অর্থনীতি

Tax Savings Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে Income Tax এ ছাড় পাবেন!

বর্তমানে প্রচুর মানুষ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে (Tax Savings Fixed Deposit) বিনিয়োগ করছেন। আর এই স্কীম খুব জনপ্রিয়। কারন এই FD Scheme এ বিনিয়োগ করলে বিনিয়োগ করা টাকার সাথে নির্দিষ্ট পরিমান সুদের টাকা যুক্ত হয়। আর এই স্কীমে আপনার বিনিয়োগ করা টাকা নির্দিষ্ট মেয়াদের জন্যে লক থাকে। এই লক ইন পিরিয়ড শেষ হওয়ার পর গ্রাহকরা এই টাকা সুদ সহ ফেরত পায়। আর সব চেয়ে ভালো দিক হল এটি একদম নিরাপদ (Income Tax).

Best Tax Savings Fixed Deposits in India.

এই স্কিমের উপরে গ্রাহকদের আরো আকর্ষণ বাড়াতে অনেক ব্যাঙ্ক এখন Fixed Deposit এ সুদের হার (FD Interest Rate) বাড়িয়েছে। গত 31 শে জুলাই ছিল আয়কর রিটার্নের (ITR Filling) শেষ তারিখ। এই কর থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ব্যাংক একটি বিশেষ FD Scheme চালু করেছে। এই স্কীমের নাম হল Tax Savings Fixed Deposit. এই স্কীমে কর ছাড়ের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। কি কি সুবিধা পাবেন আর কোন কোন ব্যাংক এই সুবিধা দিচ্ছে দেখে নিন।

ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটের সুবিধা

বিভিন্ন ব্যাঙ্ক Tax Savings Fixed Deposit আর্জিত সুদের উপরে কর ছাড়ের বিশেষ সুবিধা পাওয়া যায়। আয়কর আইনের 1961 এর 80 C ধারার অধীনে এই কর ছাড়ের দাবি জানাতে পারেন গ্রাহকরা। এক্ষেত্রে গ্রাহকরা 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পান গ্রাহকরা। আর এর মাধ্যমে গ্রাহকদের অনেকটাই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

কোন ব্যাঙ্ক ট্যাক্স সেভিংস FD তে বেশি ছাড় দেয়?

বর্তমানে দেশের বেশির ভাগ ব্যাঙ্ক বিশেষ এই Tax Savings Fixed Deposit এ বার্ষিক 7% হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আরো বিশেষ সুবিধা রয়েছে। প্রবীণ নাগরিকরা সাধারন গ্রাহকদের থেকে ৫০ বেসিস পয়েন্ট (Basis Point) বেশি সুদ পান। চলুন দেখে নিন কোন ব্যাঙ্ক কত সুদ (Bank FD Interest) দিচ্ছে।

ব্যাঙ্ক অফ বারোদা (Bank of Baroda), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) এই চারটি ব্যাঙ্ক Tax Savings Fixed Deposit সমান সুদ দিচ্ছে। এই ব্যাংক গুলো গ্রাহকদের জন্য 6.5% হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা এর থেজে কিছুটা বেশি সুদ পাবে।

Axis Bank, HDFC Bank, ICICI Bank এই তিনটি ব্যাঙ্ক বর্তমানে 7% হারে সুদ দিচ্ছে। এই তিনটি ব্যাঙ্ক অধীনে গ্রাহকরা যদি পাঁচ বছরের মেয়াদে ট্যাক্স সেভিংস FD তে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে সেক্ষেত্রে মেয়াদ শেষে সুদ সহ তিনি 2.12 লক্ষ টাকা ফেরত পাবেন। কানাড়া ব্যাঙ্ক এখন এই বিশেষ FD তে গ্রাহকদের 6.70% সুদ দিচ্ছে।

Dearness Allowance (মহার্ঘ ভাতা বৃদ্ধি)

কানাড়া ব্যাঙ্কে (Canara Bank) যদি কোনো গ্রাহক 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে সেক্ষেত্রে মেয়াদ শেষে সুদ সহ তিনি 2.09 লক্ষ টাকা ফেরত পাবেন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) তাদের গ্রাহকদের Tax Savings Fixed Deposit এ 6% হারে সুদ দিচ্ছে। এক্ষেত্রে কোনো গ্রাহক যদি এই ব্যাঙ্কে 5 বছরের জন্যে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে সেক্ষেত্রে মেয়াদ শেষে সুদ সহ তিনি 2.02 লক্ষ টাকা ফেরত পাবেন।

ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম। প্রথম বার আবেদনে আগে সুবিধা ও অসুবিধা জানুন

ইন্ডিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Indian Bank) তাদের গ্রাহকদের Tax Savings Fixed Deposit স্কীমে 6.25% হারে সুদ দিচ্ছে। এই ব্যাঙ্কে 5 বছরের মেয়াদে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে মেয়াদ শেষে সুদ সহ 2.05 লক্ষ টাকা ফেরত পাওয়া যাবে। তাই গ্রাহকদের উচিত যে তারা যেন বিনিয়োগের আগে এই সম্পর্কে ভালো করে সকল তথ্য জেনে নিয়ে যেন সিদ্ধান্ত নেয়।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *