অর্থনীতি

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে 7.90% সুদ পাবেন! সীমিত সময়ের এই অফার

আমাদের দেশের সকল মানুষদের কাছে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম হল সবচেয়ে জনপ্রিয় এবং সুরক্ষিত স্কিমের মধ্যে অন্যতম। আর ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের তরফে তাদের সকল গ্রাহকদের জন্য এই ফিক্সড ডিপোজিট স্কিম (FD Scheme 2024) অফার করা হয়ে থাকে। আর এখন সকল মানুষেরা যেখানে বেশি টাকা সুদ পাবেন সেখানেই বিনিয়োগ করবেন।

BOB Fixed Deposit Scheme Interest Rate 2024.

কিন্তু কোন ভরসাযোগ্য স্থানে Fixed Deposit এর জন্য বিনিয়োগ করতে হবে, নইলে অনেক মানুষ বেশি সুদের (FD Interest Rate 2024) লোভে অনেক জালিয়াতির শিকার হয়ে যান। তাই আজকে আমরা এমন এক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সম্পর্কে জেনেতে চলেছি যেখানে আপনারা সরকারি সুরক্ষার সঙ্গে ভালো পরিমাণ সুদ (Interest Rate) পাবেন গ্রাহকরা।

ব্যাঙ্ক অফ বরদা ফিক্সড ডিপোজিট স্কিম

আপনার কি ব্যাঙ্ক অফ বরদা (Bank of Baroda) তে অ্যাকাউন্ট (BOB Bank Account) আছে? ব্যাঙ্ক অফ বরদা (BOB Fixed Deposit) সম্প্রতি দুটি ফিক্সড ডিপোজিট স্কীম লঞ্চ করেছে। এই স্কীমে আপনারা পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে দারুন রিটার্ন। আজ আপনাদের এই দুটি ফিক্সড ডিপোজিট স্কীম নিয়ে আলোচনা করব। চলুন এই FD স্কীমের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ব্যাঙ্ক অফ বরদা (BOB) এর এই নতুন ফিক্সড ডিপোজিট স্কীমের নাম হল ‘BOB Monsoon Dhamaka Fixed Deposit Scheme’. এই নামে দুটি ভিন্ন মেয়াদের FD এনেছে ব্যাঙ্ক অফ বরদা। এই গুলোর মেয়াদও অল্প। এই স্কীম দুটি প্রায় 1 বছরের। এই স্কীমে ব্যাঙ্ক অফ বরদার সিনিয়ার সিটিজেনরা (Senior Citizen FD) সাধারনদের তুলনায় 50 বেশি সুদ পাবেন।

BOB Fixed Deposit Interest Rates 2024

‘Monsoon Dhamaka-র একটি স্কীমের মেয়াদ 333 দিন এতে সাধারন নাগরিকরা সুদ পাবে 7.15%. আর প্রবীণ নাগরিকরা সুদ পাবেন 7.65%. ‘Monsoon Dhamaka’ এর দ্বিতীয় স্কীমের মেয়াদ 399 দিন। এতে সাধারন নাগরিকরা সুদ পাবে 7.25% আর প্রবীণ নাগরিকরা পাবেন 7.75%. আর এই সুদের হার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?

ব্যাঙ্ক অফ বরদার এই দুটি Fixed Deposit Account খোলার জন্যে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আর 18 বছর হতে হবে। এই স্কিমে প্রবীণ নাগরিকরাও অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর ১০০০ টাকা থেকে শুরু করে আপনারা নিজেদের ইচ্ছে মত টাকা বিনিয়োগ করতে পারবেন এবং ৩ মাস, ৬ মাস, ৯ মাস বা একেবারে আপনারা এই সুদ নিতে পারবেন।

PPF Scheme (পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম)

How to Open BOB Fixed Deposit Account Online?

অনেকে মনে করতে পারেন ব্যাঙ্ক অফ বরদাতে অ্যাকাউন্ট আগে থেকে করা থাকলেই শুধু এই স্কীমের সুবিধা পাওয়া যাবে। তবে এমনটা নয়, যাদের ব্যাঙ্ক অফ বরদাতে অ্যাকাউন্ট নেই তারাও এই ফিক্সড ডিপোজিট দুটিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই জন্য আপনাকে আপনার ব্যাঙ্ক অফ বরদার নিকটবর্তী শাখায় যেতে হবে ।

পোস্ট অফিসের নিয়মে বড় পরিবর্তন! ঝামেলা থেকে বাঁচতে আজই জানুন

Documents Needed for Open BOB FD

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Fixed Deposit স্কীম দুটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড, প্যান কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তাই যারা ভাবছেন অ্যাকাউন্ট খুলবেন তারা তাড়াতাড়ি ব্যাঙ্ক অফ বরদার নিকটবর্তী শাখায় গিয়ে যোগাযোগ করুন। আর এই ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *