ট্রেন্ডিং

OYO Rooms – প্রেমিকাকে নিয়ে OYO যাচ্ছেন? গেলে প্রবলেম নেই তবে এই নিয়ম মেনে চলুন।

আপনি কি আপনার প্রেমিকা অথবা স্ত্রীকে নিয়ে OYO Rooms বা হোটেলে যাবার পরিকল্পনা করছেন? তাহলে দ্রুত সতর্ক হয়ে যান। সম্প্রতি ভারত সরকার (Government Of India) কড়া পদক্ষেপ জারি করেছে এই ধরনের হোটেল গুলির বিরুদ্ধে। আর এই নিয়ম যারা মানবেন তাদেরকেই অনুমতি দেওয়া হবে হোটেলে প্রবেশ করার। অন্যথায় যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে সরকারের তরফে।

New Rules To Go OYO Rooms With Girlfriend Or Wife.

কিন্তু কি নিয়ম বদল করল সরকার? জানতে আগ্রহী, চলুন দেখেনি। বর্তমানে OYO হোটেল গুলি সারা বিশ্ব তথা আমাদের দেশেও ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। OYO হোটেল মূলত একটি পুরোপুরি স্বত্বাধিকারি হোটেল চেইন নেটওয়ার্ক যা বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রসারিত আছে। আপনি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে OYO Rooms বুক করতে পারেন এবং বিভিন্ন সংশ্লিষ্ট তথ্য, মূল্য, এবং অন্যান্য সহযোগী তথ্য সহজেই পেতে পারেন।

OYO অ্যাপ বা ওয়েবসাইট থেকে অনলাইনে আপনি আপনার পছন্দের লোকেশনে বিভিন্ন শ্রেণীর হোটেল বুক করতে পারেন। OYO Rooms সাধারণভাবে অনেক উন্নত মানের লজিং, প্রোফেশনাল পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সুবিধা সরবরাহ করা হয়, যেমন বিশেষ রেস্তোরাঁ, গাড়ি সেবা, ওয়াইফাই, এলিভেটর সঙ্গে আরও অনেক কিছু।

তবে এই ধরনের হোটেল গুলি (OYO Rooms) কিন্তু সকল মানুষদের জন্য নয়। কেবলমাত্র প্রেমিক-প্রেমিকা অথবা স্বামী স্ত্রীরাই আসেন এই ধরনের হোটেলে ঘুরতে অর্থাৎ এটি কেবলমাত্র দম্পতিদের জন্যই তৈরি। আর তাই এই সমস্ত হোটেল গুলিতে নিরাপত্তাও অনেক বেশি। ফলে অবৈধ ক্রিয়াকলাপ করা এই স্থান গুলোতে অত্যন্ত সহজ কাজ।

‌ এই ধরনের সমস্ত ক্রিয়াকলাপ রূখতেই কেন্দ্রীয় সরকার এবার বাধ্যতামূলক করল নতুন নিয়ম। নিয়মটি হল যে এই ধরনের প্রতিটি হোটেল (OYO Rooms) গুলিকে এবার থেকে রেজিস্ট্রেশন করতে হবে সরকারের কাছে। আর যে সমস্ত হোটেল গুলি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে না সে গুলিকে অবিলম্বে বন্ধ করা হবে বলেও জানা গেছে সরকার মারফত।

বর্তমান কালে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও ব্যবসা বাণিজ্যের প্রসার অনেক বৃদ্ধি লাভ করেছে। বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ধরনের কোম্পানি খুলে বসছে যে কোন মানুষ। সে যে কোন কোম্পানিই হোক না কেন। আর এই কারণে বিভিন্ন শহরে হোটেল (OYO Rooms And Hotels) এবং গেস্ট হাউসের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে অনেক।

এই সমস্ত হোমস্টে গুলিতে একদিকে যেমন ভাড়া (OYO Rooms) দিয়ে পয়সা রোজগার হয় তেমনি অন্য দিকে যারা বাইরের মানুষ তারা এসে সহজেই লজিং এর সুবিধা নিতে পারেন এই সমস্ত স্থান গুলিতে। আর এভাবেই চলতে থাকে বিভিন্ন দেশদ্রোহী কার্যকলাপ। যেমন কিছু দিন আগেই নিউটাউনের একটি গেস্ট হাউস থেকে পুলিশ মারফত অ্যারেস্ট করা হয়েছে একজন আততায়ীকে।

এছাড়াও নিউটাউন অন্য একটি গেস্ট হাউসে পুলিশ এবং আততায়ীদের মধ্যে এনকাউন্টারও চলেছে। যাইহোক, তো ব্যবসা বাণিজ্যের বিস্তার লাভ ঘটার জন্য অন্য দিকে বৃদ্ধি পেয়েছে এই সমস্ত অবৈধ ক্রিয়াকলাপের মাত্রাও। যদিও সরকার এর আগেই এই সমস্ত হোটেল (OYO Rooms) এবং গেস্ট হাউস গুলির রেজিস্ট্রেশন আবশ্যক করেছিল।

কিন্তু অনেক হোটেল গুলিই সেক্ষেত্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি। ফলে সেই সমস্ত হোটেল গুলিতে সরকার মারফত সঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। কিন্তু এবার থেকে চরম হুঁশিয়ারি দিয়ে সরকার জানিয়েছে যে প্রতিটি এই ধরনের হোটেল এবং গেস্ট হাউসকে রেজিস্ট্রেশন করাতেই হবে সরকারের কাছে। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে সেই হোটেল গুলি (OYO Rooms And Other Hotels).

মহার্ঘ ভাতা (DA News)

সেই সঙ্গে এটিও বাধ্যতামূলক করা হয়েছে যে যারাই এই হোটেলে (OYO Rooms) আসবেন তাদেরকে অবশ্যই নিজের এক কপি পরিচয় পত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে। নয়তো তাদেরকেও অনুমতি দেওয়া হবে না হোটেলে প্রবেশ করার। এই দুই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একদিকে যেমন সেই সকল হোটেল গুলির সকল তথ্য সরকারের কাছে থাকবে।

Ration Card – রেশন তোলা আরও সহজ, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি হলেন 9 কোটি রেশন গ্রাহক।

তেমনি অন্যদিকে প্রত্যেক ব্যক্তির পরিচয় পত্র গ্রহণের মাধ্যমে কোন অবৈধ ব্যক্তি সেখানে প্রবেশ করছে কিনা সেই জিনিসটাও সরকারের পর্যবেক্ষণে থাকবে। যার ফলে সমস্ত দুর্নীতি থেকে মুক্ত হবে সেই স্থান গুলি। কিন্তু শুধুমাত্র যে OYO Rooms এর ক্ষেত্রে এই নিয়ম সেটা কিন্তু নয়। দেশের সকল অনলাইন বা অফলাইন হোটেলের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য বলে সাফ জানানো হয়েছে।

Duare Dalil – পশ্চিমবঙ্গে চালু হলো দুয়ারে দলিল প্রকল্প। জমি দলিল ও ট্যাক্স, খাজনা সংক্রান্ত সমস্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *