Swami Vivekananda Scholarship – মাধ্যমিকের পর এই স্কলারশিপে আবেদন জানালে পাবেন বার্ষিক 12000 টাকা, বিস্তারিত জেনে নিন।
আজকে (১৯ মে, ২০২৩) প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষা ২০২৩ রেজাল্ট। Swami Vivekananda Scholarship এ আবেদন করবেন এখনি। পরীক্ষা শেষ হয়েছিল গত ৪ মার্চ। মাত্র ৭৫ দিনের মাথায় প্রকাশিত হল রেজাল্ট। এবার স্ট্রিম পরিবর্তনের পালা। মূলত এই সময়টাই একজন পড়ুয়ার জীবনে কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। স্ট্রিম পরিবর্তনের উপর নির্ভর করেই পছন্দের বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়। কিন্তু সেই পথে একটাই বাঁধা হয়ে দাঁড়ায়, তা হল আর্থিক অস্বছলতা। যেই কারণে অনেক মেধাবী পড়ুয়ার উচ্চশিক্ষার পথ বন্ধ হয়ে যায়।
Swami Vivekananda Scholarship
সেই সকল পড়ুয়াদের আর্থিক দিক থেকে সাহায্য করতে রাজ্য সরকারের তরফে একাধিক স্কলারশিপ চালু করা হয়েছে। আজকে সেই সম্পর্কেই বিস্তারিতভাবে জানানো হচ্ছে। এই স্কলারশিপে আবেদনের মাধ্যমে পড়ুয়ারা মাধ্যমিক পাশে পাবেন হাজার হাজার টাকার আর্থিক অনুদান।
স্কলারশিপের নাম- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship).
আবেদনের যোগ্যতা- রাজ্যের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে। নবম-দশম থেকে পিএইচডি স্তরের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
বৃত্তির অঙ্ক- মাধ্যমিক পাশে আবেদন জানালে পড়ুয়ারা প্রতি মাসে ১,০০০ টাকা করে স্কলারশিপ পাবেন।
Swami Vivekananda Scholarship আবেদনের শর্তাবলী-
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার কম হতে হবে।
৩) রাজ্য সরকার প্রদত্ত অন্য কোনো বৃত্তির জন্য আবেদন জানালে বা অনুদান পেয়ে থাকলে এই বৃত্তির জন্য আবেদন জানানো যাবে না।
শিক্ষাগত যোগ্যতা-
উচ্চ মাধ্যমিক স্তরে স্কলারশিপের আবেদন জানাতে হলে আবেদনকারীদের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই ৬০% নম্বর নিয়ে উত্তীর্ন হতে হবে।
আবেদন পদ্ধতি-
প্রথমে Swami Vivekananda Scholarship এ অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট-
https://svmcm.wbhed.gov.in/
মোবাইল থেকে দেখুন মাধ্যমিক রেজাল্ট 2023, এবারের রেজাল্টে বড় চমক।
এরপর ‘Registration’ অপশনে ক্লিক করলে অনেকগুলি ক্যাটাগরি দেখা যাবে। এরপর আবেদনকারীর কোর্সর ওপর ভিত্তি করে একটি ‘Direcetore’ নির্বাচন করে ‘Apply for Fresh Application’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্র পূরণের ক্ষেত্রে দিতে হবে প্রয়োজনীয় তথ্য (আবেদনকারীর নাম, ঠিকনা, বয়স, বোর্ড, পরীক্ষায় প্রাপ্ত নম্বর ইত্যাদি)। এরপর একটি password দিয়ে ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করতে হবে। Registration প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইলে একটি OTP পাঠানো হবে এবং মোবাইল নম্বর ভেরিফিকেশন করার পর ‘Applicant ID’ ও ‘Password’ প্রদান করা হবে।
সেই আইডি ও পাসওয়ার্ডটি কোথাও নোট করে রাখতে হবে। যাতে পরবর্তী সময়ে login করার সময় সমস্যায় না পড়তে হয়। এরপর আবার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে ‘Applicant login’ অপশনে ক্লিক করতে হবে। Edit profile এ ক্লিক করে ছবি এবং স্বাক্ষর আপলোড করে ‘Save & Continue’ তে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। পূর্বে দেওয়া সকল তথ্য ঠিক আছে কিনা তা আর একবার ভালোভাবে চেক করে অ্যাপ্লিকেশনটি ‘Submit’ করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদন জানানোর পর শিক্ষা প্রতিষ্ঠানে হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) আবেদনকারীর আধার কার্ড/ ভোটের কার্ড/ রেশন কার্ড,
২) ঠিকানার প্রমানপত্র (রেসিডেন্সিয়াল সার্টিফিকেট),
৩) মাধ্যমিকের এডমিট কার্ড ও মার্কশীট,
৪) ইনকাম সার্টিফিকেট,
৫) ব্যাংকের পাসবই (প্রথম পৃষ্ঠা),
৬) ভর্তির রশিদ,
৭) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি।
Swami Vivekananda Scholarship এ আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনপত্র রিজেক্ট হয়ে গেছে নাকি টাকা পাবেন, তা জানার জন্য স্ট্যাটাস চেক করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে ‘Applicant login’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে login করে স্কলারশিপের স্ট্যাটাস দেখা যাবে।
আরও বিস্তারিত জানতে হলে ‘Track Application’ অপশনে ক্লিক করতে হবে।
আর এই স্কলারশিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ইমেইল আইডি এবং হেল্প লাইন নম্বরে কল করতে পারবেন।
মাধ্যমিক রেজাল্টের পর সেরা 3 টি স্কলারশিপ, পড়ুয়ারা পাবেন মোটা টাকা, জেনে নিন আবেদন পদ্ধতি।
হেল্পলাইন নম্বর- 1800-102-8014
ইমেইল আইডি- helpdesk.svmcm-wb@gov.in
আবেদনের শেষ তারিখ- অফিশিয়াল ওয়েবসাইট এবং আমাদের ওয়েবপোর্টাল ফলো করুন।
স্কলারশিপ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।