কন্যা সন্তান থাকলে পাওয়া যাবে ১৫ লক্ষ টাকা, আবেদন করুন সুকন্যা সমৃদ্ধি যোজনায়
ভারতের বিভিন্ন গ্রাম্য, প্রত্যন্ত অঞ্চল তথা বিভিন্ন শহরেও ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে রয়েছে। আর তাই কেন্দ্রীয় সরকারের তরফে হোক বা বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের তরফে ভারতের সমস্ত মেয়েরা যাতে সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারে এবং পরবর্তীতে সাবলম্বী হয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে তার জন্য বিভিন্ন প্রকার স্কিম, পলিসি, স্কলারশিপ, যোজনা কার্যকরী করা হয়েছে। তবে এই সমস্ত যোজনা কিংবা পলিসিগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যোজনা হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ অভিযানের একটি অংশ হিসেবেই ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে এই যোজনাটি কার্যকরী করা হয়েছে।
আর সুকন্যা সমৃদ্ধি যোজনার সবথেকে আকর্ষণীয় দিকটি হলো, এক্ষেত্রে আপনাকে একেবারে বিনিয়োগ করতে হয় না। আপনি আপনার সুবিধামতো স্বল্প পরিমাণ টাকা প্রত্যেক মাসে মাসে বিনিয়োগ করতে পারেন। আর এইভাবে আপনার সুবিধামত প্রতিমাসে স্বল্প পরিমাণ টাকা বিনিয়োগের মাধ্যমে আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য ১৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এতদিন পর্যন্ত পোস্ট অফিস কিংবা নির্দিষ্ট কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পিতা মাতারা তাদের কন্যা সন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে অ্যাকাউন্ট খুলতে পারত। তবে এবারের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) এর তরফে দেশের সমস্ত নাগরিকদের জন্য জানানো হয়েছে যে, এবার থেকে ভারতের সাধারণ মানুষ সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে একাউন্ট খুলতে করতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় নাগরিকদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা কার্যকরী করা হয়েছে। এই যোজনার অধীনে আপনারা প্রত্যেক মাসে ন্যূনতম ২৫০ টাকা জমা করে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারবেন। আর এবারে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে টুইটের মাধ্যমে জানানো হয়েছে যে, আগামী দিনে নাগরিকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনা অধীনে নিজেদের কন্যা সন্তানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে আপনারা কি কি সুবিধা পাবেন:-
১. সুকন্যা সমৃদ্ধির যোজনার অধীনে আপনারা ৭.৬ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন।
২. এই যোজনার অধীনে ভারতের নাগরিকরা তাদের প্রথম দুই কন্যা সন্তানের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়া প্রথম কন্যা সন্তানের জন্মের পর দ্বিতীয় কন্যা সন্তান যদি জমজ হয় কিংবা একত্রে যদি তিনটি জমজ কন্যা সন্তানের জন্ম হয় তাহলে ওই তিনটি কন্যার নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অধীনে নথিভুক্ত করা যাবে। তবে এই যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে আপনার কন্যা সন্তানের বয়স অবশ্যই ১০ বছরের কম হতে হবে।
৩. ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করে এই যোজনার অধীনে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এক বছরে সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলার পর ১৫ বছর বয়স পর্যন্ত সেই অ্যাকাউন্ট নিয়মিত টাকা বিনিয়োগ করতে হবে এবং পরবর্তীতে কন্যা সন্তানের ২১ বছর বয়স হলে সুদ সহকারে সেই টাকা ওই কন্যা সন্তান ফেরত পাবে। এক্ষেত্রে কন্যা সন্তানের ১ বছর বয়সে অ্যাকাউন্ট খোলা সব থেকে লাভজনক তাহলে আপনারা ১৫ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবেন।
৪. এই যোজনার অধীনে কিস্তির টাকা না মেটালে আপনাকে ন্যূনতম ৫০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।
৫. এর পাশাপাশি এই যোজনার অধীনে বিনিয়োগের ক্ষেত্রে ৮০সি ধারায় করে ছাড় পাওয়া যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কি কি নথি প্রয়োজন হবে?
১. কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট।
২. কন্যা সন্তানের পিতা, মাতা অথবা অভিভাবকের PAN কার্ড।
৩. কন্যা সন্তানের পিতা, মাতা অথবা অভিভাবকের আধার কার্ড।
৪. ঠিকানার প্রমাণপত্র।
Online process ache ki???