প্রকল্প

প্রত্যেক মহিলা পাবে ৬ হাজার টাকা, আবেদন করুন জননী সুরক্ষা যোজনায়

সমগ্র ভারতের বিভিন্ন স্তরের মানুষের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকরী করা হয়েছে। আর এই সকল প্রকল্পের তালিকার অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হলো নারী এবং শিশুদের স্বাস্থ্য রক্ষার স্বার্থে কার্যকরী জননী সুরক্ষা যোজনা। যদিও শিশুদের জন্য পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় সরকার তরফে নানাপ্রকার প্রকল্প কার্যকরী করা হয়েছে, তবে এই যোজনাটি বিশেষভাবে গর্ভবতী মা এবং সদ্যজাত শিশুদের জন্য কার্যকরী করা হয়েছে যাতে তারা পুষ্টিহীনতায় না ভোগে।

বিভিন্ন সমীক্ষায় প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে, সমগ্র দেশের অধিকাংশ মায়েরাই গর্ভাবস্থা চলাকালীন সঠিক পুষ্ঠিযুক্ত খাদ্য খেতে পান না, যার ফলে মা এবং শিশু উভয়েরই স্বাস্থ্য প্রভাবিত হয়। ফলত জন্মের পরই বহু সংখ্যক শিশু বিভিন্ন জটিল রোগের শিকার হয়, এমনকী মায়েরাও সন্তান জন্ম দেওয়ার পর নানান জটিলতার সম্মুখীন হন। আর তাই গর্ভবতী মা এবং সদ্যজাত শিশুর পুষ্টির ক্ষেত্রে যাতে কোনোরূপ অভাব না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই প্রকল্পে গর্ভবতী মায়েদের অনুদান প্রদান করা হয়ে থাকে, যার মাধ্যমে তারা সঠিক গুণগতমান সম্পন্ন খাবার কিনে খেতে পারেন এবং নবজাতক ও তার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারেন।

এই যোজনাদের অধীনে মহিলাদের ৬০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের তরফে গর্ভবতী মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্তরের মহিলারা এই যোজনা সম্পর্কে সঠিকভাবে না জানার জন্য গর্ভাবস্থায় নিজের এবং সন্তানের খেয়াল রাখতে পারেন না। এই যোজনায় আবেদনের ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের যোজনায় আবেদনের পদ্ধতি, কারা কারা আবেদন করতে পারবেন এসমস্ত তথ্য জানা দরকার নতুবা তারা সঠিকভাবে আবেদন করতে পারবেন না।

ওয়েসিস স্কলারশিপের দুটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করলো রাজ্য সরকার

যেসমস্ত মহিলারা যেকোনো সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে অথবা চিকিৎসা করাচ্ছেন তারাই একমাত্র এই যোজনার সুবিধা পাবেন। শুধু চিকিৎসার সুবিধা নয় চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে সদ্যজাত সন্তানের কোনোসমস্যা থাকলে সেক্ষেত্রে চিকিৎসার খরচও সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই যোজনার অধীনে থাকা মহিলারা। তবে এক্ষেত্রে যেসকল মহিলারা ১৯ বছর বা তার বেশি বয়সে মা হয়েছেন তারাই একমাত্র এই যোজনার সুবিধা নিতে পারবেন। এছাড়াও একজন মহিলা কেবলমাত্র তার দুটি সন্তানের জন্য এই যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে – Link

আবেদনের ক্ষেত্রে যেসমস্ত নথিগুলি প্রয়োজন হতে চলেছে, সেগুলি হলো:-
১. গর্ভবতী মহিলার রেশন কার্ড।
২. আধার কার্ড।
৩. ঠিকানার প্রমাণপত্র।
৪. জননী সুরক্ষা কার্ড।
৫. যেকোনো হাসপাতাল কর্তৃক প্রসবের প্রমাণপত্র।
৬. ব্যাংকের পাসবই।
৭. পাসপোর্ট।
৮. বৈধ মোবাইল নম্বর।

এই যোজনার অধীনে গর্ভবতী মহিলাদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে প্রথমেই প্রধানমন্ত্রী জননী সুরক্ষা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট https://nhm.gov.in/index1.php?lang=1&level=3&lid=309&sublinkid=841 -এ যেতে হবে। এরপর ওয়েবসাইট থেকে এই যোজনায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করে সেটি পূরণ করে নিজের নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে জমা দিতে হবে। ফর্ম পূরণের ক্ষেত্রে যেকোনো রকম সমস্যার সম্মুখীন হলে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা মহিলা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *