অর্থনীতি

Best Investment Plans: কম টাকা বিনিয়োগে বেশি রিটার্ন চাই? ভারতে সেরা সঞ্চয় স্কিম 2024

আমাদের দেশের কোটি কোটি মানুষেরা বিনিয়োগ (Best Investment Plans) করার মাধ্যমে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে চায় অনেকে। সব মানুষই নিজের কষ্ট করে উপার্জিত টাকা কোথাও না কোথাও জমা করতে চায় যাতে ভবিষ্যৎ কোনো অসুবিধায় পড়তে না হয়। টাকা বিনিয়োগ করার মত এমন অনেক সরকারি বেসরকারি আর্থিক সংস্থা বা ব্যাঙ্ক রয়েছে।

Best Investment Plans in India

তবে সে গুলোর মধ্যে সবথেকে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হল পোস্ট অফিস। পোস্ট অফিসে অনেক ধরনের স্কীম রয়েছে যেখানে আপনারা বিনিয়োগ করতে পারবেন। এই স্কীম গুলোতে বিনিয়োগ করলে আপনারা পাবেন মোটা টাকা রিটার্ন (Best Investment Plans). এই পোস্ট অফিস যেহেতু কেন্দ্র সরকারের অধিনস্ত তাই এতে বিনিয়োগ করলে আপনারা নিশ্চিত রিটার্নের পাশাপাশি পাবেন আর্থিক সুরক্ষাও।

Investment Scheme in Post Office

আজ আপনাদের সাথে পোস্ট অফিসের 8 টি স্কীম (Best Investment Plans) সম্পর্কে বলব যেখানে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাবেন। আর সকল তথ্য জেনে নেওয়ার মাধ্যমে আপনারা এই সম্পর্কে সকল তথ্য জেনে নিয়ে তবেই বিনিয়োগ করতে চাইবেন।

১) SSY Scheme – পোস্ট অফিসের এই স্কীম কন্যা সন্তানদের জন্য আনা হয়েছে। এই স্কীমে বিনিয়োগ করলে আপনারা বার্ষিক 8.20% হারে সুদ পাবেন।
২) Post Office SCSS – এই স্কীম প্রবীণ নাগরিকদের জন্যে এনেছে পোস্ট অফিস। এই স্কিমে বিনিয়োগ করলে বর্তমানে বার্ষিক 8.20% শতাংশ হারে সুদ পাবেন আপনারা।

৩) NSC Scheme – নিজের টাকা ডবল করার জন্যে ভালো মাধ্যম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এই স্কীমে 7.7% হারে সুদ দেওয়া হচ্ছে।
৪) KVP Scheme – যে সব মানুষ চাষবাসের সাথে যুক্ত তাদের জন্য কিষান বিকাশ পত্র একটি সেরা বিনিয়োগ মাধ্যম, বর্তমানে এই স্কীমে 7.5% হারে সুদ দেওয়া হচ্ছে।

PM Mudra Yojana (প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা)

৫) MIS Scheme – প্রতিমাসে নিশ্চিত আয়ের জন্য বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের এই স্কীমে এই স্কীমে বিনিয়োগ করলে আপনারা পাবেন 7.4% হারে সুদ।
৬) PPF Scheme – যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ মাধ্যম খুঁজছেন তারা PPF এ বিনিয়োগ করতে পারবেন। এই স্কীমে 7.1% হারে সুদ দেওয়া হয়।

ভারতে বিনিয়োগের জন্য সেরা ছোট ক্যাপ মিউচুয়াল ফান্ড ও SIP 2024

৭) Fixed Deposit – আমরা সকলেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের মত পোস্ট অফিসে রয়েছে টাইম ডিপোজিট স্কীম। নির্দিষ্ট মেয়াদের উপরে ভিত্তি করে এই প্রকল্পে সুদ দেওয়া হয়।
৮) Recurring Deposit – যারা প্রতি মাসে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করতে চান তাদের জন্য সেরা বিকল্প হল এই রেকারিং ডিপোজিট স্কীম।
Written by Ananya Chakraborty.

Related Articles