প্রকল্প

আবেদন করুন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় এবং পেয়ে যান ৮০০০ টাকা পর্যন্ত

কৃষি থেকে শুরু করে নারীদের উন্নয়ন কিংবা সমগ্র ভারতবাসীকে চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে নানাবিধ প্রকল্প কার্যকরী করা হয়েছে। কেন্দ্র সরকারের তরফে কার্যকরী প্রকল্পগুলির মধ্যে আরও একটি উল্লেখযোগ্য দিক হলো ভারতের যুব সমাজকে স্বনির্ভর করে তোলার চেষ্টা। যদিও ভারতীয় যুবক-যুবতীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে নানা প্রকার স্কিমের অন্ত নেই। এবারে আবারও ভারতের যুব সমাজের জন্য এক নতুন প্রকল্প কার্যকরী করলো কেন্দ্রীয় সরকার।

যুবসমাজের উন্নয়নের খাতিরের কার্যকরী সমস্ত প্রকল্পগুলির লিস্টে নতুন যে প্রকল্পটির নাম যুক্ত হলো সেটি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা(PMKVY) নামে পরিচিত। বিগত বছরগুলিতে চলতে থাকা লকডাউন এবং করোনা ভাইরাসের প্রকোপের কারণে ভারতীয় অর্থনীতি রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তার প্রভাব থেকে বাদ পড়েনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রও। যার কারণে বর্তমান বাজারে চাকরি নিয়ে রীতিমতো ধুন্ধুমার কান্ড তা সে সরকারি ক্ষেত্রে হোক কিংবা বেসরকারি ক্ষেত্রে।

অন্যদিকে যেসমস্ত যুব কিংবা যুবতীরা বিভিন্ন কারণে তাদের শিক্ষা সম্পন্ন করতে পারেননি, মাঝপথে তাদের পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে তাদের অবস্থার রীতিমতো শোচনীয়। আর তাই এই সমস্ত যুবক-যুবতীদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী করা হয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। যদিও এখনও পর্যন্ত অনেক যুবক-যুবতীই কেন্দ্র সরকারের এই যোজনা সম্পর্কে জানেন না। আর তাই আজ আমরা এই পোস্টে সকলের সুবিধার খাতিরে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় যুবক যুবতীরা কি কি সুবিধা পাবেন, কিভাবে যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।

চলুন তবে সবার প্রথমেই জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে যুবক-যুবতীরা কি কি সুবিধা পেতে চলেছেন?
১. কেন্দ্র সরকার তরফে কার্যকরী এই যোজনার অধীনে অল্প শিক্ষিত কিংবা যেসমস্ত যুবক-যুবতীরা নানাবিধ কারণে স্কুলের শিক্ষা সম্পন্ন করতে পারেননি তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়ে থাকে।

২. এই যোজনার অধীনে মূলত তিন মাস, ছয় মাস কিংবা এক বছরের জন্য রেজিস্ট্রেশন করার পদ্ধতি রয়েছে। রেজিস্ট্রেশন অনুসারে যুবক-যুবতীদের বিভিন্ন বিষয় কোর্স করানো হয়ে থাকে এবং কোর্সের শেষে একটি শংসাপত্র প্রদান করা হয়ে থাকে যেটি সমগ্র ভারতের সমস্ত ক্ষেত্রে স্বীকৃত।

৩. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে প্রশিক্ষণ শেষ হওয়ার পর কর্মসংস্থানের জন্য যুবক যুবতীদের ঋণ দেওয়ারও ব্যবস্থা রয়েছে।

৪. এছাড়াও এই যোজনার অধীনে ছাত্রছাত্রীদের ৮ হাজার টাকা পর্যন্ত পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে। তবে শুধুমাত্র পুরস্কার প্রদান নয়, এই স্কিমের অধীনে কোর্সটি সম্পন্ন করার পর যুবক যুবতীদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করা হয়ে থাকে।

৫. আর এই স্কিমের সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হলো এই স্কিমে আবেদনের ক্ষেত্রে এবং যেকোনো কোর্সের অধীনে ট্রেনিং গ্রহণের ক্ষেত্রে যুবক-যুবতীদের একটি টাকাও খরচ করতে হয় না। এই যোজনার সমস্ত খরচ কেন্দ্রীয় সরকারের তরফে বহন করা হয়ে থাকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের মধ্যে ৪০ কোটি যুবক-যুবতীকে এই যোজনায় অধীনে আনার এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন, আদালতের নয়া নির্দেশ

কিভাবে আপনারা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন?
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা পি এম কে ভি ওয়াই এর অধীনে নিজের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া আপনারা এখন বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে করতে পারবেন।
১. তবে এর জন্য প্রথমেই আপনাকে skill India এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.skillindia.gov.in/ -এ যেতে হবে।

২. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তার একেবারে নিজের দিকে চলে যান এবং Register Now নামক অপশনটিতে ক্লিক করুন।

৩. এরপর আপনার সঙ্গে যে পেজটি আসবে তাতে Basic Details এর আওতায় আপনার নাম, পিতার নাম, মোবাইল নম্বর এবং বয়স সহ অন্যান্য যে তথ্যগুলি উল্লেখ করতে বলা হয়েছে সেগুলি সঠিকভাবে লিখুন।

৪. এরপর Location Details এর অধীনে সঠিকভাবে আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করুন।

৫. এরপরে যে ধাপটি রয়েছে সেটি সবশেষ থাকলেও এটিই সর্বাধিক গুরুত্বপূর্ণ ধাপ। উপরোক্ত দুটি ক্ষেত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর preference এর অধীনে একজন যুবক অথবা যুবতীকে তিনি কি ধরনের কোর্স করতে চাইছেন তা সঠিকভাবে সিলেক্ট করতে হয়।

৬. উপরোক্ত সমস্ত ধাপ গুলিতে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং আপনার পছন্দসই কোর্সটি বেছে নিয়ে Submit অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। এরপর কর্তৃপক্ষের তরফে আপনার সাথে সঠিক সময় যোগাযোগ করে নেওয়া হবে।

এর পাশাপাশি যুবক-যুবতীরা যদি আবেদনপত্র পূরণের ক্ষেত্রে কিংবা পরবর্তীতে যেকোনোরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে তার সমাধান পাওয়ার জন্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) -এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিশেষ হেল্পলাইন নম্বর উল্লেখ করা হয়েছে।

Student Helpline:
8800055555
SMART Helpline:
18001239626
NSDC TP Helpline:
1800-123-9626

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *