AEPS Cash Withdrawal – ATM এ লাইন দিয়ে টাকা তোলার দিন শেষ! বাড়িতে বসেই এইভাবে টাকা তুলুন।
এবারে টাকা তোলা (AEPS Cash Withdrawal) আরো সুবিধা হয়ে গেল। এবার থেকে টাকা তুলতে আর ATM কিম্বা ব্যাংকে যেতে হবে না। বাড়িতে বসেই তুলতে পারবেন টাকা। শুনে নিশ্চই ভাবছেন কিভাবে সম্ভব! তাই তো? আজ আপনাদের কে এই গুরুত্বপুর্ণ তথ্য দেব। যাতে দরকারে ATM কিম্বা ব্যাংকে গিয়ে টাকা তুলতে অসুবিধা হলে বাড়িতে বসেই টাকা তুলতে পারবেন।
AEPS Cash Withdrawal In Home.
এবারে AEPS Cash Withdrawal মাধ্যমে ঘরে বসেই টাকা তুলতে পারবে গ্রাহকরা। টাকা তোলার দরকার পড়লে ATM এর মাধ্যমেই টাকা তোলেন গ্রাহকরা আর ব্যাংকে যেতে হয় না। খুব বেশি টাকা না হলে ATM থেকেই তোলা যায় টাকা। কিন্তু এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে আশেপাশে ATM এর সুবিধা নেই অথবা বাড়ি থেকে কোনো কারণ বসত বেরোতে পারছেন না কিন্তু টাকার খুব দরকার (AEPS Cash Withdrawal).
এই রকম সমস্যার হাত থেকে বাঁচার জন্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক নিয়ে এসেছে দারুন সুবিধা। AEPS Cash Withdrawal সিস্টেমের সাহায্যে এবার আপনি ঘরে বসে পেয়ে যাবেন টাকা। কীভাবে পাবেন ? জেনে নিন। AePS সিস্টেম এর পুরো নাম হল Aadhaar Enabled Payment System. এর মাধ্যমে পোস্টম্যান নিজে বাড়িতে এসে আপনাকে টাকা দিয়ে যাবে।
How To Use AEPS Cash Withdrawal
এই AePS এর সুবিধা পাওয়ার জন্যে গ্রাহকদের তাদের ব্যাংক একাউন্ট সাথে আধার লিংক করা থাকতে হবে। এই সিস্টেম হল এমন একটি সিস্টেম যেখানে কিছু কিছু ব্যাংকিং লেনদেন করা যায়। ব্যালান্স জানা, টাকা তোলা, মিনি স্টেটমেন্ট কিংবা ফান্ড ট্রান্সফার সব করা যায়। শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে এই কাজ করা যায়।
একটি আধারে অনেক গুলো একাউন্ট (AEPS Cash Withdrawal) থাকলে কি হবে?
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের FAQ এ স্পষ্ট জানিয়েছে, যদি গ্রাহকের আধার কার্ড এর সাথে অনেক গুলো একাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো লেনদেনের সময় আপনাকে ব্যাংক একাউন্ট বেছে নিতে হবে। আর যদি একি ব্যাংকে অনেক গুলো একাউন্ট থাকে তাহলে প্রাইমারি একাউন্ট থেকেই টাকা তুলতে (AEPS Cash Withdrawal) পারবেন আপনারা। এক্ষেত্রে ব্যাংক একাউন্ট আলাদা করে বেছে নিতে হবে না।
AEPS Cash Withdrawal Charges & Using Process
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক জানিয়েছে, এই পদ্ধতিতে টাকা তুললে গ্রাহকদের অতিরিক্ত কোনো ফি বা চার্জ দিতে হবে না। তবে ডোরস্টেপ সার্ভিস নিতে গেলে গ্রাহকদের কিছু চার্জ দিতে হবে। এই পদ্ধতি ব্যবহার করার জন্যে আপনাদের প্রথমে যেতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের (India Post Payments Bank) অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে বেছে নিতে হবে ডোর স্টেপ ব্যাংকিং।
ইলেকট্রিক বিল নিয়ে চিন্তার দিন শেষ মধ্যবিত্তের। এত ইউনিট পর্যন্ত ছাড় দেবে সরকার!
এবারে সেখানে মোবাইল নম্বর, নাম, ঠিকানা, পিন কোড ও ইমেল আইডি দিয়ে কাছের পোস্ট অফিস এবং যে ব্যাংকে তুলতে চাইছেন সেই ব্যাংকের তথ্য দিতে হবে। আর এর কিছুক্ষণের মধ্যেই পোস্ট ম্যান এসে আপনার বাড়িতে টাকা দোয়ে যাবে। তবে NPCI এই পদ্ধতিতে অর্থাৎ AEPS Cash Withdrawal এর মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে 10 হাজার টাকার সীমা ধার্য করা হয়েছে।
Written by Ananya Chakraborty.
আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।