ATM Withdrawal Limit: এটিএম থেকে একদিনে কত টাকা তুলতে পারবেন? নতুন বছরের নিয়ম দেখুন
এটিএম থেকে একবারে কত টাকা (ATM Withdrawal Limit) তোলা যায় বা এটিএম থেকে একদিনে কত টাকা তুলতে পারবেন? এই দুই প্রশ্ন সম্পর্কে নতুন বছরের শুরুতে সকলেই চিন্তায় আছে, আর যতই অনলাইন পেমেন্ট আসুক না কেন এখনো অনেকেই আছেন যারা ক্যাশ টাকার মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন। আর ক্যাশ টাকা তোলার (Cash Withdrawal) জন্য ব্যাঙ্কে না গিয়ে সকলেই ATM (Automated Teller Machine) এর ব্যবহার করতে বেশি পছন্দ করেন।
SBI PNB ICICI HDFC ATM Withdrawal Limit Per Day
বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্যই একটি ATM কার্ড রয়েছে। বর্তমান সময়ে মানি ব্যাগে করে বিপুল পরিমাণ টাকা নিয়ে এই দিক ওই দিক যাওয়ার থেকে প্রয়োজন মত টাকা তুলে নেওয়াতে সাধারণ মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজকের ডিজিটাল যুগে ক্যাশলেশ লেনদেনের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
ATM টাকা তোলার নিয়ম
সাধারণ বাজার দোকান থেকে শুরু করে শপিং মল, ওষুধের দোকান, হাসপাতাল প্রত্যেকটি জায়গায় ডিজিটাল লেনদেন হয়ে থাকে। নগদ অর্থে কেনাবেচা অনেক দিন থেকেই বন্ধ হয়ে গিয়েছে এক প্রকার। এটিএম কার্ড সঙ্গে থাকলে যে কোন জায়গা থেকে আপনি আপনার প্রয়োজন মত টাকা তুলতে পারবেন। তবে এটিএম থেকে একদিনে আপনি কত টাকা তুলতে পারবেন তার একটা নির্দিষ্ট মাত্রা ঠিক করে দিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এছাড়া বিভিন্ন ব্যাঙ্ক ডেইলি উইথড্রোলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাত্রা ঠিক করে দিয়ে থাকে। নতুন বছরের শুরুতেই সেই মাত্রার কিছুটা পরিবর্তন করা হয়েছে। জেনে নেওয়া দরকার একদিনে আপনি এটিএম থেকে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে এক একটি ব্যাঙ্কের জন্য নিয়ম আলাদা রকম থাকে, তাই আগের থেকে জেনে নিলে সমস্যা থেকে বাচা সম্ভব হবে।
SBI HDFC ATM Card Withdrawal Limit
প্রতিটি ব্যাঙ্কের ডেবিট কার্ডের জন্য দৈনিক নগদ তোলার পরিমাণ আলাদা। উদাহরণস্বরূপ, SBI-র ক্লাসিক ডেবিট কার্ডের ক্ষেত্রে একজন গ্রাহক প্রতি দিন ৪০,০০০ টাকা পর্যন্ত নগদ তুলতে পারেন। যদি গ্রাহকের কাছে আন্তর্জাতিক ডেবিট কার্ড থাকে, তাহলে তিনি ১ লক্ষ টাকা পর্যন্ত টাকা একদিনে তুলতে পারবেন। এইচডিএফসি ব্যাঙ্কের এনআরও ডেবিট কার্ডে দৈনিক ২৫,০০০ টাকা তোলা যায়, কিন্তু টাইটানাম রয়্যাল ডেবিট কার্ড ব্যবহার করলে প্রতিদিন ৭৫,০০০ টাকা তোলা যায়। এই ব্যাঙ্কের জেট প্রিভিলেজ ওয়ার্ল্ড ডেবিট কার্ড ব্যবহার কত ৩ লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়।
Canara Axis ICICI Bank ATM Cash Withdrawal
কানাড়া ব্যাঙ্কের স্ট্যান্ডার্ড মাস্টার ডেবিট কার্ড ব্যবহারকারী প্রতি দিন ৭৫,০০০ টাকা তুলতে পারেন। প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে এক দিনেই ১ লক্ষ টাকা তোলা যায়। আইসিআইসিআই ব্যাঙ্কের কোরাল ডেবিট কার্ডের মাধ্যমে একজন গ্রাহক ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন। প্ল্যাটিনাম ডেবিট কার্ড ব্যবহার করলে ১ লক্ষ টাকা তোলা যায়। স্মার্ট শপার ডেবিট কার্ড ব্যবহারকারীরা ৫০,০০০ টাকা পর্যন্ত নগদ তুলতে পারেন।
অ্যাক্সিস ব্যাঙ্কের ভ্যালু প্লাস ডেবিট কার্ড গ্রাহকরা প্রতিদিন ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারেন। বার্গানডি ডেবিট কার্ড (Burgundy Debit Card) ব্যবহারকারীরা একদিনে ৩ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারেন। নতুন বছরের শুরুতেই দেশের প্রথম সারির ব্যাঙ্ক গুলি এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন সীমা পরিবর্তন করেছেন। পরবর্তীতে এই নির্ধারিত সীমা আবার পরিবর্তন হতে পারে।
পোস্ট অফিসে টাকা ডবল হবে নতুন বছরে! এই সঞ্চয় প্রকল্প সম্পর্কে জানেন?
ATM থেকে টাকা তোলার নির্দিষ্ট মাত্রা কত, সেই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা থাকলে আপনার এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আর এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনাদের উচিত নিজেদের ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে জেনে নিতে পারবেন। সঙ্গে থাকুন এই ধরনেরার খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Shampa Debnath