আবেদন করুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এবং পেয়ে যান বার্ষিক ৬০০০ টাকার অনুদান
দেশের কৃষকদের কথা মাথায় রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ যোজনা। সমগ্র দেশের প্রায় ৮ কোটি কৃষক এই যোজনার অধীনে রয়েছে। আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে আপনার নাম নথিভুক্ত করতে চান তবে এই খবরটি আপনার জন্য।
এই যোজনার অধীনে আপনারা কি সুবিধা পাবেন?
পিএম কিষাণ যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করলে কৃষকরা প্রতিবছরে তিনটি কিস্তির মাধ্যমে ৬০০০ টাকা পর্যন্ত পাবেন। এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা পিএম কিষাণ যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন?
১. এরজন্য প্রথমেই আপনাকে পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজে থাকা farmer’s corner অপশনের অধীনে থাকা New Farmer Registration এ ক্লিক করুন।
৩. এরপর আপনার সামনে রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মটি আসবে তাতে আপনি গ্রাম এলাকায় বসবাস করেন নাকি শহরে তা নির্বাচন করবেন, এরপর আপনার আধার নম্বর, মোবাইল নম্বর সঠিকভাবে লিখে রাজ্য নির্বাচন করবেন এরপর ক্যাপচা কোডটি পূরণ করে Get OTP অপশনে ক্লিক করতে হবে।
৪. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটি আপনাকে নির্দিষ্ট স্থানে লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৫. এরপর আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটিতে পুনরায় ওটিপি পাঠানো হবে। ওই ওটিপিটি সঠিক সানে সঠিকভাবে লিখে verify aadhar OTP অপশনে ক্লিক করতে হবে।
৭. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে পিএম কিষাণের জন্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। যেহেতু আগে থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাই ফর্মে আপনার আধার কার্ড, ফোন নম্বর সহ বিভিন্ন তথ্যগুলি এই ফর্মে আগে থেকেই পূরণ করা থাকবে। যেসমস্ত তথ্যগুলি থাকবে না সেগুলি আপনাকে পূরণ করতে হবে। প্রথমেই ফর্মে আপনাকে আপনার রাজ্য, জেলা, সাব ডিস্ট্রিক্ট, গ্রাম এবং ব্লক নির্বাচন করে নিতে হবে।
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান বছরে ১০,০০০ টাকা
৮. তারপর আপনাকে ক্যাটাগরি অপশনের অধীনে আপনি SC, ST নাকি জেনারেল তা নির্বাচন করতে হবে। যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত তারাও জেনারেল অপশনটি নির্বাচন করবেন। এরপর আপনাকে farmer’s type অপশনের অধীনে আপনি ছোটো কৃষক নাকি বড়ো কৃষক তা নির্বাচন করে নিতে হবে। আপনার যদি এক বা দুই হেক্টর জমি থাকে তবে 1-2 অপশনটি বেছে নেবেন আর তার চেয়ে কম পরিমাণ জমি থাকলে others অপশনটি বেছে নেবেন।
৯. এরপর land registration ID এবং রেশন কার্ড নম্বরটি সঠিকভাবে লিখতে হবে। তারপর আপনি কিষাণ মানধন যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে চান কিনা তা নির্বাচন করতে হবে।
১০. উপরোক্ত অপশনগুলো সঠিকভাবে নির্বাচন করে আপনার জমি রেকর্ড অনুসারে আপনার জমির মালিক আপনি একা নাকি জমির দুজন মালিক রয়েছে তা নির্বাচন করতে হবে। জমির মালিক একা হলে single অপশনে ক্লিক করবেন এবং জমির মালিক দুজন হলে joint অপশনে ক্লিক করবেন এবং পাশে থাকা add অপশনে ক্লিক করবেন।
১১. Add অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন ফর্ম আসবে তাতে আপনার জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর, কতো হেক্টর জমি, ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস আপনাকে লিখতে হবে। ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসের ক্ষেত্রে যদি আপনার জমির রেজিস্ট্রেশন ১/২/২০১৯ তারিখের পূর্বে হয় তাহলে before ১/২/২০১৯ এবং যদি উক্ত তারিখের পরে হয় তাহলে after ১/২/২০১৯ অপশনটি নির্বাচন করবেন।
১২. এই একই পেজে আপনাকে ল্যান্ড ট্রান্সফার ডিটেল এর অধীনে সঠিক অপশনটি নির্বাচন করতে হবে। মহিলা কৃষকদের ক্ষেত্রে যদি স্বামী মারা যায় এবং তারপর তিনি স্বামীর জমির মালিক হন তবে Death of Husband অপশনটি বেছে নেবেন, আবার আপনি যদি ওয়ারিশ সুত্রে আপনার পিতার জমি পেয়ে থাকেন তবে Death of Father অপশনটি নির্বাচন করবেন। আপনি যদি জমি অধিগ্রহণ করে থাকেন তবে virasat অপশনটি নির্বাচন করুন, আপনি যদি জমিতে কারোর থেকে কিনে থাকেন তবে Purchase of land অপশনটি বেছে নিন এবং জমিটি যদি কেউ আপনাকে দান করে থাকেন তবে gift অপশনটি বেছে নেবেন। এরপর land date vesting অপশনের অধীনে কতো তারিখে আপনার জমিতে রেকর্ড হয়েছে তা লিখতে হবে।
১৩. যদি আপনার কাছে পাট্টা জমি থেকে থাকে তবে পরবর্তীতে patta অপশনে yes এ ক্লিক করবেন এবং যদি না থাকে তবে no তে ক্লিক করবেন। আর আপনি যদি বনভূমির জমি অধিগ্রহণ করে চাষাবাদ করে থাকেন তবে RFA অপশনের অধীনে YES অপশনে ক্লিক করবেন আর যদি না করে থাকেন তবে NO অপশনে ক্লিক করবেন। এরপর Add অপশন এ ক্লিক করলে আপনার এই সমস্ত তথ্য গুলি ফর্ম এর সাথে যুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে আপনার যদি অন্য কোন মৌজাতে আরও অন্যান্য জমি থেকে থাকে তবে আপনি একইভাবে add অপশনে ক্লিক করে সে সমস্ত জমির তথ্যগুলি ফর্মের সাথে যুক্ত করতে পারবেন।
১৪. এরপর প্রয়োজনীয় নথি গুলি আপলোড করে save অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলেই আপনার আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আপনার কাছে একটি রেজিস্ট্রেশন নম্বর আসবে। এই রেজিস্ট্রেশন নম্বর এর মাধ্যমেই পরবর্তীতে আপনারা আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা তা চেক করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. জমির রেকর্ডের প্রমাণপত্র
২. আবেদনকারীর আধার কার্ড
আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন?
১. এর জন্য আপনাকে পি এম কিষাণ এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজে থাকা Status of Self Registered Farmer/ CSC Farmers অপশনে ক্লিক করুন।
৩. সবশেষে আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করে search অপশনে ক্লিক করতে হবে।