রাজ্য সরকারের তরফে আবারও বহু সংখ্যক শূন্যপদে আশাকর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ খবর। তবে এই খবরটি কেবলমাত্র মহিলা চাকরিপ্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে পঞ্চায়েত এলাকায় বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পদের নাম:- আশাকর্মী
শূন্যপদের সংখ্যা:- ২১৮ টি শূন্যপদে কর্মীদের নিয়োগ করা হবে।
এর মধ্যে রামপুরহাট সাব ডিভিশনে রামপুরহাট ১ ব্লকে ১৯ টি, রামপুরহাট ২ ব্লকে ২১ টি, নলহাটি ১ ব্লকে ২০ টি, ময়ূরেশ্বর ১ ব্লকে ৫ টি, মুরারই ১ ব্লকে ২৪টি, মুরারই ২ ব্লকে ২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অন্যদিকে সুরি সাব ডিভিশনে মহম্মদ বাজার ব্লকে ২৫ টি, খয়রাশোল ব্লকে ৬ টি, দুবরাজপুর ব্লকে ৪ টি, সিউড়ি ১ ব্লকে ২ টি, রাজনগর ব্লকে ৫ টি, সিউড়ি ২ ব্লকে ২ টি, সাঁইথিয়া ব্লকে ৩০ টি শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হবে। এর পাশাপাশি বোলপুর সাব ডিভিশনে বোলপুর শ্রীনিকেতন ব্লক ১১ টি, নানুর ব্লকে ৫ টি, লাভপুর ব্লকে ৭ টি, ইলামবাজার ব্লকে ৬ টি।
আবাস যোজনা থেকে বাদ পড়লো ৪০ হাজার উপভোক্তার নাম। আপনার নাম রয়েছে তো?
আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি?
১. অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কেবলমাত্র বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্না কিংবা বিধবা মহিলারাই এই শূন্য পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
২. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উক্ত ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. এই শূন্য পদগুলিতে আবেদনের ক্ষেত্রে মহিলার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে মহিলাদের বয়স ১: ১২: ২০২২ তারিখ অনুসারে গণনা করা হবে। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। এই শূন্য পদগুলিতে আবেদনের জন্য তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের বয়স ২২ বছর থেকে শুরু করে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৪. উপরোক্ত শূন্য পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্বীকৃত যেকোন বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক বা তার সমতুল্য যেকোন পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও এই শূন্য পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। এমনকি মাধ্যমিকের তুলনায় উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও উক্ত শূন্য পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। তবে যোগ্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিকের নম্বরই পর্যালোচনা করা হবে।
৫. গ্রেড ওয়ান এবং গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আবেদনের প্রক্রিয়া:- আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রথমেই তিনি যে সাব-ডিভিশনের অধীনে আবেদন জানাতে চান তার অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ওই অফিসিয়াল নোটিফিকেশনে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে। এরপর অফিসিয়াল নোটিফিকেশনে উল্লিখিত নথি সহকারে ফর্মটি একটি মুখবন্ধ খামে পুরে ওই খামের উপরে প্রার্থীর নাম, ঠিকানা, কোন পদের জন্য আবেদন জানাচ্ছেন তা উল্লেখ করে রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে বিডিও অফিসে জমা দিতে হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. জন্ম তারিখের প্রমাণস্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্মের শংসাপত্র।
২. স্থায়ী বাসিন্দার প্রমাণ স্বরূপ ভোটার কার্ড অথবা রেশন কার্ড।
৩. তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা জাতিগত শংসাপত্র।
৪. মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশীট।
৫. গ্রেড ওয়ান এবং গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দাই কিংবা লিংক ওয়ার্কারের প্রমাণপত্র।
৬. আবেদনকারী চাকরিপ্রার্থীর স্বাক্ষর সহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৭. ২২ টাকার ডাকটিকিট সহ নিজের নাম ও যোগাযোগের ঠিকানা লেখা খাম।
৮. বর্তমান বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে লেখা প্রার্থীর স্বাক্ষর সহ হলফনামা।
আবেদনের সময়সীমা:- বর্তমানে এই শূন্য পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে এবং আগামী ২০২৩ সালের জানুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত তা বহাল থাকবে।
• অফিসিয়াল নোটিফিকেশন:- রামপুরহাট সাব ডিভিশন / সুরি সাব ডিভিশন / বোলপুর সাব ডিভিশন