এবং ১০ বছর পর্যন্ত – সাধারন নাগরিকদের ৬.৫০% ও প্রবীণ নাগরিকদের 7.50%.

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এফডি ক্যালকুলেটর 2024

স্টেট ব্যাঙ্কের মত PNB তেও 7 দিন থেকে 10 বছর পর্যন্ত FD করতে পারবেন। এক্ষেত্রে আপনি 3.50% থেকে 6.50% পর্যন্ত সুদ পাবেন। PNB-র কত সময়ের Fixed Deposit মেয়াদের জন্য কত সুদ (SBI FD vs PNB FD Interest Rate) পাবেন তা জেনে নিন। আর বিনিয়োগের আগে আপনারা এই সকল তথ্য সম্পর্কে আপনারা জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন।

PNB FD সুদের হার 2024

7 থেকে 14 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 3.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 4%.
15 থেকে 29 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 3.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 4%.
30 থেকে 45 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 3.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 4%.
46 থেকে 60 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 3.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 5%.

PNB FD রেট

61 থেকে 90 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 4.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 5%.
91 থেকে 179 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 4.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 5%.
180 থেকে 270 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 6.00% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 6.50% (SBI FD vs PNB FD).

271 থেকে 299 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 6.25% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 6.75%.
300 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 7.05% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 7.55%.
1 বছর থেকে 399 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 6.80% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 7.39%.

400 দিনের মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 7.25% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 7.75%.
401 দিন থেকে 2 বছর এর মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 6.80% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 7.30%.
২ বছর থেকে ৩ বছরের উপরে মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 7% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 7.50%.

3 বছর থেকে 5 বছর এর মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 6.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 7.%.
5 থেকে 10 বছরের মেয়াদে মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 6.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 7.30%

3 বছর থেকে 5 বছর এর মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 6.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 7.%.
5 থেকে 10 বছরের মেয়াদে মেয়াদে FD তে সাধারন নাগরিকদের সুদের হার 6.50% আর প্রবীণ নাগরিকদের সুদের হার 7.30% (SBI FD vs PNB FD).

SBI FD vs PNB FD 1 Lakh Rupees Investment Comparison

SBI 1 বছরের সুদের হার 6.80% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,06,975 টাকা। PNB এর 1 বছরের সুদের হার 6.75% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,06,923 টাকা।
SBI 2 বছরের সুদের হার 7% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,14,888 টাকা। PNB এর 1 বছরের সুদের হার 6.80% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,14,434 টাকা।

EPFO (প্রভিডেন্ট ফান্ড) DA (মহার্ঘ ভাতা)

SBI 3 বছরের সুদের হার 6.75% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,22,239 টাকা। PNB এর 3 বছরের সুদের হার 7% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,23,144 টাকা।
SBI 5 বছরের সুদের হার 6.50% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,38,042 টাকা। PNB এর 5 বছরের সুদের হার 6.50% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,38,042 টাকা।

ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার! SBI PNB HDFC FD-তে কত সুদ দিচ্ছে?

SBI 8 বছরের সুদের হার 6.50% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,67,501 টাকা। PNB এর 8 বছরের সুদের হার 6.50% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,67,501 টাকা।
SBI 10 বছরের সুদের হার 6.50% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,90,556 টাকা। PNB এর 10 বছরের সুদের হার 6.50% আর 1 লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে 1,90,556 টাকা (SBI FD vs PNB FD).
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *