25 লাখের SBI Home Loan নিলে প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে? ঋণ শোধের সম্পূর্ণ হিসাব একনজরে
প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে নিজের একটি ফ্ল্যাট বা বাড়ি কেনার (Home Loan). তবে বর্তমান সময়ে জিনিসের দাম বাড়ার সাথে সাথে ফ্ল্যাট ও বাড়ির দামও বাড়ছে। নিজের জমানো টাকায় বাড়ি, ফ্ল্যাট কেনা মুশকিল। বাড়ি বা ফ্ল্যাট কিনতে গেলে এখন ভরসা করতে হয় হোম লোনের জন্যে। ব্যাঙ্কের মাধ্যমে বহু গৃহ ঋণ নেয়। বহু ব্যাঙ্ক হোম লোন দেয় সাধারন মানুষদের। আজ আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোনের ব্যাপারে বলব (Equated Monthly Installment).
State Bank of India Home Loan EMI Calculator
এখনকার দিনে নিজেদের কোন ধরণের শখ পূরণ করার জন্য সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের ব্যাঙ্ক থেকে Home Loan বা গৃহ ঋণ নিতে হয়। এছাড়াও আরও সকল কারণের জন্য এখন অনেকেই ঋণ নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করে থাকে। আর বাড়ি কেনার জন্য অনেকেই এই গৃহ ঋণ নিতে পছন্দ করেন আর আজকে আমরা ২৫ বছরের সম্পূর্ণ হিসাব আপনাদের কাছে তুলে ধরতে চলেছি।
স্টেট ব্যাঙ্কের গৃহ ঋণ
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কেউ যদি 25 লক্ষ টাকার হোম লোন (Home Loan) নেয় তাহলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে সে বিষয়ে আপনাদের বলব। বার্ষিক 8.50 শতাংশ থেকে 9.65 শতাংশ সুদের হারে হোম লোন অফার করে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 8.80 শতাংশ থেকে 11.30 শতাংশ হারে দেওয়া হয় টপ আপ লোন (Top Up Loan).
গৃহ ঋণ নিতে কি প্রয়োজনীয়?
আপনি হোম লোন নিতে গেলে প্রথমে যা দেখা হয় তাহল ক্রেডিট স্কোর (Credit Score). আপনার ক্রেডিট স্কোর কত হবে তার উপরে নির্ভর করে হোম লোনের সুদ। আপনার ক্রেডিট হিস্ট্রি যদি ভালো থাকে তাহলে আপনার হোম লোনে সুদের হার (Home Loan Interest Rate) অনেকটাই কমে পাবেন। আর যদি ক্রেডিট হিস্ট্রি (Credit History) ভালো না থাকে হোম লোনের ক্ষেত্রে বেশি সুদ দিতে হবে।
যদি আপনার ক্রেডিট স্কোর মিডিয়াম থাকে তাহলে 9.35 শতাংশ হারে হোম লোন পেয়ে যাবেন। আর যদি খুব ভালো ক্রেডিট স্কোর থাকে তাহলে 8.50 শতাংশ হারে সুদ পাবেন হোম লোনে (Home Loan). আর আপনার উচিত যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেখান থেকেই এই ঋণের জন্য আবেদন করা। এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
25 Lakh Home Loan for 25 Years Calculator
যদি কোন ব্যাক্তি 25 বছরের জন্য 25 লক্ষ টাকা 8.50 শতাংশ হারে হোম লোন নেন তাহলে প্রতি মাসে EMI বাবদ আপনাকে দিতে হবে 20 হাজার 131 টাকা। আপনাকে 25 বছরে সুদ বাবদ মোট টাকা দিতে হবে 35 লক্ষ 39 হাজার 203 টাকা। সুদ আসল মিলিয়ে আপনাকে 25 বছরে মোট সুদ (Home Loan EMI Calculator) দিতে হবে মোট 61 লক্ষ টাকা।
খুব বিপদে পরলে তৎক্ষণাৎ ঋণ পাবেন! CIBIL Score ও আয়ের প্রমাণ ছাড়াই
25 বছরের বদলে যদি 15 বছরের জন্যে 25 লক্ষ টাকার হোম লোন নেন তাহলে অনেকটাই কম সুদ দিতে হবে। 15 বছরের জন্যে 8.50 শতাংশ সুদের হারে 25 লক্ষ টাকার হোম লোন নিলে প্রতি মাসে SBI Home Loan EMI বাবদ দিতে হবে 24 হাজার 618 টাকা অর্থাৎ 15 বছরে আপনাকে সুদ বাবদ মোট টাকা দিতে হবে 19.31 লক্ষ টাকা। 15 বছরে আপনাকে সুদ আসল মিলিয়ে মোট 44.31 লক্ষ টাকা দিতে হবে।
Written by Ananya Chakraborty.