ATM Cash Withdrawal: 1লা জুলাই থেকে ATM থেকে টাকা তোলার নিয়ম বদল! না মানলে ডবল খরচ হবে
Automated Teller Machine
১লা জুলাই ২০২৫ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য এটিএম থেকে টাকা তোলার নিয়মে (ATM Cash Withdrawal) বড়সড় বদল আনছে দেশের বহু ব্যাংক। RBI-র নির্দেশ মেনে এই পরিবর্তন চালু হতে চলেছে। নিয়ম না মানলে আপনাকে প্রতি ট্রানজ্যাকশনে ডবল চার্জ গুনতে হতে পারে। তাই জানুন নতুন নিয়ম, কতবার ফ্রি তোলা যাবে, অতিরিক্ত চার্জ কত হতে পারে সব বিস্তারিত।
ATM Cash Withdrawal Limits
RBI আগেই জানিয়ে দিয়েছে, বড় শহর ও ছোট শহরের ক্ষেত্রে ফ্রি ট্রানজ্যাকশনের সংখ্যা আলাদা হবে। মেট্রো শহর গুলো যেমন – Delhi, Mumbai, Kolkata, Chennai, প্রতি মাসে ৩ বার পর্যন্ত নিজের ব্যাংকের ATM থেকে টাকা তোলা যাবে ফ্রি। অন্য সকল এলাকায় প্রতি মাসে ৫ বার পর্যন্ত ফ্রি ট্রানজ্যাকশন করা যাবে, এছাড়াও, অন্য ব্যাংকের ATM থেকে প্রতি মাসে সর্বোচ্চ ৩ বার ফ্রি তোলা যাবে মেট্রো শহরে এবং নন মেট্রো এলাকায় ৫ বার।
নতুন চার্জ কত লাগবে অতিরিক্ত টাকা তুললে?
নতুন নিয়ম অনুযায়ী, ফ্রি লিমিট পেরিয়ে গেলে আপনাকে দিতে হবে বাড়তি চার্জ। নগদ তোলায় চার্জ ২১ প্রতি অতিরিক্ত লেনদেন, নন – ক্যাশ লেনদেন যেমন – ব্যালেন্স চেক ৮ থেকে ১০, এই চার্জ আপনার ব্যাংকের ভিত্তিতে আলাদা হতে পারে।আর মাস শুরু হলে এই নিয়ে সকল ব্যাংকের (ATM Cash Withdrawal) তরফে তাদের গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে বিস্তারিত।
কোন কোন ব্যাংকে নতুন নিয়ম কার্যকর হবে?
State Bank of India (SBI), HDFC Bank, ICICI Bank, Axis Bank, Punjab National Bank (PNB) এবং অন্যান্য প্রাইভেট ও পাবলিক ব্যাংক, এছাড়া কিছু ব্যাংক তাদের গ্রাহকদের মেসেজ বা ইমেইলের মাধ্যমে ইতি মধ্যেই এই নিয়ম জানিয়ে দিয়েছে। নিয়ম না মানলে বেশি সংখ্যক বার ATM ব্যবহার করলে আপনাকে ডবল খরচ গুনতে হতে পারে।
প্রায় প্রতিদিন ATM ব্যবহার করেন, অন্য ব্যাংকের ATM বেশি ব্যবহার করেন, মোবাইল বা নেট ব্যাঙ্কিং কম ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম বেশি প্রভাব ফেলতে পারে। এই বাড়তি চার্জ থেকে বাঁচতে কিছু উপায় রয়েছে – ডিজিটাল পেমেন্ট ব্যবহার করুন (UPI, Net Banking, Mobile Banking), ATM থেকে একবারেই প্রয়োজনীয় টাকা তুলুন, নিজের ব্যাংকের ATM ব্যবহার করুন অন্য ব্যাংকের থেকে কম।
100 ও 200 টাকার নোট নিয়ে RBI বড় নির্দেশ দিলো কোটি কোটি আমজনতার জন্য
উপসংহার
১লা জুলাই ২০২৫ থেকে ATM ব্যবহারে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। ফ্রি লেনদেনের সীমা পেরোলেই দিতে হবে বাড়তি চার্জ। তাই আগেভাগেই সতর্ক হন, প্রয়োজন ছাড়া বারবার ATM ব্যবহার এড়িয়ে চলুন। ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অনেক খরচ বাঁচানো সম্ভব।



