প্রকল্প

Government Scheme: এবার ২০০০ টাকা পাবে মহিলারা! লক্ষ্মীর ভাণ্ডারের মত নতুন প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar Government Scheme for Woman) কথা সবাই জানে। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন রাজ্য সরকার। গত 3 বছরে ভালো জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফলে বহু মহিলা ভোট পায় এখন তৃণমূল সরকার এমনই মনে করেন অনেকে।

New Government Scheme for Woman

বিশেষজ্ঞরা মনে করছেন এবারের লোকসভা ভোটে রাজ্যে সবুজ ঝড় হওয়ার পেছনেও মূল কারণ হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্য সরকারের এই স্কীমে সাধারন শ্রেনীর মহিলাদের 1000 টাকা আর তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1200 করে দেয়। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে আর এক রাজ্যে তাদের মহিলাদের জন্যে একটি নতুন প্রকল্প চালু করবে কি সেই প্রকল্প (Government Scheme) চলুন জেনে নিন।

মহিলাদের জন্য নতুন প্রকল্প

এই উৎসবের আবহের মধ্যেও নজরে রয়েছে হরিয়ানার বিধানসভা ভোট। এই নির্বাচনের জন্যে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস (Government Schemes) এই ইস্তেহারের মধ্যে অন্যতম হল মহিলাদের মাসে মাসে 2000 টাকা করে দেওয়া। সেই সাথে 25 লক্ষ টাকা অব্দি ফ্রি চিকিৎসা, সুতলজ যমুনা খাল থেকে জল নেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

প্রতিমাসে ২০০০ পাবে মহিলারা

এই গুলো ছাড়াও ওই ইস্তেহারে আর অনেক কিছু প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেস নিজেদের ইস্তেহার প্রকাশের কৃষক কমিশন গঠন করার কথা বলা হয়। এর সাথে তারা জানিয়েছে, সব বিভাগকে তারা মাথায় রেখেছে। কংগ্রেস এর ইস্তেহারে সবার জন্যে মানব সম্পন্ন শিক্ষা, যুবকদের কর্মসংস্থান সহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Ration Items List (রেশন সামগ্রীর তালিকা)

হরিয়ানার বিধানসভা ভোটে জয়লাভের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কংগ্রেস। দলের তরফ থেকে জানান হয়েছে একটি শক্তিশালি ক্রীড়া নীতি আনা হবে। ক্রীড়াবিদদের খেলার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে উৎসাহ প্রদান করতে এই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান হয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অশোক গেহলত বলেন, ‘সবেমাত্র আমরা ইস্তেহার প্রকাশ করেছি। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে কংগ্রেস সরকার গড়বে ও সকল প্রতিশ্রুতি পূরণ করার জন্যে সম্ভাব্য প্রচেষ্টা করবে (Government Scheme).

লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসের টাকা কবে ঢুকবে? ‘লক্ষ্মীলাভ’ হবে পুজোর আগেই

পশ্চিমবঙ্গে আর জি কর আবহের মাঝে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও জল্পনা উঠেছিল শোনা যাচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হযে যাবে! তবে এই জল্পনা ভুল। সরকারের তরফ থেকে জানান হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Government Scheme) যেমন চলছিল তেমনই চলবে। এবারে হরিয়ানাতে কংগ্রেস সরকার ক্ষমতায় আসলে তারা কি করে সেইটাই এখন দেখার অপেক্ষা।
Written by Ananya Chakraborty.

Related Articles