Air Conditioner সারাদিন চললেও Electric Bill এর খরচ 25% কমে যাবে, শুধু এইভাবে চালানো শিখে নিন
বৈশাখ মাস পড়তে না পড়তেই গরম বাড়তে শুরু করে দিয়েছে। আর এই গরমে নাজেহাল মানুষ। এই কারণে Air Conditioner বা AC হল গরম থেকে বাঁচার জন্য মানুষের শেষ অস্ত্র। তবে গরম থেকে বাঁচার জন্য তো AC কিনছেন ঠিক আছে কিন্তু বিদ্যুৎ এর বিল (Electric Bill) থেকে বাঁচবেন কি করে? আমরা সবাই জানি Air Conditioner বিদ্যুতের বিল (Electricity Bill) অনেকটা বাড়িয়ে দেয়।
How To Use Air Conditioner For Save Electricity Bill.
তবে সব ধরনের Air Conditioner ব্যবহার করলেই যে বিদ্যুৎ এর বিল বেশি আসে তা নয়। AC এর এমন একটি মোড আছে যা অন করলে আপনাদের বিদ্যুৎ এর বিল কম আসবে। অনেকেই এই মোড সম্পর্কে জানেনা। আজকে আপনাদেরকে এই মোড নিয়েই কথা বলবো। AC কেনার পর সবারই একটাই চিন্তা থাকে তা হল বিদ্যুৎ এর বিল। তবে কিছু নিয়ম মেনে চললেই বিদ্যুৎ এর বিল কম আসবে।
আপনার বাড়িতে যদি Air Conditioner থাকে তাহলে আপনি নিশ্চই লক্ষ্য করেছেন এসির অনেক গুলো মোড রয়েছে। এসিতে অটো মোড রয়েছে যা সব মোডের মিশ্রণ। কেউ যদি এসি অটো মোডে পরিবর্তন করে চালান তাহলে ড্রাই মোড, কুল মোড এবং ফ্য়ান মোড সক্রিয় হয়ে যায়। অটো মোড ঘরের তাপমাত্রা অনুযায়ী ফ্যানের গতি ও তাপমাত্রা সেট করে।
How Air Conditioner Modes Work?
অটো মোডে কম্প্রেসার ও ফ্যান কখন চালু হবে কখন বন্ধ হবে তা কতক্ষণ চলবে তা নিজে নিজেই হয়ে থাকে। অটো মোড (AC Auto Mode) ঘরে আরামদায়ক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। অটো মোড Air Conditioner এর সেন্সার গুলো ক্রমাগত ঘরের তাপমাত্রা নিরীক্ষণ করে। সেই অনুযায়ী সেটিংসে সামঞ্জস্য আনে। যখন ঘরের তাপমাত্রা (Temparature) বেশি থাকে তখন ইউনিট চালু হয় এবং বাতাসকে ঠান্ডা রাখে।
ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেছে Air Conditioner নিজেই বন্ধ হয়ে যায়। একই ভাবে যদি ঘরের আদ্রতা বেশি থাকে তাহলে আদ্রতা কমাতে এসি ডিহিউমিডিফিকেশন মোড (AC Humidification Mode) সক্রিয় করে। যখন ঘরের আদ্রতার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন ইউনিট ডিহিউমিডিফিকেশন মোড বন্ধ করে দেয় এসি। এসির অটো মোডের জন্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো তাপমাত্রা সেট করতে পারবেন।
তাপমাত্রা সেট করার পর আপনি যদি অটো মোডে Air Conditioner চালান তবে এটি সেই তাপমাত্রায় চলবে। অটো মোডে AC চালালে আপনি কেবল আরামদায়ক ও স্থিতিশীল পরিবেশ পাবেন তা নয় বিদ্যুৎ এর বিলও কম আসবে। এসি একটানা কাজ করবে না তাপমাত্রা বেশি হলেই কাজ করবে না। এটি বিদ্যুৎ এর খরচ কমাতে সাহায্য করে।
টানা 1 বছর রিচার্জ করতে হবে না! গ্রাহকদের দীর্ঘদিনের দাবি মিটে গেল
Which Air Conditioner Give More Mods For Save Bill
অটো মোড সাধারণত উইন্ডো এবং স্প্লিট এয়ার কন্ডিশনার, উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। অনেক আধুনিক এসিতেও প্রায়ই ডিফল্ট সেটিংসে অটো মোড থাকে। লক্ষ্য করবেন, অটো মোডের অপারেশন এয়ার কন্ডিশনার তৈরি এবং মডেলের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। আর এই সহজ পন্থা অবলম্বন করার মাধ্যমে আপনারা নিজেদের ইলেকট্রিক বিলের খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.