চাকরি

রাজ্যজুড়ে ৬০০০ শূন্যপদে নার্স নিয়োগ, গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন

বিশ্বের অর্থনীতির টালমাটাল অবস্থার কারণে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তার কারণে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছে। আর তাতেই পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের সংস্থার নিয়োগের ক্ষেত্রেও প্রভাব পড়েছে। কিন্তু সমগ্র দেশের স্বাস্থ্যক্ষেত্রে করোনার প্রভাব হয়েছে ঠিক উল্টো। অন্যান্য ক্ষেত্রগুলিতে যখন করোনার কারণে বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে করোনার কারণে বিপুল পরিমাণে নার্স, ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হয়েছে। বিগত দু’বছরে করোনা অতিমারির কারণে সমগ্র ভারতজুড়ে ডাক্তার থেকে শুরু করে নার্স সহ প্রত্যেক প্রথম শ্রেণীর স্বাস্থ্যকর্মীদের চাহিদা বেড়েছে।

আর সমগ্র ভারতের অন্যান্য রাজ্যগুলির মতোই পশ্চিমবঙ্গেও ক্রমান্বয়ে নার্স এবং ডাক্তারদের চাহিদা বেড়েছে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত সমীক্ষার ফলাফল অনুসারে, বিগত এক বছরে সমগ্র পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে ৫,০০০ এরও বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, বিগত বছরে প্রচুর সংখ্যক শূন্যপদে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হলেও এবছরে পুনরায় প্রায় ৬ হাজার শূন্যপদে নার্সদের নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফে। আর এই খবর প্রকাশ্যে এনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্রই এই ৬ হাজার শূন্যপদে নার্সদের নিয়োগ করা হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিগত সোমবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিলো। সোমবারের ওই বৈঠকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের স্বাস্থ্যদপ্তরের অধিকর্তাদের রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে নার্সদের নিয়োগের ক্ষেত্রে যে ৬ হাজার শূন্যপদ রয়েছে তাতে খুব শীঘ্রই নার্সদের নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাদের খুব শীঘ্র এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী তরফে। এছাড়াও এই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সমগ্র রাজ্যে নার্সিং স্টাফ এর সংখ্যা ৩৭ হাজার ৩৬৬ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, বর্তমানে রাজ্যজুড়ে নার্সিং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ হাজার ২৪২ জন। হিসেব অনুসারে এখনও পর্যন্ত প্রায় ৬ হাজার শূন্যপদে নার্সদের নিয়োগ করা সম্ভব।

আর তাই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ৬ হাজার শূন্যপদে খুব শীঘ্রই নার্সদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। সুতরাং, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে খুব শীঘ্রই রাজ্যজুড়ে ৬ হাজার শূন্যপদে নার্স নিয়োগ করা হবে। তবে এখানেই শেষ নয়, সোমবারের বৈঠকে আগামী পাঁচ বছরে সমগ্র রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের কোন কোন শাখার উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে তার রূপরেখা সম্পর্কেও স্পষ্টতই জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পক্ষ থেকে । অন্যদিকে এই রুপরেখা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে, পশ্চিমবঙ্গ জুড়ে আশা কর্মীর সংখ্যা প্রায় ৬৫ হাজার ৬২৪ জন। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *