Asha Karmi Recruitment: আশা কর্মী নিয়োগ শুরু রাজ্যে। মহিলাদের জন্য দারুণ সুখবর
পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্যে দারুণ খবর (Asha Karmi Recruitment). গ্রাম পঞ্চায়েত (West Bengal Gram Panchayat) এলাকায় যে সব মহিলারা থাকেন তারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের মহকুমা শাসকের দফতর থেকে আশা কর্মী (Asha Karmi) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ি সংশ্লিষ্ট গ্রামের মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
West Bengal Asha Karmi Recruitment 2024.
লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে জানানো হয়েছিল যে ভোট পর্ব মিটে গেলে রাজ্যে কিভাবে নতুন নতুন কাজের সুযোগ তৈরি করা যায় সেই দিকে নজর দিতে হবে। আর এবারে এই Asha Karmi Recruitment সেই দিকে এক পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। এছাড়াও ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগও হতে চলেছে শীঘ্রই।
পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ ২০২৪
তাহলে যারা এই Asha Karmi Recruitment বা আশা কর্মীর কাজে যোগদান দিতে চাইছেন তাদের জন্য এই সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়া উচিত। যেমন – আবেদন কিভাবে করবেন, কি কি নথি লাগবে এইসব তথ্য এই প্রতিবেদনে আপনাদের দেব। তাই এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
আশা কর্মী নিয়োগে যোগ্যতা ও শূন্যপদ
আশা কর্মী পদে নিয়োগ করা হবে। শূন্য পদ 91টি। নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রার্থীদের জাতি ভিত্তিক সংরক্ষণ বিজ্ঞপ্তিতে থাকা শূন্যপদের পাশেই উল্লেখ করা আছে। আশা কর্মী (Asha Karmi Recruitment) পদে আবেদন করার জন্যে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাস অর্থাৎ দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে থাকতে হতে হবে। স্থানীয় ভাষা বোঝা বা বলার দক্ষতা থাকতে হবে।
আশা কর্মীদের মাসিক বেতন ও বয়স
রাজ্য সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুযায়ি অশা কর্মীদের মাসিক বেতন বা ভাতা হল 5250 টাকা। 1লা ডিসেম্বর 2024 তারিখ অনুযায়ি আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 30 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে (Asha Karmi Recruitment). তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত আবেদনকারীরা 22 বছর বয়স হলেই আবেদন করতে পারবে।
Asha Karmi Recruitment Apply Process
অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে আবেদন পত্র দেওয়া আছে। সেই আবেদনপত্র প্রিন্ট করে সেখনে আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বৈবাহিক সম্পর্ক সহ আরো গুরুত্বপুর্ণ তথ্য চাইবে তা দিয়ে পূরণ করতে হবে (Asha Karmi Recruitment). এর পরে ফর্ম ঠিক মত ফিলাপ হয়ে গেলে যে সব নথি চাইবে তা আবেদন পত্রের সাথে যুক্ত করে দিতে হবে।
তারপরে যে ঠিকানায় পাঠাতে বলা হয়েছে সেখানে পাঠিয়ে দিতে হবে। একটি কথা মনে রাখবেন আবেদন পত্র কেবল মাত্র রেজিস্টার পোস্টের মাধ্যমেই জমা করা যাবে। সরাসরি দফতরে গিয়ে জমা করলে গ্রহণ করা হবে না। Asha Karmi Recruitment এর জন্য আবেদন করতে হলে এই সম্পর্কে ভালো করে জেনে নিয়ে তবেই আবেদন করতে হবে।
মুখ দেখালেই হয়ে যাবে UPI-র টাকা লেনদেন! নতুন ভাবনা জানালো NPCI
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রার্থীরা নিজ নিজ এলাকার সমষ্ঠি উন্নয়ন দফতরের অফিসে অর্থাৎ ব্লকের BDO এর অফিসে নিজের আবেদনপত্র জমা করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 30 শে আগস্ট 2024. আর ইন্টারভিউ নেওয়া হবে 25 ও 26 শে সেপ্টেম্বর 2024. এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.