Instant Personal Loan: টাকার দরকার হলেই পাবেন! ব্যাক্তিগত ঋণ দিচ্ছে এই ব্যাঙ্ক
টাকার দরকার হলে আর এখন কারোর কাছে হাত পাততে হবে না (Instant Personal Loan). মানুষের কখন কোন সময় বিপদ আসবে তা কেউ বলতে পারে না। প্রত্যেকটি মানুষ যতই উপার্জন করুক না কেনো কখন সময় এমন আসে যে সেই অর্থ কম পরে যায়, আর এই জন্য সকলকে তখন পার্সোনাল ঋণ (Personal Loan) নিতে হয়। কিন্তু ঋণ (Loan) নেব বললেই তো আর নেওয়া যায় না।
Get Instant Personal Loan Online
কিন্তু অনেক সময় হঠাৎ কোনো বড় বিপদ এলে সেই টাকাও কম পরে যায়। তখন অন্য কোথাও থেকে এক সাথে অনেক টাকা ধার পাওয়া খুব মুশকিল। আজ আপনাদের সাথে এই সমস্যার সমাধানের ব্যাপারে আলোচনা করব।
আমাদের সবার কাছেই আধার কার্ড আছে। এই আধার কার্ডের মাধ্যমে খুব সহজেই বাড়িতে বসে আপনারা লোন নিতে পারবেন। 5 মিনিটেই ঝট করে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন (Get Instant Personal Loan on Aadhaar Card) পেয়ে যাবেন।
অনলাইনে ব্যাক্তিগত ঋণের জন্য আবেদন করুন
দেশের ব্যাঙ্ক গুলো তাদের গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে Instant Personal Loan পরিষেবা নিয়ে এসেছে। বিশেষত এই সব ব্যাঙ্কে গ্রাহকদের বারবার অভিযোগ এসেছে যে তারা নাকি ব্যাঙ্কে লোন নিতে গিয়ে নানা রকম সমস্যায় পড়েছেন ফলে তারা আর লোনই পাননি। আবার যারা লোন পেয়েছেন তারা সময় পার হয়ে যাবার পর পেয়েছেন। তাই এই ঝামেলা দূর করতে ইন্সট্যান্ট পার্সোনাল লোন নিয়ে এসেছে এই সব ব্যাঙ্ক গুলো।
তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণ
আপনিও যদি এই Instant Personal Loan নিতে চান তাহলে খুব সহজেই আবেদন করতে পারবেন। হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আবেদন করতে পারবেন 5 মিনিটেই। একজন ব্যাক্তি তার আয়ের 10 থেকে 20 গুন পর্যন্ত টাকা পেতে পারেন এই লোনে অর্থাৎ কারো আয় যদি মাসে 30 হাজার হয় তাহলে তিনি 6 লক্ষ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট পার্সোনাল লোন পাবেন ব্যাঙ্ক থেকে।
Instant Personal Loan Provide Banks in India
- State Bank of India
- HDFC Bank
- Punjab National Bank
- ICICI Bank
- Axis Bank
- Indian Bank
- Bandhan Bank
কারা কারা আবেদন করতে পারবেন?
1) ব্যাঙ্ক থেকে Instant Personal Loan পেতে হলে 21 বছরের বেশি বয়সী হতে হবে।
2) যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই তারা লোন নিতে পারবেন না।
3) আগের নেওয়া কোনো লোন শোধ না করে থাকলে এই সুবিধা পাবেন না।
4) আবেদনকারীর সিবিল স্কোর 750 হতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক এর প্রমানপত্র, আরো নানা রকমের নথিপত্র লাগতে পারে।
Instant Personal Loan Rate of Interest
ইন্সট্যান্ট পার্সোনাল লোন এর সুদের হার একজন ব্যক্তির সিবিল স্কোরের উপরে নির্ভর করে। সিবিল স্কোর যদি বেশি হয় তাহলে সহজে লোন পাওয়া যায় এবং এক্ষেত্রে সুদের হারও কম হবে। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ি, বর্তমানে বেশিরভাগ ব্যাঙ্ক ইন্সট্যান্ট পার্সোনাল লোন দিয়ে থাকে 10.30 থেকে 16 শতাংশ বার্ষিক সুদে। ব্যাঙ্কের নিয়মের ওপরে এই সুদ নির্ভর করে।
অনলাইনে ঋণ নেওয়ার জন্য আবেদন করুন
1) যে কোন ব্যাঙ্কের ওয়েবসাইটে যান।
2) নির্দিষ্ট জায়গায় মোবাইল নাম্বার বসান।
3) আপনার মোবাইল নাম্বারের OTP আসবে সেটি বসিয়ে লগ ইনে ক্লিক করুন।
4) লগ ইন হওয়ার পর হোম পেজ খুলবে সেখানে Instant Personal Loan Option এ ক্লিক করুন।
5) আবেদন ফর্ম আসবে সেখানে নিজের সব গুরুত্বপুর্ণ তথ্য দিয়ে আবেদন করুন।
5 হাজার জমিয়ে 5 লাখ রিটার্ন চাই? এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
6) এবারে সাবমিটে ক্লিক করুন।
7) পরে একটি পেজ খুলবে সেখানে আধার নাম্বার ও প্যান কার্ডের তথ্য যাচাইকরণ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
8) আপনি যদি যোগ্য হন তাহলে নিজের মোবাইল নম্বরে লোন পাওয়ার জন্যে একটি কনফারমেশন SMS পাবেন।
9) তারপর কিছুক্ষণ পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি এই লোন ঢুকতে দেরি হয় তাহলে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন।
Written by Ananya Chakraborty.