অর্থনীতি

Stocks to Buy – 56% রিটার্ন পাবেন এই স্টক গুলোতে! নাম জেনে বিনিয়োগ করুন

সময় যত এগোচ্ছে ততই স্টকে বিনিয়োগ করার মতো প্রবণতা বাড়ছে প্রত্যেকের (Stocks to Buy). সম্প্রতি এমন কিছু স্টকের কথা আমরা বলতে চলেছি যা রাতারাতি মালামাল করে দেবে আপনাকে। কৃষির রাসায়নিক এই স্টকে যদি আপনি বিনিয়োগ (Stock Market Investment) করেন তাহলে পেতে পারেন দুর্দান্ত পরিমাণে রিটার্ন। বৃদ্ধির সম্ভাবনা থাকবে ৫৬ শতাংশ। বুলিস ট্রেন্ড সম্প্রতি দেখা গিয়েছে বাজারে।

Top 5 Stocks to Buy Today.

এখন সকল মানুষেরাই বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন এবং ব্যাংক ও পোস্ট অফিসে পাওয়া কম সুদের (Interest Rate) জন্য অনেকেরই এখন প্রথম পছন্দ শেয়ার মার্কেট (Share Market) বা স্টক মার্কেট (Stock Market). কারণ আগের থেকে জেনে নিয়ে বিনিয়োগ করলে খুবই কম সময়ে ভালো অঙ্কের মুনাফা পকেটে ঢোকে গ্রাহকদের।

বর্তমানে কোন স্টক কেন উচিত?

গত সপ্তাহে একাধিক সেশনে তরতরিয়ে বেড়ে গিয়েছিল শেয়ার বাজারের (Share Market Stocks to Buy) মূল সূচক গুলো। আর আজকে আমরা এই আলোচনাতে মূলত কিছু কৃষি স্টক সম্পর্কে জেনে নিতে চলেছি, যার মাধ্যমে আপনারা ভালো টাকা উপার্জন করতে পারবেন। কৃষি বিশ্লেষকদের অনেকেই মূল ফোকাস রেখেছে কৃষির রাসায়নিক বিভাগের এই বিশেষ স্টক গুলোর দিকে।

লাভবান স্টক সম্পর্কে বিশেষজ্ঞদের মত

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, এই স্টক গুলোর লম্বা বৃদ্ধি দেখা যেতে পারে কিছু দিনের মধ্যেই। তাই তারা কিছু স্টক বেছে নিয়েছেন। আর এই সকল স্টক কেনার আগে আপনারা অবশ্যই এই সকল কিছু সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। তাহলে কী কী স্টক বেছে নিয়েছেন বিশেষজ্ঞরা সেই সম্পর্কে আগের থেকে জেনে নিন।

PI Industries Stocks to Buy

এই বিশেষ কোম্পানির স্টকে বাই রেটিং রেখেছেন মোট ২৫ জন বিশ্লেষক। তারা জানিয়েছেন এখানে 56 শতাংশ বৃদ্ধির কথা। গত শনিবার যখন বাজার বন্ধ হয় তখন এই শেয়ারটির দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (National Stock Exchange Price) প্রাইস ০.০৯ শতাংশ বেড়ে গিয়েছিল। তারপর নতুন দাম হয়েছিল ৩৫৭৯.৭৫ টাকা। বর্তমানে এই স্টকটির বাজার গত মূলধনের পরিমাণ হয়েছে ৫৪৭১৬ কোটি টাকা।

গত এক বছরের ডেটা লক্ষ্য করলে এই শেয়ারটির দাম (Share Price) বেড়েছে ৯.৩৩ শতাংশ। তিন এবং পাঁচ বছরের হিসাব অনুযায়ী এই কোম্পানির স্টক (Stocks to Buy) বিনিয়োগ কারীদের মোট সম্পদ বৃদ্ধি হয়েছে যথাক্রমে ৩৮.৪০ এবং ২২৩.৭৮ শতাংশ। আর এই কারণের জন্যই সকল বিনিয়োগকারীরা এই স্টকের ওপরে বিশ্বাস দেখিয়েছেন।

Bayer Cropscience Stocks to Buy

পরামর্শ দিয়েছেন ৯ জন বিশ্লেষক। তাদের মতামত অনুযায়ী শেয়ারটির দাম ৩০.৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে। গত সপ্তাহের দিকে চোখ রাখলে দেখা যায় শেয়ারটির দাম প্রায় ১.০৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে নতুন দাম হয়েছে ৫৫৮৪.৭০ টাকা। বর্তমানে কোম্পানির মার্কেট ক্যাপ (Stocks to Buy) রয়েছে ২৪ হাজার ২৩৩ কোটি টাকা পর্যন্ত।

Sumitomo Chemical India Stocks to Buy

এই বিশেষ স্টক কেনার পরামর্শ দিয়েছেন মোট আটজন বিশেষজ্ঞ। তারা জানিয়েছেন ২৪.৭ শতাংশ হারে এই স্টক বৃদ্ধি (Stocks to Buy) পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহের শনিবারে এই স্টকটির দাম (Stock Price) যদিও নিম্নমুখী ছিল। এই কোম্পানিটির বর্তমানে বাজার গত মূলধন এর পরিমাণ রয়েছে। ১৯৬৫১ কোটি টাকা। এক বছরে যার দাম বেড়ে গিয়ে হয়েছে ৪.৯৯%।

Investment Tips (বিনিয়োগের টিপস)

Rallis India Stocks to Buy

এই স্টক কেনার জন্য বর্তমানে হোল্ডে সুপারিশ দিয়েছেন ১৬ জন বিশ্লেষক। তাদের মতামত অনুযায়ী এই শেয়ারের দাম ২২.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এক সময়। বর্তমানে এই সংস্থার বাজার গত মূলধন রয়েছে ৫৩৭৮ কোটি টাকা।

একধাক্কায় FD তে সুদ বাড়ল। ৯.১০% সুদ শুনে খুশি গ্রাহকরা!

Insecticides (India) Stocks to Buy

এই কোম্পানির শেয়ার কেনার সুপারিশ করেছেন মোট তিনজন বিশেষজ্ঞ। এই শেয়ারটির (Share to Buy) দল ১৪.২ শতাংশ পর্যন্ত উর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন প্রত্যেকে। বর্তমানে এই সমস্যার বাজার গত মূলধনের পরিমাণ রয়েছে ১৭২৫ কোটি টাকা। গত এক বছরে এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে গিয়েছে ২৭.৭১ শতাংশ।
Written by Tithi Adak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *