ভারতের ধনীদের টাকা জমানোর Investment Plan. সবাই কোটিপতি! আপনিও কি টাকা জমাবেন?
কথিত আছে টাকায় টাকা বাড়ে। কিন্তু টাকা না বিনিয়োগ (Investment Plan) না করে এই কাজ সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে ধনী ব্যাক্তিরা এমন কোন কোন জায়গায় বিনিয়োগ করেন যে তার ফলে তাদের সম্পত্তি (Property) ধীরে ধীরে আরো বেড়ে যায়? এছাড়া ভারতীয় ধনী ব্যাক্তিরা তাদের অর্জিত টাকা কীভাবে ব্যয় করতে পছন্দ করেন? এই সমস্ত বিষয় জানার কৌতুহল প্রায় প্রত্যেকটি ব্যাক্তিরই রয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমার এই সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি।
Best Investment Plan to Grow Your Money.
বর্তমানে ৩০ মিলিয়নের বেশি সম্পদের অধিকারী ব্যাক্তিরা UHNWI এর ক্যাটাগরিতে আসে। ভারতীয় মুদ্রায় যা ১৫০ কোটি। UHNWI বলতে বোঝায় (Ultra High Net Worth Individual). রিপোর্ট অনুযায়ী ধনী ব্যাক্তিরা তার আয়ের ৪৬ শতাংশ ইনভেস্ট করেন রিয়েল এস্টেট (Real Estate) বিজনেসে। ৩৩ শতাংশ টেকনোলজিতে (Technology). ১৫ শতাংশ ইন্টারেস্ট রেটে। এছাড়া এই ১৫ শতাংশই তারা ফিক্সড ইনভেস্টমেন্ট (Fixed Investment) এও বিনিয়োগ (Investment Plan) করতে পারেন।
এর পাশাপাশি রয়েছে বিভিন্ন কোম্পানির সিকিউরিটি, ক্যাশ কারেন্সি এই সমস্ত জিনিস। এই সমস্ত গেলো বিনিয়োগের ক্ষেত্রে। কিন্তু ধনী ব্যাক্তিরা তাদের আয়ের ১৭ শতাংশ ব্যয় করেন তাদের বিলাশ বহুল জীবনযাপনে। রিয়েল এস্টেট পরামর্শদাতা নাইট ফ্রাঙ্ক ‘দ্য ওয়েলথ রিপোর্ট ২০২৪ এমনটাই প্রকাশ করেছে। বিলাস বহুল পণ্যের মধ্যে ধনী ব্যাক্তিদের পছন্দের সবচেয়ে প্রথমেই রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ঘড়ি (Investment Plan).
দ্বিতীয় পর্যায়ে রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, তৃতীয়তে রয়েছে সোনা, হীরা গয়না (Diamond Ornaments). ক্লাসিক গাড়ি রয়েছে এর মধ্যে চতুর্থ স্থানে। এর পরেই রয়েছে ব্র্যান্ডেড ব্যাগ, বিভিন্ন ধরনের বিদেশি বহু পুরোনো ওয়াইন, ফার্নিচারস ইত্যাদি। এর সমস্ত কিছু ব্যবহারের দ্বারা ধনী ব্যাক্তিরা সমাজে তাদের আধিপত্য প্রদর্শন করেন (Investment Plan). তাদের বিলাস বহুল জাঁক জমক পূর্ণ জীবনযাপন এই সমস্ত দ্রব্যের দ্বারা তারা সমাজের কাছে ফুটিয়ে তোলে।
দ্য ওয়েলথ রিপোর্ট ২০২৪ অনুযায়ী ২০২৩ এসেসমেন্ট ইয়ারে ধনী ব্যক্তিদের সংখ্যা ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩,২৬৩ তে যা তার গত বছর ছিল ১২,৪৯৫। ২০২৪ এসেসমেন্ট ইয়ারে অনুমান করা হচ্ছে এই সংখ্যাই বেড়ে ১৯,৯০৮ যাবে (Investment Plan). আগামী চার বছরে এই সংখ্যা ৫০.০১ শতাংশ বৃদ্ধি পাবে অর্থাৎ ২০২৮ এ এই সংখ্যা গিয়ে পৌঁছাবে ২০,০০০ এ।
চাকরি না করলেও প্রতিমাসে লাখ টাকা পেনশন পাবেন! চিন্তার দিন শেষ
ধীরে ধীরে ভারতে অতি ধনী ব্যাক্তির সংখ্যা বাড়বে বৈ কমবে না। নাইট ফ্রাঙ্কের একটি রিপোর্ট অনুসারে, ২০২৪ সালে ভারতীয় UHNWI এর সম্পদের ৯০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অতি ধনীদের সংখ্যার অভূত পূর্ব বৃদ্ধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে বিশ্ব ব্যাপী UHNWI এর সংখ্যা এক বছর আগে ৬,১,৩০০ থেকে ২০২৪ সালে ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬,২৬,৬১৯ হবে বলে অনুমান করা হচ্ছে (Investment Plan). এই বৃদ্ধি ২০১১ সাল ২০২২ সালের প্রেক্ষিতে তুলনা করলে অনেক বেশি।
আর এই সকল পদ্ধতিতে যারা বিনিয়োগ করেন তাদের সম্পত্তি অনেকটাই বৃদ্ধি পায়। কিন্তু আমাদের দেশে এমন অনেক Investment Plan বা সঞ্চয় প্রকল্প আছে যেখানে সকলে বিনিয়োগ করার মাধ্যমে ভালো টাকা রিটার্ন পান। আর যে কোন ধরণের বিনিয়োগ করার আগে আপনারা সেই বিনিয়োগ স্কিম সম্পর্কে ভালো করে জেনে নিতে পারবেন।
Written by Sathi Roy.