অর্থনীতি

সেরা ফিক্সড ডিপোজিট সুদের হার ২০২৫। কোন ব্যাংক দিচ্ছে বেশি মুনাফা?

ফিক্সড ডিপোজিট হল আমাদের দেশের সকল মানুষদের কাছে ১ নম্বর সঞ্চয় প্রকল্প! সেটা বলাই বাহুল্য। প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ অর্থ উপার্জন করেন সেখান থেকে কিছুটা অংশ হলেও ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পছন্দ করেন। বর্তমান সময়ে সেভিংস একাউন্টের থেকে এফডিতে বিনিয়োগ করা প্রাধান্য বেশি বৃদ্ধি পেয়েছে। কোন প্রতিষ্ঠান বা কোন ব্যাংকে ফিক্স ডিপোজিট করার আগে সবার প্রথম যে জিনিসটাই লক্ষ্য রাখা উচিত সেটা হল সুদের দিকে।

বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট সুদের হার তুলনা ২০২৫

আপনি যে সংস্থায় ফিক্সড ডিপোজিট করছেন করছেন সেই সংস্থা বিনিয়োগের উপর কত শতাংশ সুদ দিচ্ছে এবং সেই সংস্থা আপনার বিনিয়োগের জন্য আর্থিক নিরাপত্তা দেবে কিনা এই দুটি দিক ভালো করে জেনে নিয়ে তবে বিনিয়োগ করুন। বেশিরভাগ ব্যাংকের প্রায় একই রকম সুদ দিয়ে থাকে, তবে উনিশ বিশ কিছু ক্ষেত্রে হয়ে থাকে। তবে কয়েক শতাংশ সুদের হারের এদিক ওদিকের জন্য আপনার লাভেরও পরিবর্তন হয়।

ব্যাংকগুলোর ফিক্সড ডিপোজিট সুদের হার তুলনা

উদাহরণ দিয়ে বলা যাক, যদি আপনার মোট ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১০ লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে মাত্র ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদেই এক বছরে ৫,০০০ টাকা অতিরিক্ত আয় হতে পারে। আপনি যদি তিন বছরের জন্য FD করেন তাহলে অতিরিক্ত আয় বেড়ে ১৫,০০০ টাকা দাঁড়াবে। FD-র পরিমাণ দ্বিগুণ করলে এই অতিরিক্ত আয় পৌঁছে যায় ৩০,০০০ টাকায়।

ফিক্সড ডিপোজিট (FD)-এ বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ব্যাংকই প্রায় একই রকম সুদ দেয়, তবে দীর্ঘমেয়াদে সামান্য সুদের পার্থক্যেও বেশ কয়েক হাজার টাকার লাভ হতে পারে। এখানে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন মেয়াদে দেওয়া সর্বোচ্চ সুদের হার তুলে ধরা হয়েছে। ২ – ৩ বছরের FD-তে সর্বোচ্চ সুদ দেয়, আবার কিছু ব্যাংক ১৫ – ১৮ মাসের মেয়াদে সর্বোচ্চ সুদ দেয়।

HDFC & ICICI Bank – HDFC Bank ৪ বছর ৭ মাসের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৭.৪% সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৯% সুদ দিচ্ছে। ICICI Bank ১৫ – ১৮ মাসের মেয়াদে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৭.৮৫% সুদ প্রদান করছে।

কোটাক মহিন্দ্রা ব্যাংক ও SBI – কোটাক মহিন্দ্রা ব্যাংক ৩৯০ – ৩৯১ দিনের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৭.৪% সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৯% সুদ দিচ্ছে। SBI ২ – ৩ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৭% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫% সুদ প্রদান করছে।

CIBIL Score ছাড়া পার্সোনাল লোন পাওয়ার সহজ উপায়। ব্যক্তিগত ঋণ নেওয়ার নিয়ম ও শর্তাবলীর সম্পূর্ণ গাইড বাংলায়

ব্যাংক অফ বরোদা ও ইউনিয়ন ব্যাংক – ব্যাংক অফ বরোদা ২ – ৩ বছরের FD-তে সাধারণ নাগরিকদের জন্য ৭.১৫% সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট পাবেন। ইউনিয়ন ব্যাংকে ৪৫৬ দিনের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৭.৩% সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট প্রযোজ্য। এই তালিকা দেখে আপনি সহজে বুঝিয়ে দিতে পারবেন কোন ব্যাংকে সব থেকে বেশি সুদ প্রদান করছে। সেই বুঝে আপনি সেখানে বিনিয়োগ করার চেষ্টা করুন।
Written by Shampa debnath

Related Articles