প্রকল্প

Ayushman Bharat Yojana: আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে ঘোষণা! চালু হচ্ছে নতুন সুবিধা

কেন্দ্র সরকারের তরফে Ayushman Bharat Yojana বা আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে এক দারুণ সিদ্ধান্ত ঘোষণা করা হল। ২৩ শে সেপ্টেম্বর ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY প্রকল্পের ঘোষণা করেছিলেন। আর এই প্রকল্পের মাধ্যমে দেশবাসীকে বার্ষিক ৫ লাখ টাকার পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা করা হয়েছিল।

Ayushman Bharat Yojana 2024.

আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) বিশ্বের সর্ববৃহৎ সরকার প্রদত্ত স্বাস্থ্য বীমা প্রকল্প (Government Health Insurance Scheme) দেশের প্রায় 12 কোটি পরিবার এই প্রকল্পের মাধ্যমে বাৎসরিক পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান। আর ধীরে ধীরে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে বলে মনে করছেন অনেকে।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY)

বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপতি দ্রৌপতি মুর্মু (President Droupadi Murmu) এই প্রকল্পের বিষয়ে জানিয়েছেন, কোনো বয়স্ক নাগরিকদের বয়স 70 বছর বা তার বেশি হলে সেই বয়স্ক নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। দেশ জুড়ে প্রায় 25 হাজার জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Yojana) খোলার কাজ দ্রুত চলছে। এছাড়া তিনি আরো বলেন, বর্তমানে প্রায় 55 কোটি ভারতবাসী Ayushman Bharat Yojana বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান।

PMJAY Ayushman Bharat Yojana 2024

কেন্দ্র সরকার এর পরিসর আরো বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এখন থেকে 70 বছরের বেশি বয়সী নাগরিকরা এই যোজনার আওতায় বিনামূল্যে চিকিৎসা বা স্বাস্থ্য পরিষেবা (PMJAY Free Treatment) পাবেন। তিনি আরো বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প বিশ্বের সর্ববৃহৎ সরকার প্রদত্ত স্বাস্থ্য বীমা প্রকল্প। দেশের প্রায় 12 কোটি পরিবার এই প্রকল্পের মাধ্যমে বাৎসরিক 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান।

আয়ুষ্মান ভারত – জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশন

সে সব হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় এই প্রকল্পের উপভোক্তারা সেখানেই চিকিৎসা করাতে পারবেন।এছাড়াও তিনি বলেন কেন্দ্র সরকার শুধু বয়স্কদের জন্য প্রকল্প এনেছেন তা নয়, কৃষকদের জন্য ও সরকার নিরন্তর কাজ করে চলছে। 20 হাজার কোটি টাকা কৃষকদের কাছে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে কৃষকদের আরো স্বাবলম্বি করা হবে বলে আশ্বাস দিয়েছে রাষ্ট্রপতি।

ছুটি (Government Holiday)

পিএম আয়ুষ্মান ভারত যোজনা

ইস্তেহার প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 70 বছর বয়সী বেশি নাগরিকদের জন্য এই Ayushman Bharat Yojana চালু করার কথা ঘোষনা করেছিল। তিনি বলেছিলেন বৃদ্ধদের সব থেকে বড় দুশ্চিন্তা হল তারা কিভাবে রোগের চিকিৎসা করবেন। আর মধ্যবিত্তদের জন্য এই চিন্তা সব থেকে বেশি। সেই কারনে মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে 70 বছরের বেশি বয়সী প্রত্যেক ব্যক্তিকে Ayushman Bharat Yojana অধীনে নিয়ে আসা হবে।

প্রতিমাসে ২৫০০ টাকা পাবেন! Yuvasree Prakalpa এ আজই আবেদন করুন

বিজেপি ইস্তেহারে জানিয়েছে, আমরা বয়স্কদের সমস্ত রোগের চিকিৎসা করতে এবং তাদের বিনামূল্যে ও ভালো মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্যে Ayushman Bharat Yojana বাজেটকে প্রসারিত করব। আর এই ঘোষণার ফলে বোঝাই যাচ্ছে যে দেশের সকল বর্গের মানুষরাই এর মাধ্যমে সুবিধা পাবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *