প্রকল্প

Bangla Shasya Bima: ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে কৃষকবন্ধুরা! কবে অ্যাকাউন্টে ঢুকবে দেখুন

পশ্চিমবঙ্গের কৃষকদের (Farmers) জন্য দারুণ খবর পাওয়া গেল (Bangla Shasya Bima). পুজোর আগে রাজ্যে যেই ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার ফলে অনেক কৃষকদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) কথা প্রায় সবাই জানি। রাজ্যের চাষিদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করে সরকার (Government).

Bangla Shasya Bima Status Check

সম্প্রতি চাষিদের জন্যে দারুন একটি খবর নিয়ে এসেছে সরকার। রাজ্যের সব চাষিদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। তবে সব চাষি পাবে না। কারা পাবে না শস্য বীমার টাকা? কবে দেওয়া হবে এই বীমার টাকা চলুন দেখে নিন। যে সব কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পে (Bangla Shasya Bima) নাম নথিভুক্ত করেছে এবং যাদের নাম বীমা কোম্পানি এপ্রুভ করেছে শুধু সেই সব চাষিরাই বীমার টাকা পাবেন।

Bangla Shasya Bima Payment

আপনি যদি একজন চাষি হয়ে থাকেন আর আপনিও যদি Bangla Shasya Bima প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার ফর্মটি বীমা কোম্পানি মঞ্জুর করেছে কিনা তা চেক করবেন কিভাবে সেই নিয়েই আপনাদের বলব এই প্রতিবেদনে। আর আগের থেকে এই সম্পর্কে জেনে নিলে আপনাদেরই সুবিধা হবে বলে মনে করছেন অনেকেই।

বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক

1) প্রথমে যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন বাংলা শস্য বীমা। এবার আপনার সামনে ওয়েবসাইট খুলে যাবে।
2) তারপরে Know Your Application Status on Every Step এই অপশনে ক্লিক করুন।
3) সেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে চেক অপশনে ক্লিক করুন।

4) আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি পাবেন যেখানে আপনি ফর্ম জমা করেছেন সেই বীমা আধিকারিক আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে।
5) চেক অপশনে ক্লিক করার পর আপনার নাম ও অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখিয়ে দেবে।
6) স্ট্যাটাসে কি লেখা আছে তা আপনাকে ভালো মত লক্ষ্য করতে হবে। প্রথমে Submitted লেখা থাকবে, তারপরে ADA Uploaded, তারপরে DDA Approved, তারপরে Approved লেখা থাকবে। যদি Approved লেখাটি চললে আসে তাহলে বুঝবেন আপনার আবেদন গ্রাহ্য করা হয়েছে।

Ration Card (রেশন কার্ড)

Bangla Shasya Bima Status Check Online

1) প্রথমে যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন বাংলা শস্য বীমা।
2) ওয়েবসাইটের ভেতরে Farmers Corner অপশনে ক্লিক করতে হবে।
3) পরের পেজে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, সিজন রবি/ খারিফ ফসল সিলেক্ট করতে হবে। আর কোন 2023/2024 সেটা সিলেক্ট করতে হবে।

লক্ষ্মীপুজোয় মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার! আর চিন্তা নেই

4) চেক অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার নাম, ভোটার কার্ড নাম্বার, জেলার নাম, ব্লকের নাম, ফসলের নাম, কতটা জমি বীমা করা হয়েছে সেই পরিমান, Sum Assured কত টাকা, Gross Premium কত টাকা এই সব তথ্য আপনাদের দিয়ে দেবেনল। এই তথ্য গুলো আপনাকে ঠিক মলত দেখিয়ে দিলে বুঝবেন আপনার আবেদন পত্র গ্রাহ্য হয়েছে আর বীমা কোম্পানি তা Approved করেছে।
Written by Ananya Chakraborty.

Related Articles