প্রকল্প

Farmer ID Card: পিএম কিষানের 2000 টাকা পেতে হলে! কৃষকবন্ধুদের কৃষক আইডি কার্ড বানাতে হবে

দেশের সকল কৃষক বন্ধুদের সুবিধার (Farmer ID Card) জন্য অনেক সরকারি প্রকল্প নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সহ রাজ্য সরকার। আর এবারে বছরের শুরুতে এই সকল কৃষকদের জন্য দারুণ খবর পাওয়া গেল। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana 2025) মাধ্যমে কৃষকদের অনেকে আর্থিক সহায়তা লাভ হয়। এছাড়াও রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu 2025) মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয়।

Farmer ID Card Benefits

কৃষকরা তাদের পরিশ্রম ও মেহনতের মাধ্যমে চাষবাস করে ফসল ফলায় দেশের জনগণের জন্য। যে পরিমাণ পরিশ্রম ও মেহনত দিতে হয় চাষবাসের জন্য, সেই পরিমাণে আর্থিক সংস্থান পূরণ হয় না বললেই চলে। যে হারে বিভিন্ন জিনিসের দাম বেড়ে চলেছে, তারপরে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সার, কীটনাশক ও উন্নত যন্ত্রপাতি কেনা অনেকটাই ব্যয় সাপেক্ষ ব্যাপার।

PM Kisan Krishak Bandhu Indian farmers benefits

কৃষকদের আর্থিক সহায়তা দানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৮ তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন দেশের কৃষকরা। ১৯ তম কিস্তির (PM Kisan 19th Installment) টাকা ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশ দিল দেশের কৃষকদের জন্য।

কৃষক আইডি কার্ড ২০২৫

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অনুদান পেতে হলে প্রত্যেক কৃষককে একটি কৃষক আইডি বা ফার্মার আইডি তৈরি করতে হবে। এই ফার্মার আইডি তৈরি করাকে বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। যদি কোন চাষি ভাই ফার্মার আইডি তৈরি না করে থাকেন, তাহলে তিনি আর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুযোগ সুবিধা পাবেন না।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২০২৫

সরকারি যে প্রকল্প গুলো রয়েছে সেই প্রকল্প গুলোর স্বচ্ছতা বজায় রাখার জন্যই বিভিন্ন কিছু উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষান যোজনার জন্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে, সেই প্রকল্পে যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেই সাথে যাতে যোগ্য কৃষকরা অনুদান পেতে পারে তার জন্যই ফার্মার আইডি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের নিজস্ব জমির তথ্যের সাথে আধারের একটি সংযুক্তিকরন করা হবে। এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে ১৫ ই নভেম্বর ২০২৪ থেকে।

Farmer Registry

যে সমস্ত কৃষকরা ১৮ তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, তারপরই ফার্মার আইডি তৈরি করেননি, তারা কিন্তু ১৯ তম কিস্তির টাকা পাবেন না। ফার্মার আইডি তৈরি করে থাকলে শুধু যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অনুদান পেতে সুবিধা হবে তা নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় কৃষকদের চাষ যোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য ক্ষতিপূরণ পেয়ে থাকেন কৃষকরা, এই ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে এই ফার্মার আইডি অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।

Agri Stack Farmer ID Benefits

  • ন্যূনতম সহায়ক মূল্য পাওয়ার প্রক্রিয়া সহজ হবে।
  • প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অনুদান পেতে অনেক সুবিধা হবে।
  • বারংবার কেওয়াইসি যাচাই করনের প্রয়োজন হবে না।
  • বিভিন্ন সরকারি প্রকল্পে বাধাহীনভাবে অংশ গ্রহণ সম্ভব হবে।
  • প্রাকৃতিক দুর্যোগে সময় ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ পাওয়ার সুবিধা হবে।
Banglar Bari Scheme (বাংলার বাড়ি প্রকল্প ২০২৫)

Farmer ID Card Apply Process Online

১) সর্ব প্রথম Agristack প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) আপনার নিজস্ব মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
৩) মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেটি লিখে ক্যাপচা কোড দিন।
৪) Create New Account এ ক্লিক করুন।
৫) প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, জমির দলিল এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য আপলোড করুন।
৬) তাহলেই আপনার ফার্মার আইডি তৈরি হয়ে যাবে।

লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে জানুয়ারিতে? বছরের শুরুতেই দারুণ সুখবর

আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অনুদান পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ফার্মার আইডি তৈরি করে ফেলুন জানুয়ারি মাসের মধ্যে। এই ফার্মার আইডি আপনাকে অনুদান পেতে সাহায্য করা ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করাতে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় আপনার চাষের জমির ক্ষতিপূরণ পেতে অনেক সহায়তা দেবে। এই জন্য ফার্মার আইডি তৈরি করে রাখা খুবই জরুরী ও অত্যাবশ্যক।
Written by Shampa debnath

Related Articles