Holiday List: টানা 5 দিন ছুটি থাকবে স্কুল-কলেজ, সরকারি অফিস! সপ্তাহের শুরুতেই জেনে নিন
এবার ফের একবার সকলের জন্য টানা ছুটি (Holiday List in West Bengal) থাকতে চলেছে আগস্ট মাসের মাঝে এসে। স্কুল ও কলেজের পড়ুয়ারা সমেত এবারে রাজ্যের সকল সরকারি অফিসও বন্ধ থাকতে চলেছে এই ছুটিতে (Holiday). লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য সুখবর এসেই যাচ্ছে। সম্প্রতি রাজ্য সরকারের ঘোষণায় এক মাসের বেশি মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।
West Bengal Holiday List in August 2024 for School, Collages & Govt Offices.
পাশাপাশি, বেশ কয়েকটি ভাতা নিয়ে দারুণ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). যার ফলে এখন পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে রয়েছে খুশির মেজাজ। জুলাই মাসে বিশেষ ছুটি পায়নি রাজ্য সরকারি কর্মচারীরা। তবে, এবার সকলের জন্য এসে গেছে সুখবর। আগস্ট মাসে মিলতে চলেছে একের পর এক ছুটি (Holiday List). সরকারি কর্মীদের থেকে শুরু করে স্কুল, কলেজের পড়ুয়াদের এক টানা বেশ কয়েকদিন ছুটির সুযোগ রয়েছে।
আগস্ট মাসে টানা ৫ দিন ছুটি!
আগস্ট মাসে স্কুল, কলেজ বা ব্যাঙ্ক তো ছুটি (Holiday List) থাকছেই, পাশাপাশি পর পর ছুটি পাবে পড়ুয়া ও সরকারি কর্মীরাও। ১০ অগাস্ট অর্থাৎ আজ দ্বিতীয় শনিবার পড়েছে। যার কারণে ব্যাঙ্ক ছুটি (Bank Holiday) থাকবে। এরপর ১১ আগস্ট রবিবার স্কুল, কলেজ, অফিস আদালত ব্যাঙ্ক সবই ছুটি থাকবে। ১৫ অগাস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে ছুটি থাকবে।
আগস্ট মাসে টানা ছুটি!
১৭ আগস্ট শনিবার স্কুল বন্ধ থাকবে। অফিসও হাফ ছুটি। ১৮ আগস্ট রবিবার স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ থাকবে। ১৯ আগস্ট সোমবার রাখি পূর্ণিমার জন্য সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ ছুটি থাকবে। তার আগে শনি, রবি এমনিতেই ছুটি, আর রাখির হলিডে যোগ করে নিলে পরপর টানা তিনদিন ছুটির (Holiday List) সুযোগ। ২৪ আগস্ট চতুর্থ শনিবার থাকায় ব্যাঙ্ক ছুটি থাকছে।
স্কুল অফিসেও হাফ ছুটি থাকবে। এরপর ২৫ আগস্ট রবিবার সর্বত্রই ছুটি থাকবে। তবে, এখানেই শেষ নয়। ২৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষেও ছুটি মিলবে। সেদিনও সোমবার। ফলে ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। অর্থ্যাৎ তখনও টানা শনি, রবি, সোম ছুটি কাটানোর সুযোগ থাকছে অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে আগস্ট মাসে দুই দফায় টানা তিন দিন করে ছুটির সুযোগ রয়েছে। আগস্ট মাসে এই ছুটির খবরে (Holiday List) এবার দারুন খুশি হয়েছেন রাজ্য সরকারি কর্মচারী থেকে স্কুল পড়ুয়া সকলেই।
Written by Sampriti Bose.