SBI গ্রাহকদের দিতে হবে 200 টাকা, কি কারণে ও কবে দিতে হবে জেনে নিন।
নতুন বছরে দেশের সবচেয়ে বড়ো ব্যাংক State Bank of India বা SBI তার গ্রাহকদের জন্য দুঃসংবাদ এনেছে। কারণ ব্যাংক একাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে 147.50 পয়সা। কিন্তু কেন? আপনিও যদি এই SBI একাউন্ট হোল্ডার হয়ে থাকেন, তাহলে অবশ্যই পড়তে ভুলবেন না এই প্রতিবেদনটি। দেশের অন্যতম শীর্ষ ব্যাংক নামের তালিকায় রয়েছে SBI এর নাম। নানান সময়ে গ্রাহকদের উদ্দেশ্যে সাইবার ক্রাইম রুখতে বিশেষ সতর্কতাবাণী প্রদান করেছে। কিন্তু কেন একাউন্ট থেকে হঠাৎ করে টাকা কেটে নেওয়া হচ্ছে?
SBI গ্রাহকেরা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন? জেনে নিন।
কাজের মাঝে সবসময় নানা জিজ্ঞাস্য নিয়ে ব্যাংকে যাওয়াও সম্ভব নয়। কিন্তু চিন্তার কোনো বিষয় নয়। কারণ বর্তমানে প্রায় সকলেই ATM বা Debit Card ব্যবহার করে থাকেন। আর সেই কারণেই এই পরিমান টাকা কেটে নেওয়া হচ্ছে। আসলে এটি বাৎসরিক ফি হিসেবেই কাটা হয়ে থাকে। আপনিও যদি এই ব্যাংকের একাউন্ট হোল্ডার হয়ে থাকেন এবং ATM Card ব্যবহার করে থাকেন। তাহলে এই সম্পর্কে জেনে রাখুন। এই নিয়ে ব্যাংকের তরফে মেসেজও প্রেরণ করা হয়ে থাকে।
কেন কাটা হচ্ছে টাকা?
প্রসঙ্গত, SBI -এর এটিএম বা Debit Card এর অ্যানুয়াল চার্জ 125 টাকা। তার উপর 18% জিএসটি থাকায় 147.50 এই পরিমান টাকা কাটা হচ্ছে। কোনও গ্রাহকের একাউন্ট থাকলেও, এটিএম বা ডেবিট কার্ড ব্যবহার করলে একাউন্ট থেকে এই সম্পর্কিত চার্জ কাটা হবে না।
শুধু এটিএম কার্ডের চার্জই নয়, ATM বা Debit Card হারিয়ে গেলেও তা রিপ্লেসমেন্ট করার জন্য টাকা দিতে হয়। SBI গ্রাহকদের ক্ষেত্রে এই ক্ষেত্রে টাকার পরিমান 354 টাকা। আসলে রিপ্লেসমেন্ট চার্জ হিসেবে নেওয়া হয় 300 টাকা। তার উপর 18% জিএসটি থাকায় অতিরিক্ত 54 টাকা দিতে হবে।
যদিও বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সকল বিষয়ে তৎক্ষণাৎ জানা সম্ভব। আজকাল ব্যাংকের তরফে নির্দিষ্ট অ্যাপ চালু করা হয়েছে। সেখান থেকে গ্রাহকেরা নিজেদের একাউন্টে কত টাকা রয়েছে, কত টাকা কি কারণে কাটা হয়েছে? ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানতে পারেন।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।