অর্থনীতি

FD Interest Rate: 9% সুদ পাবেন ফিক্সড ডিপোজিটে! ব্যাঙ্ক গ্রাহকদের কপাল খুলল

ফিক্সড ডিপোজিটে সুদের হার (FD Interest Rate) নিয়ে সকল মানুষের একটা জিজ্ঞাসা থাকে। কারণ আমরা সকলেই জানি যে আমাদের দেশে বিনিয়োগের সেরা মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। আমাদের দেশের প্রায় বেশিরভাগ মানুষ তাদের টাকা বিনিয়োগ করার জন্য FD কেই বেছে নেয়। কারন Fixed Deposit এ বিনিয়োগ করা সহজ, আর নির্দিষ্ট রিটার্নও পাওয়া যায়।

Small Finance Bank FD Interest Rate Hike

তাই ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) বিনিয়োগের সেরা মাধ্যম হয়ে উঠেছে মানুষের কাছে। ব্যাঙ্ক, পোস্ট অফিস সব জায়গায় FD Account খোলা যায়। আজ আপনাদের ছোট Small Finance Bank Fixed Deposit-র ব্যাপারে বলব। এই ছোট ফিনান্স ব্যাঙ্ক গুলোতে বড় সরকারি ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ (FD Interest Rate) পাওয়া যায়। কত সুদ পাওয়া যায় চলুন জেনে নিন।

ফিক্সড ডিপোজিটে ৯% সুদ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি মাসে নবম বারের জন্যে রেপো রেট (RBI Repo Rate) 6.5 শতাংশে রেখেছে। এই জন্য সরকারি, বানিজ্যিক ও ছোট ফিনান্স ব্যাঙ্ক গুলো ফিক্সড ডিপোজিটে ভালো সুদের হার (FD Interest Rate) অফার করছে। দেশের বহু স্মল ফিনান্স ব্যাঙ্ক গুলো তাদের সরকারি ব্যাংক এর তুলনায় বেশি সুদের হার অফার করছে।

স্মল ফিনান্স ব্যাঙ্কে টাকা রাখা কি নিরাপদ? এই প্রশ্ন সবার মনেই থাকে। যদি কোনো ব্যাঙ্ক ব্যর্থ হয় বা দেউলিয়া হয়ে যায় তাহলে আমানতকারিদের ত্রান হিসেবে কেবল আমানত বীমা এবং ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন থেকে বীমা কভার রয়েছে। DICGC ব্যাঙ্ক আমানতের উপরে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার দেয় (FD Interest Rate). এই কভারটি Savings Account, Current Account FD এবং RD-র ক্ষেত্রে প্রযোজ্য।

SSY Scheme (সুকন্যা সমৃদ্ধি যোজনা)

Small Finance Bank FD Interest Rates

  • AU Small Finance Bank 18 মাসের FD তে 8% সুদ দিচ্ছে।
  • Equitas Small Finance Bank 444 দিনের FD তে 8.5% সুদ দিচ্ছে।
  • ESAF Small Finance Bank 2-3 বছরের মধ্যে ম্যাচুরিটি সহ FD তে 8.25% সুদ দেয়।
  • Jana Small Finance Bank 365 থেকে 1095 দিনের FD তে 8.5% সুদ দিচ্ছে।
  • North East Small Finance Bank 546 থেকে 1111 দিনের FD তে 9% সুদ দেয়।

25 লাখের SBI Home Loan নিলে প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে? ঋণ শোধের সম্পূর্ণ হিসাব একনজরে

গত বছর ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক তার FD তে আকর্ষণীয় সুদের হার অফার করছিল। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে তারা 2 কোটি টাকার কম FD তে 3 শতাংশ থেকে 8.51% পর্যন্ত সুদ দিচ্ছে। এর মেয়াদ 7 দিন থেকে 10 বছর পর্যন্ত। 7 দিন থেকে 14 বছরের মেয়াদের FD তে 3%, 15 দিন থেকে 30 দিনের FD তে 4.50% এবং 31 থেকে 45 দিনের FD তে 3.50% সুদ, 46 দিন থেকে 90 দিনের FD তে 5.25% সুদ, 91 থেকে 180 দিনের এফডিতে 5.75 শতাংশ এবং 181 থেকে 365 দিনের এফডিতে 6.50 শতাংশ সুদ দেওয়া হয়েছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *