Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা নতুন আবেদন শুরু। বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট
বাংলা আবাস যোজনা প্রকল্প (Bangla Awas Yojana Scheme) নিয়ে বড় খবর। ইতিমধ্যেই আমরা জানি যে এতদিন ধরে সার্ভে করার পর এবারে ফাইনাল লিস্ট ও প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে। কিন্তু এবারে ফের এই প্রকল্পে (Government Scheme) নতুন আবেদন নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। কারা করছে এবং কিসের জন্য কিভাবে? দেখে নেওয়া যাক।
Bangla Awas Yojana Apply Process
প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) মাধ্যমে উপকৃত হয়েছেন দেশের দুঃস্থ ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো, তবে এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন কারচুপির অভিযোগ উঠছিল। এমন অনেক পরিবার রয়েছে যাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য নন কিন্তু তাঁরাও এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে আপাতত। এর ফলে অনেক সত্যিকারের যোগ্য প্রার্থীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বাংলা আবাস যোজনা নতুন আবেদন
আর এবারে এই কারণের জন্যই রাজ্য সরকারের তরফে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এখানেও কিছু সমস্যা দেখা গেছে আর এই নিয়ে নতুন সমস্যার সৃষ্টি হয়েছে রাজ্যের কিছু কিছু প্রান্তে। বিশেষ করে এমন অনেক অত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার রয়েছে, যাদের মাথা গোজার ঠাই হিসাবে রয়েছে কাঁচা বাড়ি।
আবাস যোজনা প্রকল্পে অভিযোগ
বর্ষাকালে এই কাঁচা বাড়ির ছাদ থেকে জল পড়ে, খুবই কষ্টের মধ্যে দিন যাপন করতে হয় এই সমস্ত মানুষদের। আবাস যোজনা প্রকল্পের (Bangla Awas Yojana) জন্য আবেদন করলেও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে সে সমস্ত মানুষদের। এমনটাই অভিযোগ করেছেন মুরারই – ২ ব্লকের আমডোল পঞ্চায়েতের উত্তর রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা।
তাদের অভিযোগ এই যে, মাটির বাড়িতে কষ্ট করে বসবাস করার পরেও আবাস যোজনা প্রকল্পে (Bangla Awas Yojana) তাদের নাম নথিভুক্ত করা নেই, অথচ যে সমস্ত ব্যক্তি এই প্রকল্পের জন্য যোগ্য নন তাদের নাম রয়েছে আবাস যোজনা প্রকল্পে। এই বিষয়ে ১০৫ টি পরিবার অভিযোগ বিডিওর কাছে জানিয়েছিলেন। এই অভিযোগের কপি জেলা শাসকের (DM) কাছে পাঠানো হয়েছে।
২০২২ সালে এই ১০৫ টি পরিবার এই প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু বর্তমানে সার্ভে করার সময় জানা গিয়েছে মাত্র প্রকল্পের তালিকায় নাম রয়েছে ৪৩ জনের। এই অভিযোগের ভিত্তিতে নতুন করে সার্ভে করার সময় দেওয়া হয়েছে ২১ নভেম্বর পর্যন্ত (Bangla Awas Yojana). এই নতুন সার্ভেতে অভিযোগ করা পরিবার গুলোর বাড়ি সার্ভে করে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হবে।
যে সমস্ত ব্যক্তি সত্যিকারের এই প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য যোগ্য তাদের নামই তালিকায় রাখা হবে। যে সমস্ত পরিবার গুলোর আগের থেকে ছাদের বাড়ি রয়েছে তারপরেও এই Bangla Awas Yojana-র জন্য আবেদন করেছেন তাদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হবে। এখনো যাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করেননি তাঁরা বাংলা আবাস যোজনা প্রকল্পে দুটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
প্রথমত, বিডিও অফিসে সাদা কাগজে আবেদনপত্র জানিয়ে। আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, বাড়ির প্রয়োজনীয়তার কারণ জানিয়ে সাদা কাগজে আবদান পত্র লিখবেন। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক নম্বরে ফোন করে আবেদন জানাতে পারেন (Bangla Awas Yojana). সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৯১৩৭০৯১৩৭০ এই নম্বরে ফোন করতে পারবেন।
আবাস যোজনা আবেদনের নথিপত্র
- বর্তমান বাড়ির ছবি
- আধার কার্ড
- রেশন কার্ড
- ব্যাঙ্ক পাসবুকের জেরক্স
- জমির রেকর্ডের জেরক্স
স্বাস্থ্য সাথী প্রকল্পে কড়াকড়ি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বড় নির্দেশ
যাঁরা এখনো পর্যন্ত আবেদন করেননি অথচ আপনার একটি ছাদের বাড়ির খুবই প্রয়োজন, তাঁরা এই পদ্ধতিতে আবেদন জানাতে পারেন। আগের আবেদন করা পরিবার গুলো, যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও প্রকল্পের তালিকায় নাম নথিভুক্ত নেই তারা ২১ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। যোগ্য আবেদনকারীদের নাম তালিকায় (Bangla Awas Yojana List) নথিভুক্ত করা হবে। বাদ পড়বে অযোগ্য আবেদনকারীদের নাম তালিকা থেকে।
Written by Shampa Debnath