Life Certificate – সরকারি কর্মী ও পেনশনার্সদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। সমস্ত নিয়ম কানুন জেনে নিন
কেন্দ্র সরকারের তরফে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) নিয়ে ফের বড় সিদ্ধান্ত জানানো হল। যে সমস্ত সরকারি কর্মচারীরা (Govt Employees) অবসর গ্রহণ করেছেন তাঁরা প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ পেনশন পেয়ে থাকেন। তবে বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর মাস নাগাদ যে সমস্ত পেনশনভোগীরা পেনশন (Pension) পেয়ে থাকেন তাদের লাইফ সার্টিফিকেট (Jeevan Pramaan) জমা দিতে হয়।
Digital Life Certificate Jeevan Pramaan Submission Process
নভেম্বর মাস শুরু হয়ে গিয়েছে তাই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।আপনি যদি সঠিক সময়ে আপনার লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা না দেন তাহলে পেনশন বন্ধ হয়ে যাবে। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কারণ হলো একজন অবসর প্রাপ্ত পেনশনভোগী, তিনি জীবিত রয়েছেন কিনা তার প্রমাণ পত্র। তাই বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই এটি জমা করতে হয়।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট জীবন প্রমাণ
এতদিন পর্যন্ত নিজের হাতেই ব্যাঙ্কে বা পোস্ট অফিস যেখান থেকে পেনশন নিয়ে থাকেন সেখানেই গিয়ে লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়ার নিয়ম ছিল। কিন্তু দেখা যায় অনেক বৃদ্ধ বা বৃদ্ধা যে সমস্ত পেনশন প্রাপকের বয়স ৮০ বছর বা তার বেশি তাদের পক্ষে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে এসে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া কোন মতেই সম্ভবপর নয়।
অনেক সময় সরকারি আধিকারিক বাড়িতে এসেই লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজটি করে নেন। তবে, তাদের ক্ষেত্রে এইবার ডিজিটাল পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম চালু করেছে কেন্দ্র। কারণ যেহেতু এখন বেশিরভাগ সরকারি কাজকর্ম ডিজিটাল মাধ্যমে হয়ে থাকে তাই Life Certificate জমা দেওয়ার প্রক্রিয়াও ডিজিটাল মাধ্যমে হলে গ্রাহক এবং প্রাপক দুজনেরই সুবিধা হয়।
ইতিমধ্যে দুই দফায় প্রচার চালিয়ে মানুষকে জানানো হয়েছে কিভাবে এই ডিজিটাল সার্টিফিকেট জমা দিতে হবে এবং সবাই যাতে এই পদ্ধতি অনুসরণ করে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পহেলা নভেম্বর থেকে তৃতীয় দফার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে কেন্দ্রের তরফে। বিশেষ করে ৮০ বছর বা তার বেশি বয়সী পেনশন প্রাপকদের ডিজিটাল মাধ্যমে Life Certificate জমা দেওয়ার প্রচলন বাড়ানো কেন্দ্রের মূল লক্ষ্য।
এভাবে ৫০ লক্ষ পেনশন প্রাপকদের ডিজিটাল মাধ্যমে Life Certificate দেওয়ার প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য চেষ্টা করছে কেন্দ্র সরকার। তাই, কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে পেনশন বণ্টনকারী ১৯ টি ব্যাঙ্ক, ৭৮৫ টি জেলা ডাকঘর, ৫৭ টি পেনশনার কল্যাণ সংগঠন এবং কেন্দ্রের প্রাক্তন সেনা কল্যাণ বিভাগকে। তাঁরা বিভিন্ন ভাবে এই বিষয়ে প্রচার চালাচ্ছেন।
এছাড়াও বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই প্রচারে যোগ দিয়েছে। তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, তৃতীয় দফায় ১৫০ টি শহরে ৮০০ অঞ্চলে প্রচার চালানো হচ্ছে। এই প্রচারের মাধ্যমে প্রায় দু’লক্ষেরও বেশি পেনশন প্রাপক ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন। তাহলে এই পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক তাড়াতাড়ি।
কিভাবে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেবেন?
- ডিজিটাল মাধ্যমে দুইভাবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে।
- প্রথমত, আধারের মাধ্যমে মুখের ছবি প্রমাণ সমেত দিয়ে।
- দ্বিতীয়ত, আঙুলের ছাপ ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে।
- তবে কেন্দ্রীয় সরকার মুখের ছবি তুলে প্রমাণ দেওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে।
- কারণ অনেক সময় আঙ্গুলের বায়োমেট্রিক উঠতে চায়না কিংবা মেলে না।
সপ্তাহে দুইদিন বন্ধ ব্যাঙ্ক? বদলাতে চলেছে ব্যাঙ্ক খোলার সময়?
দূরদর্শন, আকাশ বাণী ও বিভিন্ন মাধ্যমেও এই ব্যাপারে তথ্য সম্প্রসারিত হচ্ছে। এই ডিজিটাল মাধ্যমে লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার ফলে ৮০ বছরের ঊর্ধ্ব পেনশনভোগীদের (Pensioneers) অনেকটাই সুবিধা হবে। তাই আপনিও এই সুবিধা অবলম্বন করুন। এই ব্যাপারে আরো অন্যান্য তথ্য জানতে নিজেদের ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
Written by Shampa debnath