ট্রেন্ডিং

Bank Holidays 2023 – ফেব্রুয়ারী মাসের 10 দিন বন্ধ থাকছে ব্যাংক, কোন কোন দিন?

Bank Holidays 2023 – সপ্তাহের 6 দিনই ব্যাংক খোলা। কিন্তু নির্দিষ্ট সময়ে না আসলে প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয় না। আবারও অন্যদিন যেতে হয় কাজ সারতে। তাছাড়া প্রত্যেক মাসে নির্দিষ্ট দিন কোনো বিশেষ কারণ থাকার জন্য বন্ধ থাকে ব্যাংক। সেই ব্যাংকের ছুটি বা Bank Holidays না জেনে গেলে গ্রাহকদেরই সমস্যায় পড়তে হবে। তাই আগেভাগে জেনে নেওয়া যাক আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কোন কোন দিন ব্যাংক ছুটি বা Bank Holidays থাকছে।

Bank Holidays in February, 2023.

বর্তমান যুগ প্রযুক্তির যুগ। বর্তমানের এই তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের সাহায্যে সকল কাজই বাড়িতে বসে করা সম্ভব। কিন্তু মোটা অঙ্কের নগদ টাকা উইথড্রল করতে হলে ব্যাংকে যেতেই হয় কারন অ্যাকাউন্ট হোল্ডারের সই এবং উপস্থিতি ছাড়া সেই জায়গা থেকে টাকা তোলা প্রায় অসম্ভব। এছাড়া আরো অনেক কাজ রয়েছে যার জন্য সরাসরি ব্যাংকেই যেতেই হয়। তাহলে চলুন ফেব্রুয়ারি মাসে ব্যাংক ছুটির দিনগুলি জেনে নেওয়া যাক।

বিদ্যুৎ বিলের খরচ অর্ধেক কমে গেল, শুধু করতে হবে এই সহজ কাজ।

আগামী মাসে অর্থাৎ ২০২৩-এর ফেব্রুয়ারী মাসে ব্যাংকের ছুটির দিন বা Bank Holidays এর সংখ্যা ১০ টি।
১) ৫ ফেব্রুয়ারি, ২০২৩ – রবিবার।
২) ১১ ফেব্রুয়ারি, ২০২৩ – দ্বিতীয় শনিবার (ভারতের সকল ব্যাংক বন্ধ থাকবে)।
৩) ১২ ফেব্রুয়ারি, ২০২৩ – রবিবার (সকল ব্যাংক বন্ধ থাকবে)।

৪) ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ – লুই-এনগাই-নি (হায়দ্রাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
৫) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ – মহাশিবরাত্রি (আহমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবনন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে)।
৬) ১৯ ফেব্রুয়ারি, ২০২৩- রবিবার।

টানা দুইদিন দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, চলবে না ATM

৭) ২০ ফেব্রুয়ারি, ২০২৩- রাজ্য দিবস (আইজলে ব্যাংক বন্ধ থাকবে)।
৮) ২১ ফেব্রুয়ারি, ২০২৩- লোসার (গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে)।
৯) ২৫ ফেব্রুয়ারি, ২০২৩- তৃতীয় শনিবার (সকল ব্যাংক বন্ধ থাকবে)।
১০) ২৬ ফেব্রুয়ারি,২০২৩- রবিবার।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *