চাকরির প্রস্তুতি

PM Internship Yojana: 5000 টাকা পাবেন প্রতিমাসে! বেকারদের জন্য সুখবর দিলো মোদী সরকার

কোটি কোটি বেকার যুবক যুবতীদের জন্য বড় সিদ্ধান্ত নিলো মোদী সরকার (PM Internship Yojana 2024). বর্তমানে দেশে চাকরির অবস্থা খুব খারাপ। সরকারি চাকরি (Government Job) বা বেসরকারি চাকরি (Private Job) সব ক্ষেত্রেই মন্দা। চাকরির অবস্থা এমন থাকার কারনে দিন দিন বেকারদের (Unemployment) সংখ্যা বেড়েই চলছে। সরকারি ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা তো কমছেই উপরন্তু প্রাইভেট সেক্টর গুলোতেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে।

PM Internship Yojana 2024

এই দিকে জিনিস পত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে আর একদিকে প্রাইভেট সেক্টর বা কোম্পানি গুলোতেও কর্মী ছাটাই চলছে। এর ফলে দেশের ছেলে মেয়েদের অবস্থা খুব খারাপ। তবে এবার কেন্দ্র সরকার দেশের বেকার ছেলে মেয়েদের জন্যে নতুন এক পথ অবলম্বন করল। PM Internship Yojana চালু করল ভারত সরকার (Government of India). কি কি সুবিধা পাওয়া যাবে? কারা পাবে? সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৪

চলতি বছর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই PM Internship Yojana-র কথা ঘোষনা করেন। আশা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আগামী 5 বছরে দেশের 1 কোটি যুবক যুবতীদের বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এই স্কীমের মাধ্যমে যে শুধু প্রশিক্ষণ দেওয়া হবে তা নয়। এতে বেকার ছেলে মেয়েদের প্রশিক্ষনের সাথে ভাতাও দেওয়া হবে।

বেকারদের জন্য বড় সিদ্ধান্ত!

এটি কেন্দ্রীয় বাজেটে উল্লেখ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman on PM Internship Yojana). দেশের সেরা 500 টি কোম্পানিতে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হবে বেকার ছেলে মেয়েদের। মোট 12 মাসের জন্য এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের জন্য খরচ বহন করবে কোম্পানি গুলো। বেকার যুবক যুবতীরা মাসে 5000 টাকা করে ভাতা পাবে। আর এককালীন 6 হাজার টাকা দেওয়া হবে।

LPG (রান্নার গ্যাস, ব্যাঙ্ক, আধার কার্ডে নিয়ম বদল)

Who will Apply for PM Internship Yojana

1) এই স্কীমে আবেদন করার জন্য বয়স 21 থেকে 24 বছর বয়সী হতে হবে।
2) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
3) এই স্কিমে আবেদন করতে পারবে সেই সমস্ত চাকরিপ্রার্থীরা যারা বেকার এবং পুরো সময়ের পড়ুয়া নন তারাই আবেদন করতে পারবে।
4) শিক্ষাক্ষেত্রে IIT, IIM, IISER ডিগ্রি আছে অথবা যাদের মা, বাবা সরকারি চাকরি করেন সেই সব পরিবারের ছেলে মেয়েরা আবেদন করতে পারবে না।

25 লাখের SBI Home Loan নিলে প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে? ঋণ শোধের সম্পূর্ণ হিসাব একনজরে

PM Internship Yojana Apply Process

আবেদন করার জন্য অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। তবে এখনো এই PM Internship Yojana-র আবেদন কবে শুরু হবে তা নিয়ে কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সরকারের তরফ থেকে। খুব তাড়তাড়ি প্রকাশ করা হবে। আর এর ফলে দেশের কোটি কোটি বেকার যুবক যুবতীরা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *