অর্থনীতি

Post Office Scheme – পোস্ট অফিসের এই স্কিম গুলিতে সুদের হার বৃদ্ধির ঘোষণা, পুরো হিসাব দেখুন।

ব্যাংকে মানুষ কষ্ট করে উপার্জন করা টাকা জমায় এই মুহূর্তে দেশের পোস্ট অফিসের (Post Office Scheme) কিছু স্কিমে এই অর্থ সঞ্চয় করা যেতে পারে। বেশিরভাগ মানুষ দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে টাকা সঞ্চয় করেন। তবে এই মুহূর্তে পোস্ট অফিসের (Post Office) বেশ কিছু স্কিম রয়েছে (Post Office Scheme) যেখানে দেশের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ধরনের উপার্জনকারী ব্যক্তি টাকা সঞ্চয় করতে পারেন।

Post Office Scheme Interest Rate Will Increase.

তার কারণ, বর্তমানে পোস্ট অফিসের তরফে বিভিন্ন স্কিমে (Post Office Scheme Interest Rate) সুদের হার বাড়ানো হয়েছে। আর জমানো টাকায় একটু বেশি পরিমাণে সুদ পেতে হলে পোস্ট অফিসের এই স্কিমগুলোতে বিনিয়োগ করে দেখতে পারেন। এমনিতে SBI এবং Indian Post Office, এছাড়াও সকল সরকারি প্রতিষ্ঠানে (Government Enterprise) টাকা সঞ্চয় করা যথেষ্টই নিরাপদ। আর সেই কারণেই দেশের অধিকাংশ মানুষ এই দুটি ক্ষেত্রে কষ্টের টাকা সঞ্চয় করেন।

তবে এবার পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে (Post Office Scheme) সঞ্চয় করে দেখতে পারেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Government Of India) তরফে পোস্ট অফিসের বেশ কিছু স্কিমে সুদের হার পরিবর্তন করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে সুদ। এবার কোন স্কিমে, কত পরিমানে সুদ বাড়ানো হয়েছে, তার ভিত্তিতে কত টাকা বেশি পাওয়া যেতে পারে, একবার হিসাবটা দেখে নেওয়া যাক।

Post Office Scheme এর মাধ্যমে সুদের কি পরিবর্তন করা হল?

  • পোস্ট অফিসের ১ বছরের ফিক্সড ডিপোজিট (FD) আগে ছিল ৫.৫% এখন হয়েছে ৬.৬ শতাংশ।
  • ২ বছরের FDতে আগে ছিল ৫.৭% এখন হয়েছে ৬.৮ শতাংশ।
  • ৩ বছরের টাইম ডিপোজিট আগে ছিল ৫.৮% এখন হয়েছে ৬.৯ শতাংশ।
  • ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে (POFD) আগে ছিল ৬.৭ শতাংশ, এখন হয়েছে ৭ শতাংশ।

Post Office Scheme এবার টাকার অংকের হিসেবে কতটা বাড়ছে

Savings Account (সেভিংস একাউণ্ট)

১ বছরের FD তে ১ লক্ষ টাকার বিনিয়োগে আগে পাওয়া যেত ১ লক্ষ ৫ হাজার ৬১৪ টাকা। এখন পাওয়া যাচ্ছে ১ লক্ষ ৬ হাজার ৭৬৫ টাকা।
২ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে ১ লক্ষ টাকায় আগে পাওয়া যেত ১ লক্ষ ১১ হাজার ৯৮৫ এখন পাওয়া যায় ১ লক্ষ ১৪ হাজার ৪৩৭ টাকা।

Money Transfer – বকেয়া হাজার হাজার টাকা ঢুকছে কোটি কোটি গ্রাহকদের অ্যাকাউন্টে, আপনি পেয়েছেন কি?

৩ বছরের পোস্ট অফিস FD (Fixed Deposit) তে আগে পাওয়া যেত 1 লক্ষ 18 হাজার 857 এখন পাওয়া যায় ১ লক্ষ ২২ হাজার ৭৮১টাকা।
৫ বছরের টাইম ডিপোজিটে (Term Deposit) ১ লক্ষ টাকায় আগে পাওয়া যেত ১ লক্ষ ৩৯ হাজার ৪০৭ এখন পাওয়া যায় ১ লক্ষ ৪১ হাজার ৪৭৮ টাকা।

লক্ষ্মীর ভান্ডার অতীত, মহিলাদের 6000 টাকা করে দিচ্ছে মোদী সরকার, কিভাবে পাবেন জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *