প্রকল্প

Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনায় নতুন আবেদন করবেন? দেখে নিন সহজ পদ্ধতি

বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) মূল লক্ষ্য হলো দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাথার ওপর ছাদ নির্মাণ, সেই সাথে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো। এই রকমই পিএম আবাস যোজনার (PM Awas Yojana) মাধ্যমে দেশের দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবার মাথার উপর ছাদ পেয়েছেন, তবে সম্প্রতি বন্ধ রয়েছে বাংলায় এই প্রকল্পের টাকা পাঠানো। কারণ, বাংলার বেশ কিছু জেলার গ্রাহকরা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য না হয়েও এই প্রকল্পের (Government Scheme) সুবিধা ভোগ করছেন এমনটাই অভিযোগ।

Bangla Awas Yojana New Application

এই দিকে যাঁরা সত্যিকারের এর যোগ্য তাঁরা বিক্ষোভে উত্তাল হচ্ছেন। এমত অবস্থায় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে Bangla Awas Yojana প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষদের রাজ্যের রাজকোষ থেকে অর্থ বরাদ্দ করবে। তাই নতুন করে এই প্রকল্পে আবেদন করার জন্য বলা হচ্ছে সেই সাথে যাঁরা যুক্ত আছেন তাদের বাড়িতে রাজ্যের সরকারি আধিকারিকরা বাড়িতে গিয়ে সার্ভে করবেন। সার্ভে (Bangla Awas Survey) করার পর লিস্টে নাম উঠলেই তবেই তাঁরা এই প্রকল্পের অনুদান পাবেন।

বাংলা আবাস যোজনা নতুন আবেদন

বাংলা আবাস যোজনা প্রকল্পে (Bangla Awas Yojana) এক একটি ব্যক্তি ১ লাখ ২০ হাজার টাকা করে পাবেন। কিন্ত অনেকে ব্যক্তি এইবারও নানা অভিযোগ তুলছেন যে, অনেকের লিস্টে নাম নেই, অনেকের সার্ভে করার পর লিস্ট থেকে নাম কেটেছেন। কিন্ত এই সমস্ত অভিযোগ কোথায় কিভাবে জানাবেন অনেকেই বুঝে উঠতে পারছেন না। তাই ক্রমবদ্ধভাবে আপনারা এই সম্পর্কে আগের থেকে জেনে নিন।

ব্যাঙ্কে টাকা না ঢুকলে কি করবেন?

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যদি না ঢোকে, তাহলে আপনি প্রথমে আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে একটি সাদা কাগজে অভিযোগ লিখে জমা করতে পারেন তাতেও যদি আপনার সমস্যা না মেটে তাহলে আপনাকে যেতে হবে বিডিও অফিসে। বিডিও অফিসে সাদা কাগজে অভিযোগ লিখে জমা দিতে হবে। আপনি অন্য একটি উপায় অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে হবে।

বাড়িতে যদি সার্ভে করতে না আসলে কি করবেন?

এমন অনেক ব্যক্তি অভিযোগ জানাচ্ছেন যে প্যানেলে নাম থাকার পরেও তাদের বাড়িতে সরকারি আধিকারিকরা Bangla Awas Yojana Survey করতে আসেননি। সেক্ষেত্রে আপনাকে সাদা কাগজে অভিযোগ জানিয়ে বিডিও অফিসে (BDO Office) জমা দিতে হবে। নতুবা আপনাকে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে হবে।

নাম কেটে দিলে কি করবেন?

যে কোনো অভিযোগ জানাতে হলেই একটা অভিযোগ পত্র লিখতে হয়। যদি আপনি এই Bangla Awas Yojana আবেদন করার জন্য যোগ্য হন এবং তারপরও যদি আপনার নাম কেটে দেওয়া হয় তাহলে আপনাকে প্রথমে পঞ্চায়েত অফিসে গিয়ে এই ব্যাপারটি জানাতে হবে, তাঁরা যদি বলে বিডিও অফিসে দরখাস্ত জমা করতে তাহলে আপনাকে সাদা কাগজে অভিযোগ জানিয়ে দরখাস্ত দিতে হবে।

আবাস যোজনায় নতুন আবেদন পদ্ধতি

ইতিমধ্যে রাজ্যের সমস্ত জায়গা ঘুরে যে সমস্ত অঞ্চলে এখনো কোন পরিবারের নির্দিষ্ট কোন বাড়ি নেই, সেই সমস্ত বাড়ির মালিকদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ শুরু করে দিয়েছে Bangla Awas Yojana-র সরকারি আধিকারিকরা। বিভিন্ন জায়গা ঘুরে যোগ্য প্রার্থীদের এই প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, যাতে রাজ্যের কোন পরিবার গৃহহীন না থাকে।

অফলাইনের মাধ্যমে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) নাম অন্তর্ভুক্ত করতে হলে এই প্রকল্পের জন্য কোন আলাদা ফর্ম ফিলাপ করতে হবে না। আপনাকে একটি সাদা কাগজে বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য একটি আবেদন পত্র লিখে জমা দিতে হবে ব্লক উন্নয়ন অফিসে। তারপর BDO Office বা ব্লক উন্নয়ন অফিস থেকে আপনাকে ডেকে নিয়ে সকল তথ্য জানিয়ে দেওয়া হবে।

বাংলা আবাস যোজনা আবেদনের নথিপত্র

আধার কার্ড জেরক্স, রেশন কার্ড জেরক্স, বর্তমান বাড়ির ছবি, পাসপোর্ট সাইজ ফটোকপি, বাড়ির ঠিকানার প্রমাণপত্র, ব্যাঙ্কের পাসবুকের ছবি। আর এছাড়াও আরও কোন নথি Bangla Awas Yojana-র আবেদনের সময়ে চাওয়া হলে সেইটা অবশ্যই গ্রাহকদের দিতে হবে, নইলে তাদের আবেদন করতে অসুবিধা হতে পারে।

মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্কে সরাসরি আবেদন করার পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আবেদন করতে না চাইলে আপনি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করেও Bangla Awas Yojana আবেদন জানাতে পারেন। তার জন্য আপনাকে সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফোন করার সুযোগ পাবেন। হেল্পডেস্কের যোগাযোগ নম্বর – ৯১৩৭০৯১৩৭০।

বাংলা আবাস যোজনা স্ট্যাটাস চেক

পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর Know Your Grievance Status এই অপশনে ক্লিক করতে হবে। যে নাম্বার দিয়েছেন আবেদন পত্রে সেই নাম্বার দিয়েই মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে।

কারা আবেদন করতে পারবেন না?

১) পরিবারের কেউ অকৃষি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে তাহলে সেই পরিবার এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেনা।
২) পরিবারের কোনো সদস্যের মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি হলে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেনা।
৩) পরিবার আয়কর প্রদান করলে এই Bangla Awas Yojana অন্তর্ভুক্ত হতে পারবেনা।
৪) একবার আবাস যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত হলে আর দ্বিতীয়বার প্রকল্পে নাম লেখাতে পারবেনা।

Ration Items List (রেশন সামগ্রীর তালিকা)

৫) সরকারি কর্মচারী হলে এই Bangla Awas Yojana অন্তর্ভুক্ত হতে পারবেনা।
৬) পরিবারের সদস্যদের পাকা বাড়ি থাকলে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেনা।
৭) পরিবারের কোনো সদস্যর তিন চাকা বা চার চাকার গাড়ি থাকা যাবে না।
৮) পরিবারের কেউ ইনকাম ট্যাক্স প্রদান করলে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেনা।

এইমাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন? জেনে নিন এই পদ্ধতিতে

আপনার এই প্রকল্পে নাম নথিভুক্ত করার পর সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে সার্ভে করতে আসবে। এই প্রকল্পে দেওয়া শর্ত গুলি আপনার আবেদনপত্রের সাথে মিলিয়ে দেখে আপনি যদি এই Bangla Awas Yojana বাড়ি পাওয়ার জন্য উপযুক্ত হন তাহলে পরবর্তী পর্যায়ে আপনার নাম তালিকাভুক্ত করা হবে। নাম অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পরে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন আপনারা নিজেই কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটি উপরেই লিখে দেওয়া হয়েছে।
Written by Shampa debnath

Related Articles