প্রকল্প

Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও টাকা বাড়বে! আবার কত বাড়তে চলেছে?

পশ্চিমবঙ্গের সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বা Lakshmir Bhandar অন্যতম। এছাড়াও রাজ্যের মানুষদের আর্থিকভাবে সাহায্য করার জন্যে নানা রকমের প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত 100 টির কাছাকাছি প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (West Bengal CM Mamata Banerjee) এই সব প্রকল্প গুলোর মধ্যে কৃষক (Farmers), পড়ুয়া, বেকার যুবক যুবতি, মহিলা, বৃদ্ধ সবার জন্যই বিভিন্ন প্রকল্প আছে।

Lakshmir Bhandar Scheme Allowance Hike Update.

সেই সব প্রকল্প গুলো হল কন্যাশ্রী (Kanyashree Prakalpa), রূপশ্রী (Rupashree Prakalpa), সবুজ সাথী (Sabooj Sathi), যুবশ্রী (Yuvasree Scheme), কৃষক বন্ধু (Krishak Bandhu) আরো অনেক আছে। এই প্রকল্প গুলোর মধ্যে Lakshmir Bhandar Scheme খুব জনপ্রিয় হয়েছে। এই প্রকল্পর মাধ্যমে মহিলাদের আর্থিক ভাবে সাহায্য করা হয়। এর মাধ্যমে মহিলাদের প্রতিমাসে নির্দিষ্ট টাকা পেয়ে থাকে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সুখবর

এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় একটি খবর সামনে এসেছে শোনা যাচ্ছে Lakshmir Bhandar প্রকল্পের টাকা নাকি আবার বাড়ানো হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতিমাসে পান বা যারা ভাবছেন আগামীদিনে দুয়ারে সরকার ক্যাম্পের (Duare Sarkar Camp) মাধ্যমে আবেদন করবেন তাদের এই সম্পর্কে পুরো তথ্য জেনে নেওয়াটা খুবই জরুরি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2019 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের 500 ও 1000 টাকা করে দেওয়া হত। সাধারন শ্রেনীর মহিলাদের 500 ও তপশিলি জাতি ও উপ জাতির মহিলাদের 1000 টাকা করে দেওয়া হত। চলতি বছর অর্থাৎ 2024 সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট পেশ করার দিন ভাতার (Lakshmir Bhandar Allowance) পরিমাণ বাড়ানো হয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি

সাধারন শ্রেনীর মহিলাদের দেওয়া হচ্ছে 1000 টাকা আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1200 টাকা করে দেওয়া হচ্ছে। গত এপ্রিল মাস থেকে এই বর্ধিত ভাতা চালু হয়েছে। এপ্রিল মাস থেকেই এই Lakshmir Bhandar প্রকল্পের আওতায় থাকা সব মহিলাদের একাউন্টে বর্ধিত ভাতা ঢুকে গিয়েছে। তবে নতুন করে আবার ও সুখবর শোনা যাচ্ছে যে Lakshmir Bhandar এর টাকা বাড়ানো হবে। কবে বাড়ানো হবে? বিস্তারিত জেনে নিন।

বর্তমানে রাজ্য ও দেশ জুড়ে চলছে লোকসভা ভোট। এই লোকসভা ভোটে আমাদের রাজ্যে রাজনৈতিক দল গুলোর ভাষণে মূল বক্তব্যই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কিছুদিন আগেই কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) পশ্চিমবঙ্গে এসে সভা মঞ্চ থেকে প্রতিশ্রুতি দেয় Lakshmir Bhandar প্রকল্পের টাকা বাড়ানো হবে। অমিত শাহ তার ভাষণে বলেছে মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছে বিজেপি ক্ষমতায় আসলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে।

ATM Cash Withdrawal (এটিএম থেকে টাকা তোলা)

How Much Money Increase in Lakshmir Bhandar?

তবে তিনি জানিয়ে দিলেন বিজেপি ক্ষমতায় এলে Lakshmir Bhandar বন্ধ হবে না বরং 100 টাকা করে আরো বাড়িয়ে দেওয়া হবে। তবে শুভেন্দু অধিকারি (Suvendu Adhikary) জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার এবং এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে। এর ফলে আরো বেশি করে উপকৃত হবেন রাজ্যের মহিলারা।

পোস্ট অফিসে বিনিয়োগের নিয়ম বদল, নতুন পুরনো সব গ্রাহকরা জানুন

বর্তমানে অনেক মহিলাই এই টাকার উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন ফলে এই টাকার পরিমান বাড়লে সুবিধা হবে এই সব মহিলাদের। কিন্তু Lakshmir Bhandar প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে তবে রাজ্য সরকারের তরফে কোন ধরণের মন্তব্য করা হয়নি। এই টাকা বৃদ্ধির খবর সম্পূর্ণ প্রতিশ্রুতি। এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে BJP ক্ষমতায় আসলে কি হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *