Gold Price: একধাক্কায় কমে গেল সোনার দাম! আজকে কিনলে কত কম হবে?
সোনার দাম (Gold Price) বিগত কিছু দিন ধরে আকাশে পৌঁছে গিয়েছিল। কিন্তু ২৩ শে জুলাইয়ের বাজেটে (Budget 2024) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সোনার আমদানিতে (Gold Import) শুল্ক (Custom Duty) কমিয়ে দেওয়ার ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সোনা ও রুপোর দাম (Gold Silver Price) বিগত কিছুদিন ধরে অনেকটাই কমে গেছে (Gold as an Investment).
24 Carat Gold Price Today in Kolkata.
সোনা বাঙালির কাছে খুব মূল্যবান ধাতু। সোনা রূপো ছাড়া বাঙালির বিয়ে বা কোনো শুভ অনুষ্ঠানের কথা ভাবাই যায় না। কিন্তু গত কয়েক মাসে যে হারে সোনার দাম বেড়েছিল তাতে মধ্যবিত্তদের পক্ষে সোনা কেনা তো দুরের কথা সোনায় হাত দেওয়াই মুশকিল হয়ে গিয়েছিল। সোনার দাম (Gold Price) বেড়ে যাওয়াতে স্বর্ণ ব্যবসায়ীদের মাথায় হাত পরে গিয়েছিল। কারন খুব প্রয়োজন ছাড়া গ্রাহকরা দোকান মুখো হচ্ছিল না।
সোনা রুপোর দামে রেকর্ড পতন
কিন্তু মঙ্গলবার বাজেট ঘোষনার দিন কেন্দ্র সরকারের ঘোষনার ফলে সোনার দাম অনেকটাই কমতে শুরু করে দিয়েছে। বাজেট ঘোষনার দিন থেকে বলা ভুল 19 শে জুলাই থেকেই একটু একটু করে কমতে শুরু করেছে সোনার দাম। মূলত কেন্দ্রীয় বাজেটে সোনা, রূপো, প্ল্যাটিনামের মত ধাতুর আমদানি শুল্কে ছাড়ের ঘোষনা করেছে সরকার। এই ঘোষনা করার পরই বাজারে দেখা গেল সোনার দামে বড় পতন। 3100 টাকার মত দাম কমেছে সোনার (Gold Price). আজ দাম কত কমল চলুন দেখে নিন।
আজকে সোনার দাম কত?
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 64000 টাকা। আজ হলমার্ক সোনার দাম 950 টাকা কমেছে। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 69900 টাকা। আজ খুচরা সোনার দাম (Hallmark Gold Price) 1000 টাকা কমেছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 69820 টাকা। আজ সোনার বাটের দাম (Gold Rate Today) 1000 টাকা কমেছে।
গতকাল সোনার দাম কত ছিল?
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 67400 টাকা। গতকাল 3100 টাকা দাম কমেছিল হলমার্ক সোনার (24 Carat Gold Price). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 70900 টাকা। গতকাল খুচরা সোনার দাম 3250 টাকা কমেছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 70550 টাকা। গতকাল সোনার বাটের দাম 3250 টাকা কমেছিল।
রুপোর দাম বাড়লো না কমলো?
সোনার মতো রূপোর গহনা ও বাসন পত্র এখন অনেক মানুষ ব্যবহার করে। সোনার দামের (Gold Price) মত রুপোর দামও 19 শে জুলাই থেকে একটু একটু করে কমতে শুরু করেছে। গতকাল অনেকটা দাম পড়েছে সোনার। 2650 টাকা দাম কমেছিল গতকাল। আজ কত কমেছে রুপোর দাম (Silver Price Today) দেখে নিন।
50 হাজার টাকা পাবেন সহজেই। পিএম স্বানিধি যোজনা দিচ্ছে গ্যারান্টি ছাড়া ঋণ!
গতকাল ও আজকে রুপোর দাম
1 কেজি রুপোর বাটের দাম 85400 টাকা। আজ রুপোর দাম 850 টাকা কমেছে। 1 কেজি খুচরা রূপার দাম 85500 টাকা। আজ রুপোর দাম 850 টাকা কমেছে। 1 কেজি রুপোর বাটের দাম 86250 টাকা। গতকাল 2650 টাকা দাম কমেছিল রুপোর বাটের। 1 কেজি খুচরা রূপার দাম 86350 টাকা (Silver & Gold Price Today) গতকাল খুচরা রুপোর দাম 2650 টাকা কমেছিল।
Written by Ananya Chakraborty.