Ration Card: রেশন গ্রাহকরা ৯টি নতুন খাদ্যসামগ্রী পাবেন! সরকারের ঘোষণায় খুশি সকলে
রেশনে (Ration Card) এবার থেকে চালের বদলে পাবেন আরো অনেক জিনিস! দারুন উদ্যোগ সরকারের (Government). কি কি জিনিস পাবেন আর কবে থেকে পাবেন আজ আপনাদের এই প্রতিবেদনে বলব। কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিনিয়ত জনসাধারণের জন্যে বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসে। শিক্ষা, কর্ম, কৃষি, খাদ্য ও আরো অনেক প্রকল্প ও চালু করে সরকার (Ration). তবে এই সবের মধ্যে বিনামূল্যে রেশন প্রকল্প (Free Ration Scheme) অন্যতম।
Government Big Announcement for Ration Card Holders
করোনার সময় কাল থেকেই বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করেছে কেন্দ্র সরকার। তারপর থেকেই কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারগুলো রাজ্য বাসীদের বিনামূল্যে রেশন সামগ্রী (Ration Card Items) দিচ্ছে। এই রেশন ব্যবস্থা নিয়ে বড় খবর সামনে এলো। সাধারণত রেশনে যে সব খাবার গুলো গ্রাহকদের দেওয়া হয় সে গুলোর মধ্যে অন্যতম হল চাল, আটা বা গম। এবার এই খাদ্য সামগ্রীর সাথে যুক্ত হতে চলেছে আরো অনেক খাদ্য সামগ্রী। এরফলে উপকৃত হবে সাধারন মানুষ।
রেশনে নতুন ৯টি সামগ্রী পাবেন
আগে সরকার রেশন কার্ডধারীদের (Ration Card) শুধু বিনামূল্যে চাল দিত। তবে এবার সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার আর বিনামূল্যে চাল দেওয়া হবে না। এই চালের বদলে দেওয়া হবে 9 টি খাদ্য সামগ্রী। এই 9 টি জিনিসের মধ্যে রয়েছে গম, ডাল, ছোলা, চিনি, লবণ, সরিষার তেল, ময়দা, সয়াবিন ও মশলা। সাধারন মানুষদের স্বাস্থ্যর উন্নতি আর তাদের খাদ্যের পুষ্ঠির মান বাড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
রেশন গ্রাহকদের জন্য সরকারের সিদ্ধান্ত
এর ফলে গরিব মানুষ গুলো স্বাস্থ্য উন্নত হবে আর তারা একটু ভালো মন্দ খেতে পারবে। যারা এখন রেশন কার্ড বানাননি তারা ঝটপট কার্ড বানিয়ে ফেলুন তাহলে এই সুবিধা নিতে পারবেন। আর এই খবরটি পশ্চিমবঙ্গের নয় উত্তরপ্রদেশ সরকারের তরফে এই ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সময়ে সময়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফেও অনেক কিছু সামগ্রী দেওয়া হয়ে থাকে তাই আজই Ration Card বানিয়ে নিন।
How to Apply Digital Ration Card Online
1) আপনাকে রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) সেখানে হোমপেজে ভর্তুকি ছাড়া রেশন কার্ডের জন্যে Click Here to Apply for Ration Card তে ক্লিক করতে হবে।
3) এরপরে সেখানে গ্রাহকের মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পর Get OTP তে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে একটি OTP গ্রাহকের ফোনে যাবে তা নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবার সুখবর! মা বোনেদের জন্য এমন সিদ্ধান্ত
4) এবারে নাম্বারটি যাচাই করার জন্যে Validate ট্যাবে ক্লিক করতে হবে এবং দরকারি সব তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
5) Add Another Members ট্যাবে ক্লিক করে গ্রাহক তাদের পরিবারের অন্য সদস্যদের বিবরণ যোগ করতে পারবেন। সবার শেষে Save and View Application এ ক্লিক করুন।
6) তারপর সাবমিটে ক্লিক করেই হয়ে যাবে রেশন কার্ডে আবেদন করা।
Written by Ananya Chakraborty.